কোলার (কর্নাটক), 12 ডিসেম্বর : বেতন না দেওয়ার অভিযোগে তাইওয়ানের একটি টেকনোলজি সংস্থার কর্নাটকের অফিসে ভাঙচুর, অগ্নি সংযোগ করল বিক্ষুব্ধ কর্মীরা ৷ বেঙ্গালুরু থেকে 50 কিলোমিটার দূরে কোলার জেলায় অবস্থিত উইস্ট্রন কম্পানির ওই অফিসে আজ বিক্ষোভ প্রতিবাদ দেখায় কর্মীরা ৷ সেই সময় ভাঙচুর চালানো হয় ৷ গাড়ি, টেলিভিশন, আসবাবপত্র নষ্ট করা হয় ৷ অফিসের একাধিক কাচ ভেঙে দেয় বিক্ষোভকারীরা ৷
বিক্ষোভের পাশাপাশি এদিন স্লোগানও তোলে কর্মীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যান কোলার পুলিশ সুপার কার্তিক রেড্ডি ৷ মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও বিক্ষোভকারী কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে ৷ এই ঘটনায় ওই ব্যাপক ক্ষতি হয়েছে বলে সংস্থার তরফে জানা গেছে ৷
সেন্ট্রাল রেঞ্জ আইজি সেমান্তকুমার সিং জানান, এই ঘটনায় অফিসের সিসিটিভি ক্যামেরার থেকে ফুটেজ সংগ্রহ করার কাজ শুরু হয়েছে ৷ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে ৷
কোলার ওই অফিসে প্রায় দুই হাজার কর্মী কাজ করেন ৷ তাঁদের মধ্যেই একটি দল সম্পূর্ণ বেতন ও অতিরিক্ত সময় কাজের টাকা না পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ৷ এরপরই অফিসের আসবাবপত্র, বৈদ্যুৎতিক যন্ত্রাংশে ভাঙচুর চালানো হয়৷ পাশাপাশি ওই অফিসের একটি ঘরেও আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ ঘটনার নিন্দার পাশাপাশি কর্মীদের বকেয়া বেতন প্রদানের আশ্বাস দিয়েছে কর্নাটক সরকার
৷