ETV Bharat / bharat

দল পরিবর্তন ঠিক না ভুল তা ঠিক করবেন ভোটাররা, জ্যোতিরাদিত্য আক্রমণ সচিনের

author img

By

Published : Oct 28, 2020, 3:59 PM IST

গত বছর মধ্য়প্রদেশের তৎকালীন মুখ্য়মন্ত্রী কমল নাথের সঙ্গে বিবাদের জেরে কংগ্রেস ছেড়ে BJP-তে যান সিন্ধিয়া ৷ তাঁর সঙ্গে একাধিক বিধায়ক BJP-তে যোগ দেন ৷ আজ সেখানে প্রচারে গিয়ে সিন্ধিয়াকে আক্রমণ করেন সচিন পাইলট ।

voters-will-decide-the-right-and-wrong-sachin-pilot
ভোটাররাই ঠিক করবেন কে ঠিক, কে ভুল : সচিন পাইলট

গোয়ালিওর, 28 অক্টোবর : দল পরিবর্তনের সিদ্ধান্ত ঠিক না ভুল তা ঠিক করবেন ভোটাররা ৷ কংগ্রেস ছেড়ে BJP-তে যাওয়া জ্য়োতিরাদিত্য় সিন্ধিয়াকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে একথা বললেন সচিন পাইলট ৷

3 নভেম্বর মধ্য়প্রদেশে 28টি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে ৷ সেখানে কংগ্রেসের তারকা প্রচারক হিসেবে সচিন পাইলটকে মধ্য়প্রদেশে পাঠানো হয়েছে ৷ সেখানে সদ্য় BJP-তে যাওয়া জ্য়োতিরাদিত্য় সিন্ধিয়ার বিরুদ্ধে প্রচার চালাবেন তিনি ৷ গত বছর মধ্য়প্রদেশের তৎকালীন মুখ্য়মন্ত্রী কমল নাথের সঙ্গে বিবাদের জেরে কংগ্রেস ছেড়ে BJP-তে যান সিন্ধিয়া ৷ তাঁর সঙ্গে একাধিক বিধায়ক BJP-তে যোগ দেন ৷ ফলে ক্ষমতা হারানোর একবছরের মাথায় আবারও মধ্য়প্রদেশের ক্ষমতা দখল করে BJP ৷ মুখ্য়মন্ত্রী হন শিবরাজ সিং চৌহান ৷ এবার সেই মধ্য়প্রদেশে 28টি বিধানসভা আসনে উপনির্বাচন ৷ তার আগে প্রচারের জন্য় মঙ্গলবার গোয়ালিয়র পৌঁছান সচিন পাইলট ৷ সেখানেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিয়ে সচিন পাইলটকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দল বদল করা সবারই ব্য়ক্তিগত সিদ্ধান্ত ৷ তবে তিনি ঠিক করেছেন না কি ভুল তা ঠিক করবেন ভোটাররা ৷ আর ভোটের ফলেই তা স্পষ্ট হয়ে যাবে ৷

মধ্য়প্রদেশ হাইকোর্ট উপনির্বাচনের প্রচারে নিষেধাজ্ঞা নিয়ে যে রায় দিয়েছিল তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

গোয়ালিওর, 28 অক্টোবর : দল পরিবর্তনের সিদ্ধান্ত ঠিক না ভুল তা ঠিক করবেন ভোটাররা ৷ কংগ্রেস ছেড়ে BJP-তে যাওয়া জ্য়োতিরাদিত্য় সিন্ধিয়াকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে একথা বললেন সচিন পাইলট ৷

3 নভেম্বর মধ্য়প্রদেশে 28টি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে ৷ সেখানে কংগ্রেসের তারকা প্রচারক হিসেবে সচিন পাইলটকে মধ্য়প্রদেশে পাঠানো হয়েছে ৷ সেখানে সদ্য় BJP-তে যাওয়া জ্য়োতিরাদিত্য় সিন্ধিয়ার বিরুদ্ধে প্রচার চালাবেন তিনি ৷ গত বছর মধ্য়প্রদেশের তৎকালীন মুখ্য়মন্ত্রী কমল নাথের সঙ্গে বিবাদের জেরে কংগ্রেস ছেড়ে BJP-তে যান সিন্ধিয়া ৷ তাঁর সঙ্গে একাধিক বিধায়ক BJP-তে যোগ দেন ৷ ফলে ক্ষমতা হারানোর একবছরের মাথায় আবারও মধ্য়প্রদেশের ক্ষমতা দখল করে BJP ৷ মুখ্য়মন্ত্রী হন শিবরাজ সিং চৌহান ৷ এবার সেই মধ্য়প্রদেশে 28টি বিধানসভা আসনে উপনির্বাচন ৷ তার আগে প্রচারের জন্য় মঙ্গলবার গোয়ালিয়র পৌঁছান সচিন পাইলট ৷ সেখানেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিয়ে সচিন পাইলটকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দল বদল করা সবারই ব্য়ক্তিগত সিদ্ধান্ত ৷ তবে তিনি ঠিক করেছেন না কি ভুল তা ঠিক করবেন ভোটাররা ৷ আর ভোটের ফলেই তা স্পষ্ট হয়ে যাবে ৷

মধ্য়প্রদেশ হাইকোর্ট উপনির্বাচনের প্রচারে নিষেধাজ্ঞা নিয়ে যে রায় দিয়েছিল তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.