ETV Bharat / bharat

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ,মহা আন্দোলনের ডাক যোগেন্দ্র-কাফিলের - 31 ডিসেম্বর, 2014

নাগরিকত্ব সংশোধনী আইনের (2019) প্রতিবাদ ৷বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন স্বরাজ ইন্ডিয়ার সভাপতি যোগেন্দ্র যাদব এবং সামাজিক কর্মী ও শিশুরোগ বিশেষজ্ঞ কফিল খান । শনিবারে সাধারণ মানুষের কাছে তাঁরা আবেদন করে বলেন, "আমরা এই বিলটি বাতিল করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করব । "

kafil khan and yogendra yadav
যোগেন্দ্র যাদব ও কফিল খান
author img

By

Published : Dec 14, 2019, 2:55 PM IST

আগ্রা,14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) বিল, 2019 এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন স্বরাজ ইন্ডিয়ার সভাপতি যোগেন্দ্র যাদব এবং সামাজিক কর্মী ও শিশু বিশেষজ্ঞ কাফিল খান । শনিবারে সাধারণ মানুষের কাছে তাঁরা আবেদন করে বলেন, "আমরা এই বিলটি বাতিল করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করব । "

যোগেন্দ্র যাদব বলেন,এই প্রথম স্বাধীন ভারতে এই প্রথম নাগরিকদের ধর্মের সঙ্গে যুক্ত করা হচ্ছে। তিনি বলেন, "নাগরিকত্ব বিল পাশ হওয়ার আগ পর্যন্ত আমরা ধর্মনিরপেক্ষ ভারতে বাস করতাম, কিন্তু বিলটি পাশ হওয়ার পরে এখন বলা মুশকিল। আমরা আমাদের দেশের গণতন্ত্র নিয়ে আর গর্ব অনুভব করতে পারি না,"

এই প্রসঙ্গে কাফিল খান বলেছিলেন যে এই বিলটি পাশ হওয়ার কারণে আতঙ্কিত হওয়ার দরকার নেই। "এই বিলটি মুসলমানদের ভয় দেখানোর জন্য তৈরি করা হচ্ছে তবে আমরা মুসলমানরা ভয় পাই না।" খান আবেদন করেছিলেন: "আমি, ডাঃ খান ভারতের জনগণকে বলতে চাই যে আপনারা সমস্ত নথি সম্পূর্ণ রাখুন । এই দেশটি আমাদের এবং ভবিষ্যতেও আমাদের হবে।"

কাফিল খান বলেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে (সংশোধনী) বিল নিয়ে এসেছেন তা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের গঠনতন্ত্র গ্রহণ করেননি। তিনি বলেন,"তাদের(BJP) উদ্দেশ্য দেশকে বিভক্ত করা। আপনারা সবাইকে একসঙ্গে এই যুদ্ধের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে,"

নাগরিকত্ব সংশোধন আইনটি দেশব্যাপী বিক্ষোভের সূত্রপাত করেছে কারণ এটি ছয় সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, জোরাষ্ট্রীয় এবং খ্রিস্টান যারা পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে 31 ডিসেম্বর, 2014 এর আগে ভারতে এসেছিল তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে ।

আগ্রা,14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) বিল, 2019 এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন স্বরাজ ইন্ডিয়ার সভাপতি যোগেন্দ্র যাদব এবং সামাজিক কর্মী ও শিশু বিশেষজ্ঞ কাফিল খান । শনিবারে সাধারণ মানুষের কাছে তাঁরা আবেদন করে বলেন, "আমরা এই বিলটি বাতিল করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করব । "

যোগেন্দ্র যাদব বলেন,এই প্রথম স্বাধীন ভারতে এই প্রথম নাগরিকদের ধর্মের সঙ্গে যুক্ত করা হচ্ছে। তিনি বলেন, "নাগরিকত্ব বিল পাশ হওয়ার আগ পর্যন্ত আমরা ধর্মনিরপেক্ষ ভারতে বাস করতাম, কিন্তু বিলটি পাশ হওয়ার পরে এখন বলা মুশকিল। আমরা আমাদের দেশের গণতন্ত্র নিয়ে আর গর্ব অনুভব করতে পারি না,"

এই প্রসঙ্গে কাফিল খান বলেছিলেন যে এই বিলটি পাশ হওয়ার কারণে আতঙ্কিত হওয়ার দরকার নেই। "এই বিলটি মুসলমানদের ভয় দেখানোর জন্য তৈরি করা হচ্ছে তবে আমরা মুসলমানরা ভয় পাই না।" খান আবেদন করেছিলেন: "আমি, ডাঃ খান ভারতের জনগণকে বলতে চাই যে আপনারা সমস্ত নথি সম্পূর্ণ রাখুন । এই দেশটি আমাদের এবং ভবিষ্যতেও আমাদের হবে।"

কাফিল খান বলেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে (সংশোধনী) বিল নিয়ে এসেছেন তা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের গঠনতন্ত্র গ্রহণ করেননি। তিনি বলেন,"তাদের(BJP) উদ্দেশ্য দেশকে বিভক্ত করা। আপনারা সবাইকে একসঙ্গে এই যুদ্ধের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে,"

নাগরিকত্ব সংশোধন আইনটি দেশব্যাপী বিক্ষোভের সূত্রপাত করেছে কারণ এটি ছয় সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, জোরাষ্ট্রীয় এবং খ্রিস্টান যারা পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে 31 ডিসেম্বর, 2014 এর আগে ভারতে এসেছিল তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে ।

Imphal (Manipur), Dec 14 (ANI): MANPAC (Manipur People Against Citizenship Amendment Bill) in solidarity with the people of Northeast held candle light vigil in Imphal. They staged the vigil in wake of intense protests against the Citizenship Amendment Bill. A large number of people gathered to pray for those who have lost their lives during the protest, particularly from Assam. The representatives of MANPAC and civil bodies led the candle light protest cum vigil as a mark of respect. A large number of state police force was also present at the public gathering.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.