ETV Bharat / bharat

স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা মাওবাদী দমন বৈঠকে অনুপস্থিত মমতা

দশ রাজ্যে মাওবাদী সমস্যার বর্তমান পরিস্থিতি ও তার মোকাবিলা নিয়ে আলোচনার জন্য আজ সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে ডেকেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তবে কেন্দ্রের ডাকা এই বৈঠকেও অনুপস্থিত মমতা ।

স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা মাওবাদী দমন বৈঠকে অনুপস্থিত মমতা
author img

By

Published : Aug 26, 2019, 2:34 PM IST

দিল্লি, 26 অগাস্ট : ফের একবার কেন্দ্রের ডাকা বৈঠকে যোগ দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দশ রাজ্যে মাওবাদী সমস্যার বর্তমান পরিস্থিতি ও তার মোকাবিলা নিয়ে আলোচনার জন্য আজ সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে ডেকেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তবে কেন্দ্রের ডাকা এই বৈঠকেও অনুপস্থিত মমতা ।

এর আগে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেও ব্যতিক্রম ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবারও স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠকে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ।

তবে বিজ্ঞানভবনে অনুষ্ঠিত বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ।

স্বরাষ্ট্র মন্ত্রকের এক রিপোর্ট অনুযায়ী, 2014 থেকে 2018 সাল পর্যন্ত মাওবাদী হামলায় গোটা দেশে 1321 জনের মৃত্যু হয়েছে । এর মধ্যে বেশিরভাগই নিরাপত্তারক্ষী ।

দিল্লি, 26 অগাস্ট : ফের একবার কেন্দ্রের ডাকা বৈঠকে যোগ দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দশ রাজ্যে মাওবাদী সমস্যার বর্তমান পরিস্থিতি ও তার মোকাবিলা নিয়ে আলোচনার জন্য আজ সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে ডেকেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তবে কেন্দ্রের ডাকা এই বৈঠকেও অনুপস্থিত মমতা ।

এর আগে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেও ব্যতিক্রম ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবারও স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠকে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ।

তবে বিজ্ঞানভবনে অনুষ্ঠিত বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ।

স্বরাষ্ট্র মন্ত্রকের এক রিপোর্ট অনুযায়ী, 2014 থেকে 2018 সাল পর্যন্ত মাওবাদী হামলায় গোটা দেশে 1321 জনের মৃত্যু হয়েছে । এর মধ্যে বেশিরভাগই নিরাপত্তারক্ষী ।

Mumbai, Aug 26 (ANI): Bollywood beauties walked the ramp on 5th day of Lakme Fashion Week in Mumbai. Bollywood diva Malaika Arora walked the ramp for designer Diyarajvvir. Actor looked like million bucks in maroon high-slit gown with ruffled butterfly sleeves and a plunging neckline. Actor Delnaaz Irani turned showstopper for ace designer Rina Dhaka. The collection was all about plus size fashion.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.