ETV Bharat / bharat

আমরা খুশি, জঙ্গিঘাঁটি ধ্বংসের পর বললেন CRPF জওয়ানরা - balakot

পুলওয়ামায় হামলার ঠিক ১২ দিন পর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জোরালো প্রত্যাঘাত ভারতের। প্রত্যাঘাতের পর আজকে ETV ভারতের প্রতিনিধির সঙ্গে কথা বলেন জওয়ানরা।

author img

By

Published : Feb 26, 2019, 5:26 PM IST

অম্বিকাপুর (ছত্তিশগড়), ২৬ ফেব্রুয়ারি : "আমরা এটা ভুলব না। আর ক্ষমাও করব না। শহিদ ভাইদের স্যালিউট জানাই। আমরা ওদের পরিবারের পাশে রয়েছি। এই ঘৃণ্য আক্রমণের প্রতিশোধ নেওয়া হবে।" পুলওয়ামায় জঙ্গিহানার ঘটনার পরদিন টুইটে এইভাবেই প্রতিক্রিয়া জানিয়েছিল সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স(CRPF)। সেই প্রতিশোধটাই নিল ভারতীয় বায়ুসেনা। যার জেরে খুশি CRPF জওয়ানরা।

১৪ ফেব্রুয়ারি। সে দিন জইশ-ই-মহম্মদের আত্মঘাতী হামলায় পুলওয়ামায়া কমপক্ষে ৪০ জন জওয়ান শহিদ হন। আজ পুলওয়ামায় হামলার ঠিক ১২ দিন পর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জোরালো প্রত্যাঘাত ভারতের।

প্রত্যাঘাতের পর আজকে ETV ভারতের প্রতিনিধির সঙ্গে কথা বলেন জওয়ানরা। ছত্তিশগড়ের অম্বিকাপুরে অবস্থিত CRPF-এর ৬২তম ব্যাটেলিয়নের জওয়ানরা বলেন, "বায়ুসেনার এই অভিযানে আমরা খুশি। এই ভাবেই চলুক। দেশে শান্তি চাই। শহিদ জওয়ানদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি।" সুভাষ কুমাররা বলেন, "ভারতীয় সেনার উচিত ভবিষ্যতেও পুলওয়ামার মতো হামলা হলে তার বদলা নেওয়া। এভাবেই পাকিস্তানকে শিক্ষা দেওয়া সম্ভব।"

আর এক জওয়ান এইচ এন রজক বলেন, বায়ুসেনার এই হামলার পর আমাদের মনোবল বাড়ল। পুলওয়ামাতে ওরা আমাদের উপর পিছন থেকে হামলা করেছিল। সামনে থেকে হামলা চালালে আমরা তার জবাব দিতাম।" অন্য এক জওয়ান অজিত কুমার সিং বলেন, "সরকার আর সেনার আজকের এই পদক্ষেপে আমরা খুব খুশি।"

undefined

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-র কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। শহিদ হন ৪০-র বেশি জওয়ান। তার জবাব দিতেই আজ ভোররাতে পাকিস্তানে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিতে অভিযান চালায় বায়ুসেনা। ১০০০ কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গিঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। সূত্রের খবর, এই অভিযানে নিকেশ হয় ৩০০-র বেশি জঙ্গি।

অম্বিকাপুর (ছত্তিশগড়), ২৬ ফেব্রুয়ারি : "আমরা এটা ভুলব না। আর ক্ষমাও করব না। শহিদ ভাইদের স্যালিউট জানাই। আমরা ওদের পরিবারের পাশে রয়েছি। এই ঘৃণ্য আক্রমণের প্রতিশোধ নেওয়া হবে।" পুলওয়ামায় জঙ্গিহানার ঘটনার পরদিন টুইটে এইভাবেই প্রতিক্রিয়া জানিয়েছিল সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স(CRPF)। সেই প্রতিশোধটাই নিল ভারতীয় বায়ুসেনা। যার জেরে খুশি CRPF জওয়ানরা।

১৪ ফেব্রুয়ারি। সে দিন জইশ-ই-মহম্মদের আত্মঘাতী হামলায় পুলওয়ামায়া কমপক্ষে ৪০ জন জওয়ান শহিদ হন। আজ পুলওয়ামায় হামলার ঠিক ১২ দিন পর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জোরালো প্রত্যাঘাত ভারতের।

প্রত্যাঘাতের পর আজকে ETV ভারতের প্রতিনিধির সঙ্গে কথা বলেন জওয়ানরা। ছত্তিশগড়ের অম্বিকাপুরে অবস্থিত CRPF-এর ৬২তম ব্যাটেলিয়নের জওয়ানরা বলেন, "বায়ুসেনার এই অভিযানে আমরা খুশি। এই ভাবেই চলুক। দেশে শান্তি চাই। শহিদ জওয়ানদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি।" সুভাষ কুমাররা বলেন, "ভারতীয় সেনার উচিত ভবিষ্যতেও পুলওয়ামার মতো হামলা হলে তার বদলা নেওয়া। এভাবেই পাকিস্তানকে শিক্ষা দেওয়া সম্ভব।"

আর এক জওয়ান এইচ এন রজক বলেন, বায়ুসেনার এই হামলার পর আমাদের মনোবল বাড়ল। পুলওয়ামাতে ওরা আমাদের উপর পিছন থেকে হামলা করেছিল। সামনে থেকে হামলা চালালে আমরা তার জবাব দিতাম।" অন্য এক জওয়ান অজিত কুমার সিং বলেন, "সরকার আর সেনার আজকের এই পদক্ষেপে আমরা খুব খুশি।"

undefined

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-র কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। শহিদ হন ৪০-র বেশি জওয়ান। তার জবাব দিতেই আজ ভোররাতে পাকিস্তানে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিতে অভিযান চালায় বায়ুসেনা। ১০০০ কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গিঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। সূত্রের খবর, এই অভিযানে নিকেশ হয় ৩০০-র বেশি জঙ্গি।


Churu (Rajasthan), Feb 26 (ANI): While addressing a public gathering in Rajasthan's Churu, Prime Minister Narendra Modi said, "Today I repeat what I said back in 2014 - Saugandh mujhe is mitti ki main desh nahi mitne doonga, main desh nahi rukne doonga. Main desh nahi jhukne doonga....Mera vachan hai Bharat maa ko, tera sheesh nahi jhukne doonga...".
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.