ETV Bharat / bharat

বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে হারাব : রাম মাধব - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

"আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আমরা জেতার চেষ্টা করছি ৷ এক বছরের মধ্যে আমরা জয়ের কাছাকাছি পৌঁছে যাব বলে আশা করছি ।" বললেন BJP নেতা রাম মাধব ।

Ram Madhav
ছবি
author img

By

Published : Mar 9, 2020, 8:36 AM IST

গুয়াহাটি, 9 মার্চ : 2021-এ মমতা ব্যানার্জিকে হারিয়ে বাংলায় সরকার গড়বে BJP-ই ৷ আত্মবিশ্বাসী BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সরিয়ে BJP-ই বাংলার প্রধান রাজনৈতিক দল হয়ে উঠবে বলে মনে করছেন তিনি ৷

গুয়াহাটিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে রাম মাধব বলেন, "অমিত শাহ ও অন্যান্য প্রবীণ দলীয় নেতারা বাংলায় BJP-র শক্তি বাড়ানোর দিকে বিশেষ নজর দিচ্ছেন ৷ নজর দেওয়া হচ্ছে দলের ভোট ব্যাঙ্ক বাড়ানোর কাজেও ৷"

তিনি আরও বলেন, "আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আমরা জেতার চেষ্টা করছি ৷ এক বছরের মধ্যে আমরা জয়ের কাছাকাছি পৌঁছে যাব বলে আশা করছি ৷"

2021 সালে বাংলার পাশাপাশি অসমেও বিধানসভা নির্বাচন রয়েছে ৷ BJP নেতৃত্বাধীন জোট সরকার ফের সেখানে ক্ষমতায় ফিরবে বলেও আশাবাদী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ বলেন, "নরেন্দ্র মোদিজি অসমের জন্য এখনও পর্যন্ত অনেক কাজ করেছেন ৷ অসমে আমরাই ফিরছি ৷"

গতবছর নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকেই গোটা অসম সাক্ষী থেকেছে হিংসাত্মক প্রতিবাদের ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সেই সময় থেকেই অসমের একটা বড় অংশের মানুষ BJP থেকে মুখ ঘুরিয়েছেন ৷ একই ছবি বাংলাতেও ৷ তবে এই ইশুগুলিকে আমল দিতে নারাজ রাম মাধব ৷ বরং সংবাদমাধ্যমের একাংশে প্রকাশিত এই ধরনের খবরগুলিকে ভুয়ো ও বিভ্রান্তিকর বলেই দাবি করছেন তিনি ৷

গুয়াহাটি, 9 মার্চ : 2021-এ মমতা ব্যানার্জিকে হারিয়ে বাংলায় সরকার গড়বে BJP-ই ৷ আত্মবিশ্বাসী BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সরিয়ে BJP-ই বাংলার প্রধান রাজনৈতিক দল হয়ে উঠবে বলে মনে করছেন তিনি ৷

গুয়াহাটিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে রাম মাধব বলেন, "অমিত শাহ ও অন্যান্য প্রবীণ দলীয় নেতারা বাংলায় BJP-র শক্তি বাড়ানোর দিকে বিশেষ নজর দিচ্ছেন ৷ নজর দেওয়া হচ্ছে দলের ভোট ব্যাঙ্ক বাড়ানোর কাজেও ৷"

তিনি আরও বলেন, "আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আমরা জেতার চেষ্টা করছি ৷ এক বছরের মধ্যে আমরা জয়ের কাছাকাছি পৌঁছে যাব বলে আশা করছি ৷"

2021 সালে বাংলার পাশাপাশি অসমেও বিধানসভা নির্বাচন রয়েছে ৷ BJP নেতৃত্বাধীন জোট সরকার ফের সেখানে ক্ষমতায় ফিরবে বলেও আশাবাদী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ বলেন, "নরেন্দ্র মোদিজি অসমের জন্য এখনও পর্যন্ত অনেক কাজ করেছেন ৷ অসমে আমরাই ফিরছি ৷"

গতবছর নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকেই গোটা অসম সাক্ষী থেকেছে হিংসাত্মক প্রতিবাদের ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সেই সময় থেকেই অসমের একটা বড় অংশের মানুষ BJP থেকে মুখ ঘুরিয়েছেন ৷ একই ছবি বাংলাতেও ৷ তবে এই ইশুগুলিকে আমল দিতে নারাজ রাম মাধব ৷ বরং সংবাদমাধ্যমের একাংশে প্রকাশিত এই ধরনের খবরগুলিকে ভুয়ো ও বিভ্রান্তিকর বলেই দাবি করছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.