ETV Bharat / bharat

"প্রিয়াঙ্কা টুইটার ভঢরা", কটাক্ষ উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর -  ‘প্রিয়াঙ্কা টুইটার ভঢড়া’ নাম দেওয়া হয়েছে

উত্তরপ্রদেশের রাজনীতিতে প্রিয়াঙ্কার ভূমিকার সমালোচনা করেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য । তাঁর টুইট করাকে কটাক্ষ করে কেশব বলেন, "আমরা ইতিমধ্যেই ওঁকে প্রিয়াঙ্কা টুইটার ভঢরা নাম দিয়েছি ।"

priyanka
priyanka
author img

By

Published : Jun 6, 2020, 11:04 PM IST

লখনউ, 6 জুন : একের পর এক টুইট নিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ভঢরাকে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য । সোশাল মিডিয়া প্রিয়াঙ্কা গান্ধি ভঢরাকে ‘বিশিষ্ট জাতীয় নেত্রী’ হিসেবে দেখায় কিন্তু তিনি তাঁর ভাইয়ের জয় নিশ্চিত করতে পারেন না বলে প্রিয়াঙ্কাকে আক্রমণ করেন কেশব । তাঁকে ইতিমধ্যেই ‘প্রিয়াঙ্কা টুইটার ভঢরা’ নাম দেওয়া হয়েছে বলেও কটাক্ষ করেন ।

উত্তরপ্রদেশ রাজনীতিতে প্রিয়াঙ্কার ভূমিকার সমালোচনা করেন কেশবপ্রসাদ । তিনি বলেন, “আমরা ওঁকে সিরিয়াসলি নিই না । আমরা ইতিমধ্যেই তাঁকে ‘প্রিয়াঙ্কা টুইটার ভঢরা’ নাম দিয়েছি । দুই তিনদিনে তিনি টুইট করেন । সংবাদমাধ্যমগুলি সেই নিয়ে মেতে ওঠে । এবং সোশাল মিডিয়া তাঁকে বিশিষ্ট জাতীয় নেত্রী হিসেবে প্রদর্শিত করে ।”

2019-র লোকসভা নির্বাচন প্রচারের প্রসঙ্গও টেনে আনেন কেশব । তিনি বলেন, “প্রত্যেকে জানেন, প্রিয়াঙ্কা ভাইকে প্রধানমন্ত্রী বানানোর আশা নিয়ে উত্তরপ্রদেশে 2019 লোকসভা নির্বাচনের প্রচারে এসেছিলেন । কিন্তু তাঁর ভাইয়ের জয়ও তিনি নিশ্চিত করতে পারেননি । ” 2019-এ লোকসভা নির্বাচনে স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল গান্ধি । উত্তরপ্রদেশে কংগ্রেসের তার ভূমি হারিয়েছে বলে কটাক্ষ করেন কেশবপ্রসাদ ।

উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা নিয়ে দুঃখ প্রকাশ করে এবং যোগী সরকারের সমালোচনা করে একটি টুইট করেছিলেন প্রিয়াঙ্কা । আজ সেই প্রসঙ্গ টেনে প্রিয়াঙ্কাকে আক্রমণ করেন কেশব । কংগ্রেস নেতৃত্বদের চোখের সমস্যা হয়েছে বলে তিনি কটাক্ষ করেন । কেশব বলেন, “কংগ্রেস দেখতে চায় না মহারাষ্ট্র, পঞ্জাব, রাজস্থান এবং ছত্তিশগড়ে কী হচ্ছে । তাদের দৃষ্টিদোষ হয়েছে । রাহুল গান্ধি বা প্রিয়াঙ্কা গান্ধি ভঢরা বা অন্য কোনও নেতৃত্ব তাঁদের প্রত্যেকের ভালো করে চোখের চিকিৎসা করা উচিত ।”

গতকালও যোগী সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন প্রিয়াঙ্কা । কৃষক আত্মহত্যার ঘটনায় তীব্র সমালোচনা করেছিলেন তিনি ৷ উত্তরপ্রদেশের মুজ়াফফরনগরে এক আখচাষি আত্মহত্যা করেন ৷ ঘটনায় যোগী সরকারের তীব্র সমালোচনা করে বেশ কয়েকটি টুইট করেন প্রিয়াঙ্কা ।

লখনউ, 6 জুন : একের পর এক টুইট নিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ভঢরাকে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য । সোশাল মিডিয়া প্রিয়াঙ্কা গান্ধি ভঢরাকে ‘বিশিষ্ট জাতীয় নেত্রী’ হিসেবে দেখায় কিন্তু তিনি তাঁর ভাইয়ের জয় নিশ্চিত করতে পারেন না বলে প্রিয়াঙ্কাকে আক্রমণ করেন কেশব । তাঁকে ইতিমধ্যেই ‘প্রিয়াঙ্কা টুইটার ভঢরা’ নাম দেওয়া হয়েছে বলেও কটাক্ষ করেন ।

উত্তরপ্রদেশ রাজনীতিতে প্রিয়াঙ্কার ভূমিকার সমালোচনা করেন কেশবপ্রসাদ । তিনি বলেন, “আমরা ওঁকে সিরিয়াসলি নিই না । আমরা ইতিমধ্যেই তাঁকে ‘প্রিয়াঙ্কা টুইটার ভঢরা’ নাম দিয়েছি । দুই তিনদিনে তিনি টুইট করেন । সংবাদমাধ্যমগুলি সেই নিয়ে মেতে ওঠে । এবং সোশাল মিডিয়া তাঁকে বিশিষ্ট জাতীয় নেত্রী হিসেবে প্রদর্শিত করে ।”

2019-র লোকসভা নির্বাচন প্রচারের প্রসঙ্গও টেনে আনেন কেশব । তিনি বলেন, “প্রত্যেকে জানেন, প্রিয়াঙ্কা ভাইকে প্রধানমন্ত্রী বানানোর আশা নিয়ে উত্তরপ্রদেশে 2019 লোকসভা নির্বাচনের প্রচারে এসেছিলেন । কিন্তু তাঁর ভাইয়ের জয়ও তিনি নিশ্চিত করতে পারেননি । ” 2019-এ লোকসভা নির্বাচনে স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল গান্ধি । উত্তরপ্রদেশে কংগ্রেসের তার ভূমি হারিয়েছে বলে কটাক্ষ করেন কেশবপ্রসাদ ।

উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা নিয়ে দুঃখ প্রকাশ করে এবং যোগী সরকারের সমালোচনা করে একটি টুইট করেছিলেন প্রিয়াঙ্কা । আজ সেই প্রসঙ্গ টেনে প্রিয়াঙ্কাকে আক্রমণ করেন কেশব । কংগ্রেস নেতৃত্বদের চোখের সমস্যা হয়েছে বলে তিনি কটাক্ষ করেন । কেশব বলেন, “কংগ্রেস দেখতে চায় না মহারাষ্ট্র, পঞ্জাব, রাজস্থান এবং ছত্তিশগড়ে কী হচ্ছে । তাদের দৃষ্টিদোষ হয়েছে । রাহুল গান্ধি বা প্রিয়াঙ্কা গান্ধি ভঢরা বা অন্য কোনও নেতৃত্ব তাঁদের প্রত্যেকের ভালো করে চোখের চিকিৎসা করা উচিত ।”

গতকালও যোগী সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন প্রিয়াঙ্কা । কৃষক আত্মহত্যার ঘটনায় তীব্র সমালোচনা করেছিলেন তিনি ৷ উত্তরপ্রদেশের মুজ়াফফরনগরে এক আখচাষি আত্মহত্যা করেন ৷ ঘটনায় যোগী সরকারের তীব্র সমালোচনা করে বেশ কয়েকটি টুইট করেন প্রিয়াঙ্কা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.