ETV Bharat / bharat

CAA : ভারতীয় গণতন্ত্রের প্রতি আস্থা রেখেই 'নজর' রাখছে অ্যামেরিকা

author img

By

Published : Dec 20, 2019, 8:49 AM IST

অ্যামেরিকার বিদেশ দপ্তরের ওই আধিকারিক এক বিবৃতিতে বলেন, "CAA নিয়ে ভারতে যে প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন হচ্ছে তার দিকে নজর রাখছি ৷ সেদেশের সংসদে CAA নিয়ে আলোচনা হচ্ছে ৷ তর্ক-বিতর্ক চলছে ৷ আমরা এটাও জানি বিষয়টা এখন বিচার ব্যবস্থার হাতে রয়েছে ৷"

Trump
ট্রাম্প

ওয়াশিংটন, 20 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতে যে প্রতিবাদ, প্রতিরোধ হচ্ছে তার দিকে নজর রাখছে অ্যামেরিকা ৷ জানালেন সেদেশের বিদেশ দপ্তরের এক আধিকারিক ৷ বুধবার ওয়াশিংটনে অ্যামেরিকার বিদেশ দপ্তরের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ নাগরিকত্ব সংশোধনী আইন কী, এবিষয়ে তিনি অ্যামেরিকার প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেন ৷ বৈঠকে CAA নিয়ে দু'দেশের মধ্যে কথাবার্তা হয় ৷ তারপরই সামনে এল CAA নিয়ে অ্যামেরিকার প্রতিক্রিয়া ৷

অ্যামেরিকার বিদেশ দপ্তরের ওই আধিকারিক এক বিবৃতিতে বলেন, "CAA নিয়ে ভারতে যে প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন হচ্ছে তার দিকে নজর রাখছি ৷ সেদেশের সংসদে CAA নিয়ে আলোচনা হচ্ছে ৷ তর্ক-বিতর্ক চলছে ৷ আমরা এটাও জানি বিষয়টা এখন বিচার ব্যবস্থার হাতে রয়েছে ৷" CAA নিয়ে প্রতিবাদ হলেও ভারতের গণতান্ত্রিক কাঠামোর প্রতি অ্যামেরিকা আস্থা রাখে তাও বলেন বিদেশ দপ্তরের ওই আধিকারিক ৷ তাঁর সংযোজন, "ভারতের গণতন্ত্রকে আমরা সম্মান করি ৷ ভারতের সংখ্যালঘুদের সমস্যা, তাদের অধিকার, ধর্মীয় স্বাধীনতার বিষয়ে আমরা কথা বলব ৷ কারণ এগুলোই গণতন্ত্রের প্রধান ভিত্তি ৷"

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও এস জয়শংকরের বৈঠক হয় ৷ সেই বৈঠকে ট্রাম্প তাঁর কাছে CAA নিয়ে জানতে চান ৷ জয়শংকর বলেন, "ট্রাম্পের সঙ্গে দু'দেশের সম্পর্ক ও ব্যবসা নিয়ে আলোচনা হয় ৷ আরও অনেক বিষয়ে কথা হয় ৷ উনি আমার কাছে CAA নিয়ে জানতে চান ৷ আমি গোটা বিষয়টি তাঁর কাছে তুলে ধরেছি ৷"

প্রসঙ্গত, এর আগে ভারতের বিদেশ সচিব দপ্তরের মুখপাত্র রবশ কুমার জানিয়েছিলেন, বিদেশমন্ত্রী এস জয়শংকর অ্যামেরিকার কাছে CAA নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ৷ জয়শংকর অ্যামেরিকাকে জানিয়েছেন, CAA ভারতের অভ্যন্তরীণ বিষয় ৷ এই আইন প্রণয়নের লক্ষ্য ও উদ্দেশ্য অ্যামেরিকার কাছে তুলে ধরা হয়েছে ৷

ওয়াশিংটন, 20 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতে যে প্রতিবাদ, প্রতিরোধ হচ্ছে তার দিকে নজর রাখছে অ্যামেরিকা ৷ জানালেন সেদেশের বিদেশ দপ্তরের এক আধিকারিক ৷ বুধবার ওয়াশিংটনে অ্যামেরিকার বিদেশ দপ্তরের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ নাগরিকত্ব সংশোধনী আইন কী, এবিষয়ে তিনি অ্যামেরিকার প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেন ৷ বৈঠকে CAA নিয়ে দু'দেশের মধ্যে কথাবার্তা হয় ৷ তারপরই সামনে এল CAA নিয়ে অ্যামেরিকার প্রতিক্রিয়া ৷

অ্যামেরিকার বিদেশ দপ্তরের ওই আধিকারিক এক বিবৃতিতে বলেন, "CAA নিয়ে ভারতে যে প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন হচ্ছে তার দিকে নজর রাখছি ৷ সেদেশের সংসদে CAA নিয়ে আলোচনা হচ্ছে ৷ তর্ক-বিতর্ক চলছে ৷ আমরা এটাও জানি বিষয়টা এখন বিচার ব্যবস্থার হাতে রয়েছে ৷" CAA নিয়ে প্রতিবাদ হলেও ভারতের গণতান্ত্রিক কাঠামোর প্রতি অ্যামেরিকা আস্থা রাখে তাও বলেন বিদেশ দপ্তরের ওই আধিকারিক ৷ তাঁর সংযোজন, "ভারতের গণতন্ত্রকে আমরা সম্মান করি ৷ ভারতের সংখ্যালঘুদের সমস্যা, তাদের অধিকার, ধর্মীয় স্বাধীনতার বিষয়ে আমরা কথা বলব ৷ কারণ এগুলোই গণতন্ত্রের প্রধান ভিত্তি ৷"

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও এস জয়শংকরের বৈঠক হয় ৷ সেই বৈঠকে ট্রাম্প তাঁর কাছে CAA নিয়ে জানতে চান ৷ জয়শংকর বলেন, "ট্রাম্পের সঙ্গে দু'দেশের সম্পর্ক ও ব্যবসা নিয়ে আলোচনা হয় ৷ আরও অনেক বিষয়ে কথা হয় ৷ উনি আমার কাছে CAA নিয়ে জানতে চান ৷ আমি গোটা বিষয়টি তাঁর কাছে তুলে ধরেছি ৷"

প্রসঙ্গত, এর আগে ভারতের বিদেশ সচিব দপ্তরের মুখপাত্র রবশ কুমার জানিয়েছিলেন, বিদেশমন্ত্রী এস জয়শংকর অ্যামেরিকার কাছে CAA নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ৷ জয়শংকর অ্যামেরিকাকে জানিয়েছেন, CAA ভারতের অভ্যন্তরীণ বিষয় ৷ এই আইন প্রণয়নের লক্ষ্য ও উদ্দেশ্য অ্যামেরিকার কাছে তুলে ধরা হয়েছে ৷

Mumbai, Dec 19 (ANI): Actor Farhan Akhtar joined protest against Citizenship (Amendment) Act at August Kranti Maidan and said that why people are concern if everything is okay. "To raise your voice against something is democratic right, people are raising their voices and I am of view that there seems to be a certain amount of discrimination in what is happening, by reading all this it seems there are possibilities if something wrong happening. If everything is okay they why are people concerned everywhere," said Farhan Akhtar.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.