দিল্লি, 9 নভেম্বর : জল্পনার অবসান ৷ বহু বিতর্কিত- চর্চিত অযোধ্যা মামলার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট ৷ প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ জানাল, বিতর্কিত জমিতই হবে মন্দির ৷ সুন্নি ওয়াকপ বোর্ডকে পাঁচ একর বিকল্প জমি দেওয়া হবে ৷ এই রায় ঘোষণার পরই মুখ খুললেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জ়াফ্রিয়াব জিলানি ৷ এই রায় নিয়ে নিজেদের অসন্তোষের কথাও চেপে রাখেননি তিনি ৷
জিলানি বলেন, "আমরা সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানাচ্ছি ৷ তবে আমরা সন্তুষ্ট নই ৷ এনিয়ে পরবর্তী পদক্ষেপ আলোচনার মাধ্যমে ঠিক করা হবে ৷ যদি আমাদের সংগঠন সম্মত থাকলে আমরা একটি রিভিউ পিটিশন ফাইল করব ৷ এটা আমাদের অধিকার এবং সুপ্রিম কোর্টের আইনের মধ্যেও পড়ে ৷ রায়ের প্রতিলিপি হাতে পাওয়ার পরই আইনজীবীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷"
-
Zafaryab Jilani, Sunni Waqf Board Lawyer: We respect the judgement but we are not satisfied, we will decide further course of action. #AyodhyaJudgment pic.twitter.com/5TCpC0QXl6
— ANI (@ANI) November 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Zafaryab Jilani, Sunni Waqf Board Lawyer: We respect the judgement but we are not satisfied, we will decide further course of action. #AyodhyaJudgment pic.twitter.com/5TCpC0QXl6
— ANI (@ANI) November 9, 2019Zafaryab Jilani, Sunni Waqf Board Lawyer: We respect the judgement but we are not satisfied, we will decide further course of action. #AyodhyaJudgment pic.twitter.com/5TCpC0QXl6
— ANI (@ANI) November 9, 2019
জিলানি আরও বলেন, "আমাদের অসন্তোষের মূল কারণ বিতর্কিত জমিতে আমাদের কোনও অধিকার দেওয়া হয়নি ৷" অযোধ্যার বহু বিতর্কিত জমির আইনি লড়াইয়ে প্রথম থেকেই অন্যতম মুখ হয়ে উঠেছিলেন জিলানি ৷ দিন কয়েক আগেই উনি দাবি করেন, এই লড়াই শুধু একটি মসজিদের জন্য নয়, এটা তাঁদের ভবিষ্যৎ প্রতিষ্ঠার লড়াই ৷ আজ রায় ঘোষণার পর জিলানির মুখ ছিল বেশ থমথমে ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের এবং ওয়াকফ বোর্ডের অবস্থানের কথা স্পষ্ট করে চলে যান ৷