ETV Bharat / bharat

রায় নিয়ে সন্তুষ্ট নই : জিলানি

রায় ঘোষণার পর মুখ খুললেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জ়াফ্রিয়াব জিলানি ৷ বললেন, আমরা সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানাচ্ছি ৷ তবে আমরা সন্তুষ্ট নই ৷

ছবি
author img

By

Published : Nov 9, 2019, 12:19 PM IST

Updated : Nov 9, 2019, 12:29 PM IST

দিল্লি, 9 নভেম্বর : জল্পনার অবসান ৷ বহু বিতর্কিত- চর্চিত অযোধ্যা মামলার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট ৷ প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ জানাল, বিতর্কিত জমিতই হবে মন্দির ৷ সুন্নি ওয়াকপ বোর্ডকে পাঁচ একর বিকল্প জমি দেওয়া হবে ৷ এই রায় ঘোষণার পরই মুখ খুললেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জ়াফ্রিয়াব জিলানি ৷ এই রায় নিয়ে নিজেদের অসন্তোষের কথাও চেপে রাখেননি তিনি ৷

জিলানি বলেন, "আমরা সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানাচ্ছি ৷ তবে আমরা সন্তুষ্ট নই ৷ এনিয়ে পরবর্তী পদক্ষেপ আলোচনার মাধ্যমে ঠিক করা হবে ৷ যদি আমাদের সংগঠন সম্মত থাকলে আমরা একটি রিভিউ পিটিশন ফাইল করব ৷ এটা আমাদের অধিকার এবং সুপ্রিম কোর্টের আইনের মধ্যেও পড়ে ৷ রায়ের প্রতিলিপি হাতে পাওয়ার পরই আইনজীবীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

জিলানি আরও বলেন, "আমাদের অসন্তোষের মূল কারণ বিতর্কিত জমিতে আমাদের কোনও অধিকার দেওয়া হয়নি ৷" অযোধ্যার বহু বিতর্কিত জমির আইনি লড়াইয়ে প্রথম থেকেই অন্যতম মুখ হয়ে উঠেছিলেন জিলানি ৷ দিন কয়েক আগেই উনি দাবি করেন, এই লড়াই শুধু একটি মসজিদের জন্য নয়, এটা তাঁদের ভবিষ্যৎ প্রতিষ্ঠার লড়াই ৷ আজ রায় ঘোষণার পর জিলানির মুখ ছিল বেশ থমথমে ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের এবং ওয়াকফ বোর্ডের অবস্থানের কথা স্পষ্ট করে চলে যান ৷

দিল্লি, 9 নভেম্বর : জল্পনার অবসান ৷ বহু বিতর্কিত- চর্চিত অযোধ্যা মামলার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট ৷ প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ জানাল, বিতর্কিত জমিতই হবে মন্দির ৷ সুন্নি ওয়াকপ বোর্ডকে পাঁচ একর বিকল্প জমি দেওয়া হবে ৷ এই রায় ঘোষণার পরই মুখ খুললেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জ়াফ্রিয়াব জিলানি ৷ এই রায় নিয়ে নিজেদের অসন্তোষের কথাও চেপে রাখেননি তিনি ৷

জিলানি বলেন, "আমরা সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানাচ্ছি ৷ তবে আমরা সন্তুষ্ট নই ৷ এনিয়ে পরবর্তী পদক্ষেপ আলোচনার মাধ্যমে ঠিক করা হবে ৷ যদি আমাদের সংগঠন সম্মত থাকলে আমরা একটি রিভিউ পিটিশন ফাইল করব ৷ এটা আমাদের অধিকার এবং সুপ্রিম কোর্টের আইনের মধ্যেও পড়ে ৷ রায়ের প্রতিলিপি হাতে পাওয়ার পরই আইনজীবীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

জিলানি আরও বলেন, "আমাদের অসন্তোষের মূল কারণ বিতর্কিত জমিতে আমাদের কোনও অধিকার দেওয়া হয়নি ৷" অযোধ্যার বহু বিতর্কিত জমির আইনি লড়াইয়ে প্রথম থেকেই অন্যতম মুখ হয়ে উঠেছিলেন জিলানি ৷ দিন কয়েক আগেই উনি দাবি করেন, এই লড়াই শুধু একটি মসজিদের জন্য নয়, এটা তাঁদের ভবিষ্যৎ প্রতিষ্ঠার লড়াই ৷ আজ রায় ঘোষণার পর জিলানির মুখ ছিল বেশ থমথমে ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের এবং ওয়াকফ বোর্ডের অবস্থানের কথা স্পষ্ট করে চলে যান ৷

Ayodhya (Uttar Pradesh), Nov 09 (ANI): Additional Director General (Prosecution) in the UP Police, Ashutosh Pandey said the situation in Ayodhya is completely normal as markets are open and people are even visiting the temple of Shri Ram Lalla in the region, and there are no restrictions for the same. "Devotees are visiting the temple of Shri Ram Lalla. There are no restrictions on visiting the temple. All markets are open, the situation is completely normal," Pandey told ANI. On the security front, Pandey said, "60 companies of paramilitary force, RPF and PAC and 1200 police constables, 250 Sub-inspectors, 20 Dy-SPs and 2 SPs are deployed. Double layer barricading, public address system, 35 CCTVs and 10 drones are deployed for security surveillance." Supreme Court is set to deliver its verdict in the Ayodhya case on Nov 09.

Last Updated : Nov 9, 2019, 12:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.