ETV Bharat / bharat

40 হাজার কোটি টাকা সরানোর জন্য কি 80 ঘণ্টার মুখ্যমন্ত্রীত্ব ? - Maharashtra Goverment

এর আগেও একাধিকবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কর্ণাটকের এই BJP নেতা । এবার মহারাষ্ট্রে 80 ঘন্টার BJP সরকারকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কের শীর্ষে অনন্ত কুমার হেগড়ে ।

Devendra Fadnavis
দেবেন্দ্র ফড়নবিশ
author img

By

Published : Dec 2, 2019, 11:25 PM IST

দিল্লি, 2 ডিসেম্বর : মহারাষ্ট্রে সরকার গঠনের জট কেটেছে । স্বাভাবিক ছন্দে ফিরছে মারাঠা রাজনীতি । কিন্তু এরই মাঝে বেফাঁস মন্তব্য করে বসলেন BJP নেতা অনন্ত কুমার হেগড়ে । দেবেন্দ্র ফড়নবিশের শপথ গ্রহণ না কি আসলে নাটক ছিল । এই দাবি করেছেন ওই BJP নেতা । 40 হাজার কোটি টাকার কেন্দ্রীয় বরাদ্দ রক্ষার জন্যই না কি শপথগ্রহণের নাটক করেছিল BJP । আজ ইয়াল্লাপুরে উপনির্বাচনের প্রচারে গিয়ে এই মন্তব্য করেন অনন্ত কুমার হেগড়ে । স্বভাবতই তাঁর এই বিতর্কিত মন্তব্যের জেরে অস্বস্তিতে BJP ।

এর আগেও একাধিকবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কর্ণাটকের এই BJP নেতা । এবার মহারাষ্ট্রে 80 ঘণ্টার BJP সরকারকে নিয়ে বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন । ইয়াল্লাপুরের উত্তর কন্নড় লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে গিয়ে হেগড়ে বলেন, "মাত্র 80 ঘণ্টার জন্য মহারাষ্ট্রে সরকার গঠন করেছিল BJP । এরপরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন দেবেন্দ্র ফড়নবিশ । কেন আমাদের এই নাটক করতে হল ? আমরা কি গোটা পরিস্থিতিটা জানতাম না ? সংখ্যাগরিষ্ঠতা নেই জেনেও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল ? কেন দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হলেন? এ প্রশ্নটা আজকাল সবাই জিজ্ঞাসা করে । আসলে এটা করা হয়েছিল কেন্দ্রের পাঠানো 40 হাজার কোটি টাকা রক্ষার জন্য । "

আরও পড়ুন : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ দেবেন্দ্র ফড়নবিশের, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

তারপর হেগড়ে বলেন, "যদি NCP-কংগ্রেস-সেনা জোট ক্ষমতায় আসে তবে ওই বিশাল অঙ্কের টাকা সঠিকভাবে ব্যবহার নাও হতে পারত । তাই ওই টাকা অন্যত্র সরানোর দরকার ছিল । কিন্তু এজন্য প্রয়োজন হয় ব্যাপক নাটকীয়তার । এই কারণেই রাতারাতি শপথগ্রহণ করেন দেবেন্দ্র ফড়নবিশ । শপথ গ্রহণের মাত্র 15 ঘণ্টার মধ্যেই ফড়নবিশ ওই 40 হাজার কোটি টাকা কেন্দ্রকে ফিরিয়ে দেন । "

এদিকে অনন্ত কুমার হেগড়ের এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ । তিনি সাফ জানিয়ে দেন, "এই ধরণের কোনও ঘটনা ঘটেনি । আমি যতক্ষণ কার্যালয়ে ছিলাম ততক্ষণ এই ধরণের কোনও সিদ্ধান্ত গ্রহণ করিনি । অর্থ দপ্তর চাইলে এই বিষয়ে তদন্ত করে দেখতে পারে । "

কর্ণাটকের BJP নেতার মন্তব্যকে খুব বেশি গ্রহণযোগ্য বলে মনে করছেন না শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতও । তিনি টুইট করেন, '80 ঘণ্টার মুখ্যমন্ত্রী যদি সত্যিই মহারাষ্ট্র থেকে 40 হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে ফিরিয়ে দিয়ে থাকেন তাহলে তা মহারাষ্ট্রের প্রতি বিশ্বাসঘাতকতা ছিল ।' NCP-র তরফে নবাব মালিকও উড়িয়ে দিয়েছেন অনন্ত কুমার হেগড়ের মন্তব্য । তিনি বলেন, "এটা কখনও সম্ভব নয় । যদি BJP এটা করে থাকে তবে সেটা ওদের আসল রূপ প্রকাশ্যে এনে দিয়েছে ।

দিল্লি, 2 ডিসেম্বর : মহারাষ্ট্রে সরকার গঠনের জট কেটেছে । স্বাভাবিক ছন্দে ফিরছে মারাঠা রাজনীতি । কিন্তু এরই মাঝে বেফাঁস মন্তব্য করে বসলেন BJP নেতা অনন্ত কুমার হেগড়ে । দেবেন্দ্র ফড়নবিশের শপথ গ্রহণ না কি আসলে নাটক ছিল । এই দাবি করেছেন ওই BJP নেতা । 40 হাজার কোটি টাকার কেন্দ্রীয় বরাদ্দ রক্ষার জন্যই না কি শপথগ্রহণের নাটক করেছিল BJP । আজ ইয়াল্লাপুরে উপনির্বাচনের প্রচারে গিয়ে এই মন্তব্য করেন অনন্ত কুমার হেগড়ে । স্বভাবতই তাঁর এই বিতর্কিত মন্তব্যের জেরে অস্বস্তিতে BJP ।

এর আগেও একাধিকবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কর্ণাটকের এই BJP নেতা । এবার মহারাষ্ট্রে 80 ঘণ্টার BJP সরকারকে নিয়ে বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন । ইয়াল্লাপুরের উত্তর কন্নড় লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে গিয়ে হেগড়ে বলেন, "মাত্র 80 ঘণ্টার জন্য মহারাষ্ট্রে সরকার গঠন করেছিল BJP । এরপরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন দেবেন্দ্র ফড়নবিশ । কেন আমাদের এই নাটক করতে হল ? আমরা কি গোটা পরিস্থিতিটা জানতাম না ? সংখ্যাগরিষ্ঠতা নেই জেনেও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল ? কেন দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হলেন? এ প্রশ্নটা আজকাল সবাই জিজ্ঞাসা করে । আসলে এটা করা হয়েছিল কেন্দ্রের পাঠানো 40 হাজার কোটি টাকা রক্ষার জন্য । "

আরও পড়ুন : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ দেবেন্দ্র ফড়নবিশের, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

তারপর হেগড়ে বলেন, "যদি NCP-কংগ্রেস-সেনা জোট ক্ষমতায় আসে তবে ওই বিশাল অঙ্কের টাকা সঠিকভাবে ব্যবহার নাও হতে পারত । তাই ওই টাকা অন্যত্র সরানোর দরকার ছিল । কিন্তু এজন্য প্রয়োজন হয় ব্যাপক নাটকীয়তার । এই কারণেই রাতারাতি শপথগ্রহণ করেন দেবেন্দ্র ফড়নবিশ । শপথ গ্রহণের মাত্র 15 ঘণ্টার মধ্যেই ফড়নবিশ ওই 40 হাজার কোটি টাকা কেন্দ্রকে ফিরিয়ে দেন । "

এদিকে অনন্ত কুমার হেগড়ের এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ । তিনি সাফ জানিয়ে দেন, "এই ধরণের কোনও ঘটনা ঘটেনি । আমি যতক্ষণ কার্যালয়ে ছিলাম ততক্ষণ এই ধরণের কোনও সিদ্ধান্ত গ্রহণ করিনি । অর্থ দপ্তর চাইলে এই বিষয়ে তদন্ত করে দেখতে পারে । "

কর্ণাটকের BJP নেতার মন্তব্যকে খুব বেশি গ্রহণযোগ্য বলে মনে করছেন না শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতও । তিনি টুইট করেন, '80 ঘণ্টার মুখ্যমন্ত্রী যদি সত্যিই মহারাষ্ট্র থেকে 40 হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে ফিরিয়ে দিয়ে থাকেন তাহলে তা মহারাষ্ট্রের প্রতি বিশ্বাসঘাতকতা ছিল ।' NCP-র তরফে নবাব মালিকও উড়িয়ে দিয়েছেন অনন্ত কুমার হেগড়ের মন্তব্য । তিনি বলেন, "এটা কখনও সম্ভব নয় । যদি BJP এটা করে থাকে তবে সেটা ওদের আসল রূপ প্রকাশ্যে এনে দিয়েছে ।

Kochi (Kerala), Dec 02 (ANI): Sub Lieutenant Shivangi became the first woman pilot for the Indian Navy on Dec 02. Sub Lieutenant Shivangi joined operational duties at the Kochi naval base. Speaking on the achievement, she said that she have been craving to become naval woman pilot since years. "I have been craving for this since a very long time and finally it is here, so it's a great feeling. I am looking forward to complete my 3rd stage of training," said Sub Lieutenant Shivangi.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.