ETV Bharat / bharat

বিশ্বকে বুদ্ধ দিয়েছি, যুদ্ধ নয় : মোদি - Have Anger, Commitment Against Terrorism

সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশ্বের সমস্ত দেশকে এক হওয়ার আহ্বান জানালেন নরেন্দ্র মোদি ৷ বললেন, বিশ্বকে আমরা বুদ্ধ দিয়েছি, যুদ্ধ নয় ৷

ফাইল ফোটো
author img

By

Published : Sep 27, 2019, 8:14 PM IST

Updated : Sep 27, 2019, 9:11 PM IST

নিউইয়র্ক, 27 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সন্ত্রাসবাদ দমনে জোর দেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশ্বের সমস্ত দেশকে এক হওয়ার আহ্বান জানালেন তিনি ৷

আজ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 74তম অধিবেশনে বক্তব্য করতে গিয়ে মোদি বলেন, "বিশ্বকে আমরা বুদ্ধ দিয়েছি, যুদ্ধ নয় ৷ তাই সন্ত্রাসবাদের প্রতি আমাদের যেমন ক্ষোভ রয়েছে তেমন তা দমন করার গুরুত্বপূর্ণ দায়িত্বও রয়েছে ৷"

প্রধানমন্ত্রী আরও বলেন, "বর্তমানে মানবতার অন্যতম চ্যালেঞ্জ হল সন্ত্রাসবাদ ৷ তাই বিশ্বকে এক হতে হবে এবং সম্মিলিতভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে ৷"

শিকাগো ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের বক্তৃতার প্রসঙ্গ তুলে মোদি বলেন, "বিচ্ছেদ নয়, সেদিনের ধর্ম সম্মেলনে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছিলেন বিবেকানন্দ ৷ আজও বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বিশ্বকে একই বার্তা দেয় ৷"

নিউইয়র্ক, 27 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সন্ত্রাসবাদ দমনে জোর দেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশ্বের সমস্ত দেশকে এক হওয়ার আহ্বান জানালেন তিনি ৷

আজ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 74তম অধিবেশনে বক্তব্য করতে গিয়ে মোদি বলেন, "বিশ্বকে আমরা বুদ্ধ দিয়েছি, যুদ্ধ নয় ৷ তাই সন্ত্রাসবাদের প্রতি আমাদের যেমন ক্ষোভ রয়েছে তেমন তা দমন করার গুরুত্বপূর্ণ দায়িত্বও রয়েছে ৷"

প্রধানমন্ত্রী আরও বলেন, "বর্তমানে মানবতার অন্যতম চ্যালেঞ্জ হল সন্ত্রাসবাদ ৷ তাই বিশ্বকে এক হতে হবে এবং সম্মিলিতভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে ৷"

শিকাগো ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের বক্তৃতার প্রসঙ্গ তুলে মোদি বলেন, "বিচ্ছেদ নয়, সেদিনের ধর্ম সম্মেলনে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছিলেন বিবেকানন্দ ৷ আজও বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বিশ্বকে একই বার্তা দেয় ৷"

New Delhi, Sep 27 (ANI): Makers of the film 'Laal Kaptaan' recently shared the first look of Sonakshi Sinha who will be seen making a special appearance in the forthcoming film starring Saif Ali Khan. In the picture, the 'Mission Mangal' star can be seen sitting gracefully on a divan with her face covered in a veil. Her entire ensemble is a bright red and she is wearing heavy golden bangles and rings. Completing the look with a beautiful headpiece traditionally worn by Afghani women, the actor is sure to steal hearts. Film critic and trade analyst Taran Adarsh shared the first look on his Twitter handle. The film is directed by Navdeep Singh and produced by Eros International and Aanand L Rai. The flick is slated to hit the theatres on October 18.
Last Updated : Sep 27, 2019, 9:11 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.