ETV Bharat / bharat

"কেন আপনাদের মুখ্যমন্ত্রীরা আপনাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর কাছে বন্ধক রেখেছেন ?", প্রশ্ন রাহুলের - জি এস টি ক্ষতিপূরণ ইশু

21 টি রাজ্য কেন্দ্রীয় শর্ত মেনে ধার নিতে রাজি হয় । এর মধ্যে অধিকাংশই হল BJP শাসিত ।

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Oct 12, 2020, 3:29 PM IST

দিল্লি, 12 অক্টোবর : GST ক্ষতিপূরণ ইশুতে কেন্দ্রীয় প্রস্তাবে রাজি হয়েছিল বেশ কয়েক'টি রাজ্য । আজ সেই সমস্ত রাজ্যের সাধারণ মানুষের কাছে রাহুল গান্ধির প্রশ্ন, " কেন রাজ্য ও তাঁদের ভবিষ্যৎ এইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বন্ধক রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ?"

প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে রাহুল গান্ধির টুইট, " 1. কেন্দ্র রাজ্যগুলিকে GST থেকে আয়ের প্রতিশ্রুতি দেয় । 2. কোরোনা এবং প্রধানমন্ত্রীর জন্য দেশের অর্থনীতি নিম্নগামী । 3. কর্পোরেট সংস্থাগুলিকে 1.4 লাখ কোটি টাকার কর ছাড় দিয়ে প্রধানমন্ত্রী নিজের জন্য দু'টি বিমান কিনেছেন । 4. কিন্তু রাজ্যগুলিকে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে টাকা নেই । 5. পরিস্থিতি মোকাবিলা জন্য রাজ্যগুলিকে ধার নেওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । " এরপরেই তিনি প্রশ্ন তোলেন, "কেন আপনাদের মুখ্যমন্ত্রীরা রাজ্যের ভবিষ্যৎ এইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বন্ধক রাখছেন ?"

  • 1. Centre promises GST revenue for States
    2. Economy shattered by PM & Covid
    3. PM gives 1.4 lakh Crs tax cuts to Corporates, buys 2 planes for himself for 8400 Crs
    4. Centre has no money to pay States
    5. FM tells States- Borrow

    Why is your CM mortgaging your future for Modi?

    — Rahul Gandhi (@RahulGandhi) October 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনা ও লকডাউনের জেরে তৈরি আর্থিক পরিস্থিতি মোকাবিলায় অগাস্ট মাসে রাজ্যগুলির সামনে দুটি' বিকল্প রেখেছিল কেন্দ্র । এক, রিজার্ভ ব্যাঙ্কের বিশেষ উইন্ডো ফ্যাসিলিটি থেকে 97,000 কোটি টাকা ধার নেওয়ার সুযোগ অথবা বাজার থেকে 2.35 লাখ কোটি টাকা ধার নেওয়া । পরে কয়েক'টি রাজ্যের অনুরোধে অবশ্য টাকার অঙ্ক 97,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1.10 লাখ কোটি টাকা করা হয় ।

21 টি রাজ্য কেন্দ্রীয় শর্ত মেনে ধার নিতে রাজি হয় । এর মধ্যে অধিকাংশই হল BJP শাসিত রাজ্য । রাজ্যগুলির রাজস্ব ঘাটতি মেটাতে চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের তরফে 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে ।

দিল্লি, 12 অক্টোবর : GST ক্ষতিপূরণ ইশুতে কেন্দ্রীয় প্রস্তাবে রাজি হয়েছিল বেশ কয়েক'টি রাজ্য । আজ সেই সমস্ত রাজ্যের সাধারণ মানুষের কাছে রাহুল গান্ধির প্রশ্ন, " কেন রাজ্য ও তাঁদের ভবিষ্যৎ এইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বন্ধক রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ?"

প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে রাহুল গান্ধির টুইট, " 1. কেন্দ্র রাজ্যগুলিকে GST থেকে আয়ের প্রতিশ্রুতি দেয় । 2. কোরোনা এবং প্রধানমন্ত্রীর জন্য দেশের অর্থনীতি নিম্নগামী । 3. কর্পোরেট সংস্থাগুলিকে 1.4 লাখ কোটি টাকার কর ছাড় দিয়ে প্রধানমন্ত্রী নিজের জন্য দু'টি বিমান কিনেছেন । 4. কিন্তু রাজ্যগুলিকে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে টাকা নেই । 5. পরিস্থিতি মোকাবিলা জন্য রাজ্যগুলিকে ধার নেওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । " এরপরেই তিনি প্রশ্ন তোলেন, "কেন আপনাদের মুখ্যমন্ত্রীরা রাজ্যের ভবিষ্যৎ এইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বন্ধক রাখছেন ?"

  • 1. Centre promises GST revenue for States
    2. Economy shattered by PM & Covid
    3. PM gives 1.4 lakh Crs tax cuts to Corporates, buys 2 planes for himself for 8400 Crs
    4. Centre has no money to pay States
    5. FM tells States- Borrow

    Why is your CM mortgaging your future for Modi?

    — Rahul Gandhi (@RahulGandhi) October 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনা ও লকডাউনের জেরে তৈরি আর্থিক পরিস্থিতি মোকাবিলায় অগাস্ট মাসে রাজ্যগুলির সামনে দুটি' বিকল্প রেখেছিল কেন্দ্র । এক, রিজার্ভ ব্যাঙ্কের বিশেষ উইন্ডো ফ্যাসিলিটি থেকে 97,000 কোটি টাকা ধার নেওয়ার সুযোগ অথবা বাজার থেকে 2.35 লাখ কোটি টাকা ধার নেওয়া । পরে কয়েক'টি রাজ্যের অনুরোধে অবশ্য টাকার অঙ্ক 97,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1.10 লাখ কোটি টাকা করা হয় ।

21 টি রাজ্য কেন্দ্রীয় শর্ত মেনে ধার নিতে রাজি হয় । এর মধ্যে অধিকাংশই হল BJP শাসিত রাজ্য । রাজ্যগুলির রাজস্ব ঘাটতি মেটাতে চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের তরফে 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.