আলওয়ার, 19 সেপ্টেম্বর : রাজস্থানের আলওয়ারে 45 বছরের এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, ধর্ষণের ভিডিয়ো সোশাল মিডিয়ায় আপলোড করে অভিযুক্তরা । বৃহস্পতিবার এবিষয়ে থানায় অভিযোগ জানান নির্যাতিতা ।
তিজারার DSP কুশল সিং জানান, এক আত্মীয়কে টাকা দিয়ে ভাগনের সঙ্গে ফিরছিলেন ওই মহিলা । সেই সময় তাঁদের আটকায় ছয় অভিযুক্ত । মহিলার সঙ্গে দুর্ব্যবহারের পর তাঁর ভাগনেকে মারধর করে আটকে রাখে । এরপর মহিলাকে ধর্ষণ করা হয়। ঘটনার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করে অভিযুক্তরা ।
এনিয়ে থানায় অভিযোগ জানান নির্যাতিতা । ছয় অভিযুক্তের মধ্যে এখনও পর্যন্ত দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।