ETV Bharat / bharat

প্রয়োজনে জম্মু ও কাশ্মীর হাইকোর্টে যাব : প্রধান বিচারপতি

জম্মু ও কাশ্মীর হাইকোর্ট থেকে সেখানে চলা কাজকর্মের বিষয়ে একটি রিপোর্ট চেয়েছেন প্রধান বিচারপতি । আজ শিশু অধিকার কর্মী এণাক্ষী গঙ্গোপাধ্যায়ের দায়ের করা এক মামলার প্রেক্ষিতে শুনানি চলাকালীন এই মন্তব্য করেন রঞ্জন গগৈ ।

প্রধান বিচারপতি
author img

By

Published : Sep 16, 2019, 1:50 PM IST

দিল্লি, 16 সেপ্টেম্বর : পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীরে যেতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ । আজ তিনি বলেন, "প্রয়োজনে আমি জম্মু ও কাশ্মীরের হাইকোর্টে গিয়ে সেখানে কাজকর্ম কেমন চলছে, তা দেখতে যেতে পারি ।" পাশাপাশি জম্মু ও কাশ্মীর হাইকোর্ট থেকে সেখানে চলা কাজকর্মের বিষয়ে একটি রিপোর্ট চেয়েছেন প্রধান বিচারপতি । আজ শিশু অধিকার কর্মী এণাক্ষী গঙ্গোপাধ্যায়ের দায়ের করা এক মামলার প্রেক্ষিতে শুনানি হয় সুপ্রিম কোর্টে । শুনানি চলাকালীন এই মন্তব্য করেন রঞ্জন গগৈ ।

এণাক্ষী গঙ্গোপাধ্যায়ের আইনজীবী হুজ়েফি আহমাদি আজ আদালতে বলেন, "জম্মু ও কাশ্মীরে 6 থেকে 18 বছরের শিশু ও কিশোরীদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে । এই প্রেক্ষিতে শীর্ষ আদালত বলে, "বিষয়টি স্থানীয় স্তরের । মামলাটি জম্মু ও কাশ্মীর হাইকোর্টে কেন দায়ের করা হয়নি ? এই বিষয়টি হাইকোর্টও খতিয়ে দেখতে পারে ।" এর জবাবে এণাক্ষীর আইনজীবী বলেন, "হাইকোর্টে যাওয়া আমাদের পক্ষে খুব কঠিন ।"

প্রধান বিচারপতি বলেন, "জম্মু ও কাশ্মীর হাইকোর্টে যাওয়া কেন কঠিন ‌হয়ে গেছে? কেউ কি পথে বাধা দিচ্ছে? আমরা জানতে চাই । প্রয়োজনে আমি নিজে জম্মু ও কাশ্মীর হাইকোর্টে যাব ।" এরপর সুপ্রিম কোর্ট জম্মু ও কাশ্মীর হাইকোর্টের কাছে এই সংক্রান্ত একটি রিপোর্ট চায় । রঞ্জন গগৈ বলেন, "রিপোর্ট পাওয়ার পরে আমি জম্মু ও কাশ্মীর হাইকোর্টে যাব ।" পাশাপাশি প্রধান বিচারপতি এণাক্ষী গঙ্গোপাধ্যায়ের আইনজীবীকে বলেন, "যদি জম্মু ও কাশ্মীরের প্রধান বিচারপতির রিপোর্ট অন্য কথা বলে তবে ফলাফলের জন্য তৈরি থাকুন ।"

দিল্লি, 16 সেপ্টেম্বর : পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীরে যেতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ । আজ তিনি বলেন, "প্রয়োজনে আমি জম্মু ও কাশ্মীরের হাইকোর্টে গিয়ে সেখানে কাজকর্ম কেমন চলছে, তা দেখতে যেতে পারি ।" পাশাপাশি জম্মু ও কাশ্মীর হাইকোর্ট থেকে সেখানে চলা কাজকর্মের বিষয়ে একটি রিপোর্ট চেয়েছেন প্রধান বিচারপতি । আজ শিশু অধিকার কর্মী এণাক্ষী গঙ্গোপাধ্যায়ের দায়ের করা এক মামলার প্রেক্ষিতে শুনানি হয় সুপ্রিম কোর্টে । শুনানি চলাকালীন এই মন্তব্য করেন রঞ্জন গগৈ ।

এণাক্ষী গঙ্গোপাধ্যায়ের আইনজীবী হুজ়েফি আহমাদি আজ আদালতে বলেন, "জম্মু ও কাশ্মীরে 6 থেকে 18 বছরের শিশু ও কিশোরীদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে । এই প্রেক্ষিতে শীর্ষ আদালত বলে, "বিষয়টি স্থানীয় স্তরের । মামলাটি জম্মু ও কাশ্মীর হাইকোর্টে কেন দায়ের করা হয়নি ? এই বিষয়টি হাইকোর্টও খতিয়ে দেখতে পারে ।" এর জবাবে এণাক্ষীর আইনজীবী বলেন, "হাইকোর্টে যাওয়া আমাদের পক্ষে খুব কঠিন ।"

প্রধান বিচারপতি বলেন, "জম্মু ও কাশ্মীর হাইকোর্টে যাওয়া কেন কঠিন ‌হয়ে গেছে? কেউ কি পথে বাধা দিচ্ছে? আমরা জানতে চাই । প্রয়োজনে আমি নিজে জম্মু ও কাশ্মীর হাইকোর্টে যাব ।" এরপর সুপ্রিম কোর্ট জম্মু ও কাশ্মীর হাইকোর্টের কাছে এই সংক্রান্ত একটি রিপোর্ট চায় । রঞ্জন গগৈ বলেন, "রিপোর্ট পাওয়ার পরে আমি জম্মু ও কাশ্মীর হাইকোর্টে যাব ।" পাশাপাশি প্রধান বিচারপতি এণাক্ষী গঙ্গোপাধ্যায়ের আইনজীবীকে বলেন, "যদি জম্মু ও কাশ্মীরের প্রধান বিচারপতির রিপোর্ট অন্য কথা বলে তবে ফলাফলের জন্য তৈরি থাকুন ।"

New Delhi, Sep 16 (ANI): Doctors from leading medical institutes have opined that learning different languages is helpful for the brain's cognitive development. Health experts said that if a person knows more than two languages, different parts of the brain get activated which helps in better concentration and development of brainpower. In fact, doctors from All India Institute of Medical Sciences (AIIMS) have urged the government to take strict efforts in banning internet gaming, PUBG and other social media apps which are actually a threat for children. Earlier in May, the draft of the new National Education Policy, proposed by the panel constituted in the previous Modi government, had suggested teaching of Hindi in non-Hindi speaking States. However, this was opposed by many non-Hindi teaching states, especially Tamil Nadu.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.