দিল্লি, 24 নভেম্বর : দেশে কোরোনা পরিস্থিতি অনেক ভালো । তবে কয়েকটি রাজ্যে উদ্বেগজনক । ভ্যাকসিন কবে আসবে বিজ্ঞানীরা তা ঠিক করবেন । তবে টীকাকরণ নিয়ে আগে থেকে প্রস্তুত থাকতে হবে । রাজ্যগুলির সঙ্গে কোরোনার ভ্যাকসিন নিয়ে ভার্চুয়াল বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । RT-PCR টেস্টের সংখ্যা বাড়ানো উচিত বলে আজকের বৈঠকে উল্লেখ করেন তিনি ।
তিনি বলেন, "যেসব রাজ্যে পরিস্থিতি উদ্বেগজনক সেসব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি । সুস্থতা ও মৃত্যুর নিরিখে অন্য অনেক দেশের তুলনায় ভারতের পরিস্থিতি অনেকটাই ভালো ।" আরও বলেন, "সরকারের কাছে যথেষ্ট তথ্য এবং COVID-19 পরিস্থিতি মোকাবিলার উপযুক্ত ব্যবস্থা রয়েছে । কোরোনা আক্রান্তের হার 5%-র নিচে এবং মৃত্যুর হার 1%-র নিচে নিয়ে আসতে হবে ।" কোল্ড স্টোরেজ প্রস্তুত রাখার জন্য রাজ্যগুলিকে বলেছেন তিনি ।
মুখ্যমন্ত্রীদের তিনি বলেন, "তাড়াতাড়ি ভ্যাকসিন আনার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও আমাদের সমান গুরুত্ব দিয়ে ভাবতে হবে । ভারত তার নাগরিকদের যে ভ্যাকসিন দেবে তা যেন বিজ্ঞানসম্মতভাবে সম্পূর্ণ নিরাপদ হয়, তা নিশ্চিত করতে হবে আমাদের । রাজ্যগুলির সাহায্যে ভ্যাকসিন সরবরাহের রূপরেখা তৈরি করা হবে ।" COVID-19 স্ট্র্যাটেজি নিয়ে মুখ্যমন্ত্রীদের মতামত জানিয়ে লিখিত দেওয়ারও আবেদন করেছেন প্রধানমন্ত্রী ।
আজকের এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধনও ।