দিল্লি, 2 নভেম্বর : দেশে কমছে দৈনিক সংক্রমণের সংখ্যা । প্রায় দু'সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা 45 থেকে 49 হাজারের আশপাশে থাকছে । গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে 45 হাজার 230 জন ৷ এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 82 লাখ 29 হাজার 313 ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 5 লাখ 61 হাজার 908 ৷ এদিকে, একদিনে দেশে কোরোনায় মৃত্যু হয়েছে 496 জনের ৷ এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 1 লাখ 22 হাজার 607 ৷
24 ঘণ্টায় দেশে সুস্থ হয়েছে 53 হাজার 285 জন । এখনও পর্যন্ত দেশে কোরোনামুক্ত হয়েছে 75 লাখ 44 হাজার 798 জন ৷ দেশে সুস্থতার হার প্রায় 92 শতাংশ ৷
দেশে কোরোনা আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ গত 24 ঘণ্টায় সেখানে কোরোনায় আক্রান্ত হয়েছে 5 হাজার 369 জন ৷ মৃত্যু হয়েছে 113 জনের ৷ এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 16 লাখের বেশি ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ৷ সেখানে এখনও পর্যন্ত মোট 8 লাখ 27 হাজার 64 জন কোরোনা আক্রান্তের হদিস মিলেছে ৷ তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ সেখানে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছে 8 লাখের বেশি মানুষ ৷ চতুর্থ স্থানে রয়েছে তামিলনাড়ু ৷ এখনও পর্যন্ত এরাজ্যে 7 লাখ 27 হাজার 26 জনের বেশি মানুষের শরীরে সংক্রমণের হদিস মিলেছে ৷
1 নভেম্বর পর্যন্ত 11 কোটি 7 লাখ 43 হাজার 103 টি নমুনা পরীক্ষা হয়েছে । তার মধ্যে 24 ঘণ্টায় 8 লাখ 55 হাজার 800টি নমুনা পরীক্ষা করা হয়েছে । জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।