ETV Bharat / bharat

স্ত্রীকে কটূক্তি, বন্ধুকে খুন করে লাশ গুম যুবকের - Crime

স্ত্রীকে নিয়ে সাগরেদের কটূক্তি ৷ বন্ধুকে খুন করল উত্তরপ্রদেশের যুবক ৷

স্ত্রীকে কটূক্তি, বন্ধুকে খুন করে লাশ গুম যুবকের
author img

By

Published : Aug 25, 2019, 4:10 AM IST

Updated : Aug 25, 2019, 6:03 AM IST

দিল্লি, 25 অগাস্ট : মাদকাসক্ত ছিল দুই সাগরেদ ৷ নেশার ঘোরে এক জন অপর জনের স্ত্রীকে কটূক্তি করেছিল ৷ স্ত্রীর সম্পর্কে আপত্তিকর মন্তব্য মানতে না পেরে সাগরেদকেই গুলি করে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ উত্তরপ্রদেশের গাজিপুর সবজি মাণ্ডিতে ঘটনাটি ঘটেছে ৷

অভিযুক্ত জ়ইল সিং নন্দ নাগরির বাসিন্দা ৷ পুলিশ গ্রেপ্তার করেছে তাকে ৷ সাগরেদের লাশ গুমে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জ়ইলের পরিচিত গাজিয়াবাদের বাসিন্দা মহেন্দ্র সিংকে ৷

মৃত ব্যক্তির নাম সানি ৷ তিনি গাজিয়াবাদের লোনির বাসিন্দা ৷ ঘটনাটি প্রকাশ্যে এসেছে সম্প্রতি ৷ পুলিশের অনুমান, সানিকে খুন করা হয়েছে 2 অগাস্ট ৷ লাশ গুম করার চেষ্টা হয় তার পর ৷ লাশ গুম করতে 3 অগাস্ট সবজি মাণ্ডি থেকে প্লাস্টিকে মোড়া একটি দেহ উদ্ধার হয় ৷ হাতে ট্যাটু দেখে মৃত ব্যক্তির পরিচয় জানতে পারে পুলিশ ৷

পরে জ়ইলের বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় তাকে ৷ পুলিশ জানিয়েছে, মাদকের নেশা করছিল জ়ইল ও সানি দু'জনেই ৷ তারপরই ঘটনাটি ঘটে ৷

দিল্লি, 25 অগাস্ট : মাদকাসক্ত ছিল দুই সাগরেদ ৷ নেশার ঘোরে এক জন অপর জনের স্ত্রীকে কটূক্তি করেছিল ৷ স্ত্রীর সম্পর্কে আপত্তিকর মন্তব্য মানতে না পেরে সাগরেদকেই গুলি করে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ উত্তরপ্রদেশের গাজিপুর সবজি মাণ্ডিতে ঘটনাটি ঘটেছে ৷

অভিযুক্ত জ়ইল সিং নন্দ নাগরির বাসিন্দা ৷ পুলিশ গ্রেপ্তার করেছে তাকে ৷ সাগরেদের লাশ গুমে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জ়ইলের পরিচিত গাজিয়াবাদের বাসিন্দা মহেন্দ্র সিংকে ৷

মৃত ব্যক্তির নাম সানি ৷ তিনি গাজিয়াবাদের লোনির বাসিন্দা ৷ ঘটনাটি প্রকাশ্যে এসেছে সম্প্রতি ৷ পুলিশের অনুমান, সানিকে খুন করা হয়েছে 2 অগাস্ট ৷ লাশ গুম করার চেষ্টা হয় তার পর ৷ লাশ গুম করতে 3 অগাস্ট সবজি মাণ্ডি থেকে প্লাস্টিকে মোড়া একটি দেহ উদ্ধার হয় ৷ হাতে ট্যাটু দেখে মৃত ব্যক্তির পরিচয় জানতে পারে পুলিশ ৷

পরে জ়ইলের বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় তাকে ৷ পুলিশ জানিয়েছে, মাদকের নেশা করছিল জ়ইল ও সানি দু'জনেই ৷ তারপরই ঘটনাটি ঘটে ৷

New Delhi, Aug 25 (ANI): Members of Indian film fraternity including veterans Sharmila Tagore and Sanjay Khan paid their tribute to former union minister Arun Jaitley, who passed away on August 24 at AIIMS Delhi, at his house. Popular lyricist and Central Board of Film Certification (CBFC) Chairperson, Prasoon Joshi, too offered condolences on the demise of the senior BJP leader. Jaitley, who passed away at the age of 66, had served as the finance minister in the previous BJP government between 2014 and 2019. He will be cremated on August 25 at the Nigambodh Ghat in the national capital.


Last Updated : Aug 25, 2019, 6:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.