ETV Bharat / bharat

দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে প্রথমে ছিলই না বিকাশ !

বিকাশকে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িগুলিকে অনুসরণ করেছিল সংবাদমাধ্যম । কিন্তু এনকাউন্টারের আধ ঘণ্টা আগেই আটকানো হয় তাদের । প্রকাশ্য এসেছে আরও কয়েকটি ভিডিয়ো । যা বিকাশের এনকাউন্টারের রহস্যকে আরও গভীর করছে ।

vikash
vikash
author img

By

Published : Jul 10, 2020, 1:56 PM IST

কানপুর, 10জুলাই : দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে না কি প্রথমে ছিল না বিকাশ দুবে ! এনকাউন্টারের কয়েক ঘণ্টা পর প্রকাশ্যে এল কয়েকটি ভিডিয়ো । বিকাশের মৃত্যু রহস্যকে আরও গভীর করল সেই ভিডিয়োগুলি । ফলত, এনকাউন্টার পরবর্তী পুলিশি বয়ান ঘিরে তৈরি হয়েছে আরও প্রশ্ন । এইদিকে বিকাশের এনকাউন্টারের আশঙ্কায় তার নিরাপত্তার দাবি জানিয়ে গত রাতেই জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে ।

মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িগুলিকে অনুসরণ করেছিল সংবাদমাধ্যমের গাড়িগুলিও । হাইওয়েতে একসময় আটকানো হয় সংবাদমাধ্যমের গাড়িগুলি । ঠিক কী হয়েছিল সেই সময় ? একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার তরফে এরকমই কয়েকটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে । সেই ভিডিয়ো এবং সংবাদ মাধ্যমগুলির বিবৃতি ঘিরেই উঠেছে প্রশ্ন, কার্যত কাঠগড়ায় উত্তরপ্রদেশ প্রশাসন ।

একটি ভিডিয়োয় দেখা যায়, ভোর চারটে নাগাদ তিনটি গাড়ি টোল বুথ পার করছিল । সেই সময় বিকাশ দুবেকে একটি গাড়িতে শেষবারের জন্য দেখা যায় । কিন্তু যে গাড়িটি হাইওয়ের ধারে উলটে গিয়েছিল, সেই গাড়িতে ছিল না বিকাশ । অর্থাৎ, হাইওয়ের ধারে উলটে যাওয়া গাড়ি এবং বিকাশকে যে গাড়িতে শেষবার দেখা যায়, সেই দু'টি গাড়ি এক নয় । কিন্তু কেন এই গাড়ি পরিবর্তন ? কখনই বা এক গাড়ি থেকে অন্য গাড়িতে নেওয়া হয়েছিল বিকাশকে । বিকাশের মতো একজন কুখ্যাত গ্যাংস্টারকে নিয়ে যাওয়ার সময় কেনই বা গাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত নিল পুলিশ । বা সেইসময় সে পালানোর জন্য কোনও পদক্ষেপ করেছিল কি না, উঠেছে সেইসব প্রশ্নই । যদিও পুলিশের তরফে এই রহস্যজনক গাড়ি পরিবর্তন নিয়ে কোনওরকম মন্তব্য করা হয়নি ।

দ্বিতীয় ভিডিয়োটি রেকর্ড করা হয় সকাল সাড়ে ছটায় । এনকাউন্টারের ঠিক আধ ঘণ্টা আগে । সেই ভিডিয়োয় দেখা যায়, বিকাশকে অনুসরণ করা সংবাদমাধ্যমের গাড়িগুলিকে আটকায় পুলিশ । হাইওয়েতে ব্যারিকেড করা হয় । আর এগোতে দেওয়া হয় না সংবাদমাধ্যমের গাড়িগুলিকে । কিন্তু এই পদক্ষেপই বা কেন করা হল ? কেন এগোতে দেওয়া হল না সংবাদমাধ্যমের গাড়িগুলিকে, প্রশ্ন উঠেছে সেখানেই । বিরোধীদের অভিযোগ, কী আড়াল করতে চাইল উত্তরপ্রদেশ প্রশাসন ? এনকাউন্টারের ঠিক আধ ঘণ্টা আগে কেন আটকানো হল সংবাদমাধ্যমকে ।

আজ সকালে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় বিকাশ দুবের । গতকাল তাকে মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার করে পুলিশ । সেখান থেক তাকে নিয়ে কানপুরের উদ্দেশে রওনা হয় পুলিশ । পুলিশের বয়ান অনুযায়ী, রাস্তায় উলটে যায় স্পেশাল টাস্ক ফোর্সের গাড়ি । সেই সুযোগে পুলিশের থেকে বন্দুক কেড়ে নেয় বিকাশ । পালানোর চেষ্টা করে । পুলিশ বাধা দিলে তাদের উদ্দেশে গুলি চালায় । পুলিশের তরফেও গুলি আসে । হাসপাতালে নিয়ে গেলে বিকাশ দুবেকে মৃত ঘোষণা করে চিকিৎকসক ।

  • #WATCH Media persons, who were following the convoy bringing back gangster Vikas Dubey, were stopped by police in Sachendi area of Kanpur before the encounter around 6.30 am in which the criminal was killed. (Earlier visuals) pic.twitter.com/K1B56NGV5p

    — ANI UP (@ANINewsUP) July 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু রহস্য শুরু এখানেই । পুলিশের বয়ান ঘিরে একাধিক জল্পনা । বিরোধীদের অভিযোগ যোগী সরকারের দিকে । সত্য আড়ালের চেষ্টা চলল বলে অভিযোগ বিরোধী দলগুলির । এরই মধ্যে প্রকাশ্যে এল ভিডিয়ো । উঠে এল আরও কয়েকটি তথ্য । বিকাশের এনকাউন্টারের আশঙ্কা করেছিলেন এক আইনজীবী । তাঁর সুরক্ষা ও নিরাপত্তার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করা হয় । উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেওয়ার আবদেন জানানো হয় সুপ্রিম কোর্টে । যেন বিকাশের পুলিশি এনকাউন্টারে মৃত্যু না হয়, যেন তার নিরাপত্তা নিশ্চিত করে যোগী সরকার ।

কানপুর, 10জুলাই : দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে না কি প্রথমে ছিল না বিকাশ দুবে ! এনকাউন্টারের কয়েক ঘণ্টা পর প্রকাশ্যে এল কয়েকটি ভিডিয়ো । বিকাশের মৃত্যু রহস্যকে আরও গভীর করল সেই ভিডিয়োগুলি । ফলত, এনকাউন্টার পরবর্তী পুলিশি বয়ান ঘিরে তৈরি হয়েছে আরও প্রশ্ন । এইদিকে বিকাশের এনকাউন্টারের আশঙ্কায় তার নিরাপত্তার দাবি জানিয়ে গত রাতেই জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে ।

মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িগুলিকে অনুসরণ করেছিল সংবাদমাধ্যমের গাড়িগুলিও । হাইওয়েতে একসময় আটকানো হয় সংবাদমাধ্যমের গাড়িগুলি । ঠিক কী হয়েছিল সেই সময় ? একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার তরফে এরকমই কয়েকটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে । সেই ভিডিয়ো এবং সংবাদ মাধ্যমগুলির বিবৃতি ঘিরেই উঠেছে প্রশ্ন, কার্যত কাঠগড়ায় উত্তরপ্রদেশ প্রশাসন ।

একটি ভিডিয়োয় দেখা যায়, ভোর চারটে নাগাদ তিনটি গাড়ি টোল বুথ পার করছিল । সেই সময় বিকাশ দুবেকে একটি গাড়িতে শেষবারের জন্য দেখা যায় । কিন্তু যে গাড়িটি হাইওয়ের ধারে উলটে গিয়েছিল, সেই গাড়িতে ছিল না বিকাশ । অর্থাৎ, হাইওয়ের ধারে উলটে যাওয়া গাড়ি এবং বিকাশকে যে গাড়িতে শেষবার দেখা যায়, সেই দু'টি গাড়ি এক নয় । কিন্তু কেন এই গাড়ি পরিবর্তন ? কখনই বা এক গাড়ি থেকে অন্য গাড়িতে নেওয়া হয়েছিল বিকাশকে । বিকাশের মতো একজন কুখ্যাত গ্যাংস্টারকে নিয়ে যাওয়ার সময় কেনই বা গাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত নিল পুলিশ । বা সেইসময় সে পালানোর জন্য কোনও পদক্ষেপ করেছিল কি না, উঠেছে সেইসব প্রশ্নই । যদিও পুলিশের তরফে এই রহস্যজনক গাড়ি পরিবর্তন নিয়ে কোনওরকম মন্তব্য করা হয়নি ।

দ্বিতীয় ভিডিয়োটি রেকর্ড করা হয় সকাল সাড়ে ছটায় । এনকাউন্টারের ঠিক আধ ঘণ্টা আগে । সেই ভিডিয়োয় দেখা যায়, বিকাশকে অনুসরণ করা সংবাদমাধ্যমের গাড়িগুলিকে আটকায় পুলিশ । হাইওয়েতে ব্যারিকেড করা হয় । আর এগোতে দেওয়া হয় না সংবাদমাধ্যমের গাড়িগুলিকে । কিন্তু এই পদক্ষেপই বা কেন করা হল ? কেন এগোতে দেওয়া হল না সংবাদমাধ্যমের গাড়িগুলিকে, প্রশ্ন উঠেছে সেখানেই । বিরোধীদের অভিযোগ, কী আড়াল করতে চাইল উত্তরপ্রদেশ প্রশাসন ? এনকাউন্টারের ঠিক আধ ঘণ্টা আগে কেন আটকানো হল সংবাদমাধ্যমকে ।

আজ সকালে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় বিকাশ দুবের । গতকাল তাকে মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার করে পুলিশ । সেখান থেক তাকে নিয়ে কানপুরের উদ্দেশে রওনা হয় পুলিশ । পুলিশের বয়ান অনুযায়ী, রাস্তায় উলটে যায় স্পেশাল টাস্ক ফোর্সের গাড়ি । সেই সুযোগে পুলিশের থেকে বন্দুক কেড়ে নেয় বিকাশ । পালানোর চেষ্টা করে । পুলিশ বাধা দিলে তাদের উদ্দেশে গুলি চালায় । পুলিশের তরফেও গুলি আসে । হাসপাতালে নিয়ে গেলে বিকাশ দুবেকে মৃত ঘোষণা করে চিকিৎকসক ।

  • #WATCH Media persons, who were following the convoy bringing back gangster Vikas Dubey, were stopped by police in Sachendi area of Kanpur before the encounter around 6.30 am in which the criminal was killed. (Earlier visuals) pic.twitter.com/K1B56NGV5p

    — ANI UP (@ANINewsUP) July 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু রহস্য শুরু এখানেই । পুলিশের বয়ান ঘিরে একাধিক জল্পনা । বিরোধীদের অভিযোগ যোগী সরকারের দিকে । সত্য আড়ালের চেষ্টা চলল বলে অভিযোগ বিরোধী দলগুলির । এরই মধ্যে প্রকাশ্যে এল ভিডিয়ো । উঠে এল আরও কয়েকটি তথ্য । বিকাশের এনকাউন্টারের আশঙ্কা করেছিলেন এক আইনজীবী । তাঁর সুরক্ষা ও নিরাপত্তার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করা হয় । উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেওয়ার আবদেন জানানো হয় সুপ্রিম কোর্টে । যেন বিকাশের পুলিশি এনকাউন্টারে মৃত্যু না হয়, যেন তার নিরাপত্তা নিশ্চিত করে যোগী সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.