দিল্লি, 26 অগাস্ট : ফের একবার কেন্দ্রের ডাকা বৈঠকে যোগ দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দশ রাজ্যে মাওবাদী সমস্যার বর্তমান পরিস্থিতি ও তার মোকাবিলা নিয়ে আলোচনার জন্য আজ সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে ডেকেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তবে কেন্দ্রের ডাকা এই বৈঠকেও অনুপস্থিত মমতা ।
এর আগে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেও ব্যতিক্রম ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবারও স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠকে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ।
তবে বিজ্ঞানভবনে অনুষ্ঠিত বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ।
স্বরাষ্ট্র মন্ত্রকের এক রিপোর্ট অনুযায়ী, 2014 থেকে 2018 সাল পর্যন্ত মাওবাদী হামলায় গোটা দেশে 1321 জনের মৃত্যু হয়েছে । এর মধ্যে বেশিরভাগই নিরাপত্তারক্ষী ।