ETV Bharat / bharat

২১ ফেব্রুয়ারি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন : শংকরাচার্য স্বরূপানন্দ সরস্বতী - ttar Pradesh Chief Minister Yogi Adityanath

২১ ফেব্রুয়ারি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা করলেন শংকরাচার্য স্বরূপানন্দ সরস্বতী

শংকরাচার্য স্বরূপানন্দ সরস্বতী
author img

By

Published : Feb 11, 2019, 11:24 PM IST

প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ), ১১ ফেব্রুয়ারি : অযোধ্যায় ২১ ফেব্রুয়ারি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আজ এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে একথা জানান শংকরাচার্য স্বরূপানন্দ সরস্বতী। তিনি বলেন, "রবিরার (১৭ ফেব্রুয়ারি) আমরা প্রয়াগরাজ থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দেব। আর ২১ ফেব্রুয়ারি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করব।"

স্বরূপানন্দ সরস্বতীর মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম মন্দির ইশুতে মুখ খুলেছিলেন। বিধানসভায় তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে রাম মন্দির ইশুর সমাধান করা সম্ভব। তাঁর কথায়, "রামের জন্মভূমি হিসেবে বিশ্বজুড়ে অযোধ্যার পরিচিতি রয়েছে। সেই পরিচিতি কোনওভাবেই বিদেশি অনুপ্রবেশকারী বাবরের জন্য হয়নি। মানুষের বিশ্বাসকে সম্মান জানাতে হবে। এর আগেও আমি বলেছি, আদালতের উচিত মানুষের ভাবধারাকে সম্মান করা। এলাহাবাদ হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, যেখানে রাম লাল্লা রয়েছেন সেখানেই মন্দির তৈরি হবে।"

যোগী আরও বলেন, "রাম মন্দিরের বিতর্ক এখনই মিটিয়ে ফেলতে হবে। জমি বাঁটোয়ারার কোনও প্রশ্নেই ওঠে না। একমাত্র বিতর্ক হল সেখানে রামের জন্মভূমি ছিল কি না। সেই বিতর্ক ইতিমধ্যে মেটানো হয়েছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সমাধান সূত্র বের করতে ২৪ ঘণ্টার বেশি সময় লাগবে না।"

undefined

উল্লেখ্য, গত আট বছর ধরে রাম জন্মভূমি-বারবি মসজিদ বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। অনেকদিন ধরেই বিভিন্ন হিন্দু সংগঠনগুলি নিয়মিত শুনানির আর্জি জানিয়েছে।

প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ), ১১ ফেব্রুয়ারি : অযোধ্যায় ২১ ফেব্রুয়ারি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আজ এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে একথা জানান শংকরাচার্য স্বরূপানন্দ সরস্বতী। তিনি বলেন, "রবিরার (১৭ ফেব্রুয়ারি) আমরা প্রয়াগরাজ থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দেব। আর ২১ ফেব্রুয়ারি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করব।"

স্বরূপানন্দ সরস্বতীর মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম মন্দির ইশুতে মুখ খুলেছিলেন। বিধানসভায় তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে রাম মন্দির ইশুর সমাধান করা সম্ভব। তাঁর কথায়, "রামের জন্মভূমি হিসেবে বিশ্বজুড়ে অযোধ্যার পরিচিতি রয়েছে। সেই পরিচিতি কোনওভাবেই বিদেশি অনুপ্রবেশকারী বাবরের জন্য হয়নি। মানুষের বিশ্বাসকে সম্মান জানাতে হবে। এর আগেও আমি বলেছি, আদালতের উচিত মানুষের ভাবধারাকে সম্মান করা। এলাহাবাদ হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, যেখানে রাম লাল্লা রয়েছেন সেখানেই মন্দির তৈরি হবে।"

যোগী আরও বলেন, "রাম মন্দিরের বিতর্ক এখনই মিটিয়ে ফেলতে হবে। জমি বাঁটোয়ারার কোনও প্রশ্নেই ওঠে না। একমাত্র বিতর্ক হল সেখানে রামের জন্মভূমি ছিল কি না। সেই বিতর্ক ইতিমধ্যে মেটানো হয়েছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সমাধান সূত্র বের করতে ২৪ ঘণ্টার বেশি সময় লাগবে না।"

undefined

উল্লেখ্য, গত আট বছর ধরে রাম জন্মভূমি-বারবি মসজিদ বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। অনেকদিন ধরেই বিভিন্ন হিন্দু সংগঠনগুলি নিয়মিত শুনানির আর্জি জানিয়েছে।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Beijing - 11 February 2019
1. Wide of news conference with Hua Chunying, spokesperson for China's foreign ministry
2. Reporters
3. SOUNDBITE (Mandarin): Hua Chunying, Chinese Foreign Ministry spokesperson
(commenting on a claim by Turkey that a celebrated musician from China's Turkic Muslim Uighur ethnic group had died in Chinese custody)
"The Turkish Foreign Ministry spokesperson's statement was vile. The Chinese embassy in Turkey had already responded immediately, and we also made solemn complaints to the Turkish side."
4. Reporter
5. SOUNDBITE (Mandarin): Hua Chunying, Chinese Foreign Ministry spokesperson
"First of all, I would like to remind everyone to pay attention to the fact that the Uighur (minority) famous folk musician (Abdurehim) Heyit, - as mentioned in the Turkish Foreign Ministry spokesperson's statement - died in prison in the second year of the sentence, but yesterday I also saw his video online. It shows that he is not only alive but also very healthy. It is extremely wrong and irresponsible for the Turkish side to make unwarranted accusations against China based on the absurd lie that describes the living as dead. We express our firm opposition to this."
6. Hua at podium
7. SOUNDBITE (Mandarin): Hua Chunying, Chinese Foreign Ministry spokesperson
"Turkey is also a multi-ethnic country and faces the threat of terrorism. Adopting double standards on the issue of counter-terrorism will only harm both others and itself. We hope that the Turkish side will not listen to the unbalanced ideas, correctly understand the relevant policies and efforts of the Chinese side, and take practical actions to enhance mutual trust and cooperation between China and Turkey."
8. Reporters
9. SOUNDBITE (Mandarin): Hua Chunying, Chinese Foreign Ministry spokesperson
"The relevant actions of US warships (that recently sailed near islands claimed by China in the South China Sea) violated China's sovereignty and undermined peace, security and good order in the relevant sea areas. The Chinese side expresses strong dissatisfaction and resolute opposition. China has indisputable sovereignty over the Spratly Islands and its adjacent waters, including the Ren'ai Reef and the Mischief Reef."
10. Hua at podium
11. SOUNDBITE (Mandarin): Hua Chunying, Chinese Foreign Ministry spokesperson
(answering reporter's question regarding a German media report that claimed China operates spies in Brussels)
"I think anyone who has independent thinking can see very clearly the nature of the accusations against China, such as 'China threat theory' and 'Chinese espionage theory'. It is the US that has unscrupulously coerced its allies to slander and suppress China. Everyone should see this hegemonic approach very clearly, and it is regrettable to see that its allies always follow its words. We hope relevant parties can correct their mentality, see China and the mutually beneficial win-win relationship with China objectively and rationally, and stop trying to discredit and attack China. The more such statements one makes, the more unfavourable the image of oneself."
12. Reporter
13. SOUNDBITE (Mandarin): Hua Chunying, Chinese Foreign Ministry spokesperson
(answering question regarding a New Zealand national air carrier admitting a registration mistake, and China turning back a flight to China over the weekend, prompting New Zealand's Prime Minister Jacinda Ardern to say Monday that politics were not involved)
"I saw online reports saying that it never registered, so I think the flight to China is illegal and breached the regulations. They themselves noted this issue and made a U-turn."
14. Reporter
15. SOUNDBITE (Mandarin): Hua Chunying, Chinese Foreign Ministry spokesperson
(commenting on UK newspaper The Guardian reporting that 17 Australians were believed to be detained in Xinjang)
"I have not heard of it. I don't know the situation. You'll need to give me a specific name so that we can help you check it."
16. Wide of news conference
STORYLINE:
China on Monday condemned Turkey over its claim that a celebrated musician from China's Turkic Muslim Uighur ethnic group has died in custody, releasing a brief video clip that it said proved he was alive and in good health.
Foreign ministry spokeswoman Hua Chunying said the video of Abdurehim Heyit issued by state media showed Turkey's statement was an "absurd lie."
"The Turkish side has made a very bad mistake which is quite irresponsible. We express firm opposition to this," Hua told reporters during the foreign ministry's daily briefing.
China has filed a formal complaint and called on Turkey to reveal the source of its information, Hua said.
Heyit had reportedly been sentenced to eight years in jail over one of his songs. Hua said he had been taken in custody for endangering national security and that his case was under investigation.
In the video released by state media outlet China Radio International, Heyit said he was being investigated for criminal activity, but was in good health and had "never been abused."
Beijing on Monday also expressed "strong dissatisfaction and resolute opposition" after two US navy destroyers, USS Spruance and USS Preble, sailed in waters near disputed islands in the South China Sea.
"China has indisputable sovereignty over the Spratly Islands and its adjacent waters, including the Ren'ai Reef and the Mischief Reef," Hua said.
Asked by a reporter for comments on a German media report that claimed China operates spies in Brussels, Hua dismissed the reports, saying "It is the US who has unscrupulously coerced its allies to slander and suppress China."
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.