ETV Bharat / bharat

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ফের উত্তপ্ত দিল্লি, পুড়ল একাধিক বাস - CAA

সিলামপুরে ভাঙচুর করা হল একটি স্কুলবাস । বিক্ষোভকারীরা আগুন লাগায় একটি পুলিশ ফাঁড়িতে ।

ফের উত্তপ্ত দিল্লি
ফের উত্তপ্ত দিল্লি
author img

By

Published : Dec 17, 2019, 5:09 PM IST

Updated : Dec 17, 2019, 9:10 PM IST

দিল্লি, 17 ডিসেম্বর : উত্তপ্ত দিল্লি । আজ সীলামপুরে ভাঙচুর করা হল একটি স্কুলবাস । বিক্ষোভকারীরা আগুন লাগায় পুলিশ ফাঁড়িতে । পুলিশের অভিযোগ বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে । বাস লক্ষ্য করেও পাথর ছোড়া হয় । তারপর জমায়েতে লাঠিচার্জ করে পুলিশ । পরিস্থিতি সামলাতে ফাটানো হয় কাঁদানো গ্যাসের শেল । ঘটনায় জখম দুই পুলিশ কর্মী । এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি ।

এদিকে, আজ সকালে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ । তবে এই দশজনের মধ্যে কোনও ছাত্র-ছাত্রী নেই বলে জানা যায় । পুলিশ সূত্রে খবর, 10 জনের নামেই ক্রিমিনাল রেকর্ড রয়েছে । এরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জামিয়া ও ওখলা এলাকার বাসিন্দা ।

রবিবার নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-র প্রতিবাদে সরব হয়ে ওঠে দিল্লির জামিয়া চত্বর । দক্ষিণ-পূর্ব দিল্লির জামিয়া রোডে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ হয় । ভাঙচুর করা হয় একাধিক বাস । আগুনে পোড়ে 4টি বাস । ঘটনায় জখম হয় উভয় পক্ষেরই কয়েকজন । আঙুল ওঠে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দিকে । তবে, পড়ুয়ারা পালটা অভিযোগ করে, ঘটনায় বহিরাগতরা ছিল । তাদের কেউ এমন কাজ করেনি ।

এরপর সারারাত ধরে চলে সেই বিক্ষোভ । ঘেরাও করা হয় থানা । পুলিশকে লক্ষ্য করে ছোড়া ইট-পাথর । অভিযোগ, পালটা অভিযোগে পরিস্থিতি খারাপ হতে থাকে । বিক্ষোভের আঁচ ছড়ায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েও । সেখানকার ছাত্র-ছাত্রীরাও বিক্ষোভে সামিল হয় ।

আজকের পরিস্থিতি সম্পর্কে এক পুলিশ আধিকারিক জানান, বেলা 12টা নাগাদ বিক্ষোভ শুরু হয় সিলামপুর এলাকায় । বিক্ষোভকারীরা স্কুলবাসকে টার্গেট করেছিল । যাতে যাতে পরিস্থিতির অবনতি না হয়, তাই পুলিশ পথে নামে । কিন্তু পুলিশের থেকে বিক্ষোভকারীরা সংখ্যায় অনেক বেশি ছিল । তারা পাথর-ইট ছুড়তে শুরু করে । জখম হয় একাধিক পুলিশ কর্মী ।

দেখুন ভিডিয়ো...

দিল্লি, 17 ডিসেম্বর : উত্তপ্ত দিল্লি । আজ সীলামপুরে ভাঙচুর করা হল একটি স্কুলবাস । বিক্ষোভকারীরা আগুন লাগায় পুলিশ ফাঁড়িতে । পুলিশের অভিযোগ বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে । বাস লক্ষ্য করেও পাথর ছোড়া হয় । তারপর জমায়েতে লাঠিচার্জ করে পুলিশ । পরিস্থিতি সামলাতে ফাটানো হয় কাঁদানো গ্যাসের শেল । ঘটনায় জখম দুই পুলিশ কর্মী । এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি ।

এদিকে, আজ সকালে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ । তবে এই দশজনের মধ্যে কোনও ছাত্র-ছাত্রী নেই বলে জানা যায় । পুলিশ সূত্রে খবর, 10 জনের নামেই ক্রিমিনাল রেকর্ড রয়েছে । এরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জামিয়া ও ওখলা এলাকার বাসিন্দা ।

রবিবার নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-র প্রতিবাদে সরব হয়ে ওঠে দিল্লির জামিয়া চত্বর । দক্ষিণ-পূর্ব দিল্লির জামিয়া রোডে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ হয় । ভাঙচুর করা হয় একাধিক বাস । আগুনে পোড়ে 4টি বাস । ঘটনায় জখম হয় উভয় পক্ষেরই কয়েকজন । আঙুল ওঠে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দিকে । তবে, পড়ুয়ারা পালটা অভিযোগ করে, ঘটনায় বহিরাগতরা ছিল । তাদের কেউ এমন কাজ করেনি ।

এরপর সারারাত ধরে চলে সেই বিক্ষোভ । ঘেরাও করা হয় থানা । পুলিশকে লক্ষ্য করে ছোড়া ইট-পাথর । অভিযোগ, পালটা অভিযোগে পরিস্থিতি খারাপ হতে থাকে । বিক্ষোভের আঁচ ছড়ায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েও । সেখানকার ছাত্র-ছাত্রীরাও বিক্ষোভে সামিল হয় ।

আজকের পরিস্থিতি সম্পর্কে এক পুলিশ আধিকারিক জানান, বেলা 12টা নাগাদ বিক্ষোভ শুরু হয় সিলামপুর এলাকায় । বিক্ষোভকারীরা স্কুলবাসকে টার্গেট করেছিল । যাতে যাতে পরিস্থিতির অবনতি না হয়, তাই পুলিশ পথে নামে । কিন্তু পুলিশের থেকে বিক্ষোভকারীরা সংখ্যায় অনেক বেশি ছিল । তারা পাথর-ইট ছুড়তে শুরু করে । জখম হয় একাধিক পুলিশ কর্মী ।

দেখুন ভিডিয়ো...
New Delhi, Dec 17 (ANI): Delhi Police released a video where Joint CP was seen appealing protestors at the Jamia Millia Islamia University to stay calm and to stop stone pelting. Delhi Police and students of Jamia University clashed on Dec 15. Jamia students protested against CAA which will give Indian citizenship to non-Muslim refugees who faced persecution in three neighbouring countries of Pakistan, Bangladesh and Afghanistan.

Last Updated : Dec 17, 2019, 9:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.