ETV Bharat / bharat

পশ্চিমবঙ্গ চায় গুজরাতের মতো উন্নয়ন : মোদি - bjp

শপথ নেওয়ার আগে গুজরাতে গেলেন নরেন্দ্র মোদি। সেখানেও তাঁর বক্তব্যে উঠে এল পশ্চিমবঙ্গের কথা।

নরেন্দ্র মোদি
author img

By

Published : May 27, 2019, 4:21 AM IST

আহমেদাবাদ, 27 মে : পশ্চিমবঙ্গের মানুষ চায় যে রাজ্যে ক্ষমতায় আসুক BJP। কারণ তাদের চাই গুজরাতের মতো উন্নয়ন । গতকাল আহমেদাবাদে এই মন্তব্য করেন নরেন্দ্র মোদি ।

তিনি বলেন, "সোশাল মিডিয়ায় বাংলার এক বয়স্ক মহিলার ইন্টারভিউ দেখছিলাম । সেখানে তাঁকে বারবার মোদি মোদি বলতে শোনা গেল । কিন্তু, কাকে ভোট দেবেন জিজ্ঞাসা করা হলে বলেন, কমিউনিস্টদের ভোট দেবেন ।
তিনি যেখানে গুজরাতের মতো উন্নয়ন চান, সেখানে তাদের ভোট কেন ? তখন তিনি বলেন, এটা বাংলা । এখানে আমরা প্রকাশ্যে এগুলো বলতে পারি না । তুমি জানো না তোমার সঙ্গে কী ঘটতে পারে ।"

মোদি বলেন, 2014 সাল থেকে তিনি যাওয়ার আগেই দেশের প্রতিটি প্রান্তে গুজরাতের উন্নয়নমূলক পদক্ষেপের কথা পৌঁছে গেছে ।

2014 সালে পশ্চিমবঙ্গে 2টি আসন পেয়েছিল BJP । এবার তা বেড়ে হয়েছে 18 । আর এবার তাদের লক্ষ্য 2021-এর বিধানসভা নির্বাচন ।

আহমেদাবাদ, 27 মে : পশ্চিমবঙ্গের মানুষ চায় যে রাজ্যে ক্ষমতায় আসুক BJP। কারণ তাদের চাই গুজরাতের মতো উন্নয়ন । গতকাল আহমেদাবাদে এই মন্তব্য করেন নরেন্দ্র মোদি ।

তিনি বলেন, "সোশাল মিডিয়ায় বাংলার এক বয়স্ক মহিলার ইন্টারভিউ দেখছিলাম । সেখানে তাঁকে বারবার মোদি মোদি বলতে শোনা গেল । কিন্তু, কাকে ভোট দেবেন জিজ্ঞাসা করা হলে বলেন, কমিউনিস্টদের ভোট দেবেন ।
তিনি যেখানে গুজরাতের মতো উন্নয়ন চান, সেখানে তাদের ভোট কেন ? তখন তিনি বলেন, এটা বাংলা । এখানে আমরা প্রকাশ্যে এগুলো বলতে পারি না । তুমি জানো না তোমার সঙ্গে কী ঘটতে পারে ।"

মোদি বলেন, 2014 সাল থেকে তিনি যাওয়ার আগেই দেশের প্রতিটি প্রান্তে গুজরাতের উন্নয়নমূলক পদক্ষেপের কথা পৌঁছে গেছে ।

2014 সালে পশ্চিমবঙ্গে 2টি আসন পেয়েছিল BJP । এবার তা বেড়ে হয়েছে 18 । আর এবার তাদের লক্ষ্য 2021-এর বিধানসভা নির্বাচন ।

New Delhi, May 27 (ANI): Enrique Iglesias posted an adorable video of his 17-month-old twins Nicholas and Lucy on Sunday. In the video posted on Instagram, aptly captioned "Three children in this video", Enrique can be seen merrily playing with his giggly munchkins. While adorable Nicholas can be seen wearing a plain white T-shirt with American flag shorts in the clip, his sister Lucy is seen wearing a white top, red skirt and grey printed leggings. Daddy Enrique sports a grey T-shirt along with brown trousers and black sunnies in the video. Enrique and his longtime partner, former Russian tennis player Anna Kournikova, welcomed the twins two years ago in December 2017. A month ago, the 43-year-old singer shared another cute video of his son imitating his voice. He captioned it "Serious Talk".
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.