ETV Bharat / bharat

লক্ষ্য 1 ট্রিলিয়ন অ্যামেরিকান ডলার, পরামর্শদাতার খোঁজ শুরু উত্তরপ্রদেশ সরকারের - USD 5 trillion dollar economy

আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের অর্থনীতিকে পাঁচ ট্রিলিয়ন ডলারে এবং উত্তরপ্রদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

Uttar pradesh government
Uttar pradesh government
author img

By

Published : Jun 22, 2020, 4:39 AM IST

লখনউ, 22 জুন : আগামী পাঁচ বছরে GSDP 1 ট্রিলিয়ন অ্যামেরিকান ডলারে পৌঁছানোর লক্ষ্যে পরামর্শদাতা নিয়োগ করার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। পরামর্শদাতা নির্বাচনের জন্য 41 পৃষ্ঠার প্রস্তাবের অনুরোধপত্র (RFP) তৈরি করা হয়েছে। এই পত্রে বলা হয়েছে, " এই কাজটির মাধ্যমে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিতে হবে। এর জন্য সুপরিকল্পিত এবং দীর্ঘস্থায়ী একটি কৌশলের প্রয়োজন। "

উত্তরপ্রদেশ দেশের অন্যতম জনবসতি পূর্ণ রাজ্য এবং ভারতের অর্থনীতিকে পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্তরপ্রদেশ সরকারের এক আধিকারিক জানান, " দেশের GDP -র আট শতাংশ উত্তরপ্রদেশ থেকে আয় হয়। দেশের লক্ষ্যের সঙ্গে রাজ্যের লক্ষ্যমাত্রাকে একত্র করার কাজে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান। তিনি উত্তরপ্রদেশের অর্থনীতিকেও এক ট্রিলিয়ন ডলারে নিয়ে যেতে চান। এটির জন্য বর্তমান বৃদ্ধির হারকে যথেষ্ট বাড়ানো প্রয়োজন এবং বেসিক পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিনিয়োগের হারে উল্লেখযোগ্য বৃদ্ধির প্রয়োজন রয়েছে। "

RFP তে বলা হয়েছে, "2018-19 সালে ভারতের GSDP ইতিমধ্যেই 15.80 লাখ কোটি টাকায় (230 বিলিয়ন ডলার ) পৌঁছেছে, যা গত বছরের তুলনায় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে পাঁচ বছরের মধ্যে GSDP পাঁচ গুণ বৃদ্ধি করা বড় চ্যালেঞ্জ, কারণ প্রতিনিয়ত ডলারের মূল্য এবং বিশ্ব অর্থনীতি পরিবর্তিত হচ্ছে। " ওই নথিতে বলা হয়েছে, "পরামর্শদাতাকে কৌশলগত কাঠামো তৈরি করতে হবে, তা বাস্তবায়নের পথ তৈরি , প্রাতিষ্ঠানিক সংস্কারের নকশা তৈরি এবং পর্যবেক্ষণ, শেখা ও মূল্যায়ন কাঠামো তৈরি করতে হবে। "

2019 সালের জুলাই মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, দেশের অর্থনীতিকে পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উত্তরপ্রদেশ। নিজের রাজ্যে এক ট্রিলিয়নের অর্থনীতি তৈরি করে লক্ষ্যে পৌঁছানোর পথ মসৃণ করবে উত্তরপ্রদেশ।

লখনউ, 22 জুন : আগামী পাঁচ বছরে GSDP 1 ট্রিলিয়ন অ্যামেরিকান ডলারে পৌঁছানোর লক্ষ্যে পরামর্শদাতা নিয়োগ করার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। পরামর্শদাতা নির্বাচনের জন্য 41 পৃষ্ঠার প্রস্তাবের অনুরোধপত্র (RFP) তৈরি করা হয়েছে। এই পত্রে বলা হয়েছে, " এই কাজটির মাধ্যমে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিতে হবে। এর জন্য সুপরিকল্পিত এবং দীর্ঘস্থায়ী একটি কৌশলের প্রয়োজন। "

উত্তরপ্রদেশ দেশের অন্যতম জনবসতি পূর্ণ রাজ্য এবং ভারতের অর্থনীতিকে পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্তরপ্রদেশ সরকারের এক আধিকারিক জানান, " দেশের GDP -র আট শতাংশ উত্তরপ্রদেশ থেকে আয় হয়। দেশের লক্ষ্যের সঙ্গে রাজ্যের লক্ষ্যমাত্রাকে একত্র করার কাজে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান। তিনি উত্তরপ্রদেশের অর্থনীতিকেও এক ট্রিলিয়ন ডলারে নিয়ে যেতে চান। এটির জন্য বর্তমান বৃদ্ধির হারকে যথেষ্ট বাড়ানো প্রয়োজন এবং বেসিক পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিনিয়োগের হারে উল্লেখযোগ্য বৃদ্ধির প্রয়োজন রয়েছে। "

RFP তে বলা হয়েছে, "2018-19 সালে ভারতের GSDP ইতিমধ্যেই 15.80 লাখ কোটি টাকায় (230 বিলিয়ন ডলার ) পৌঁছেছে, যা গত বছরের তুলনায় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে পাঁচ বছরের মধ্যে GSDP পাঁচ গুণ বৃদ্ধি করা বড় চ্যালেঞ্জ, কারণ প্রতিনিয়ত ডলারের মূল্য এবং বিশ্ব অর্থনীতি পরিবর্তিত হচ্ছে। " ওই নথিতে বলা হয়েছে, "পরামর্শদাতাকে কৌশলগত কাঠামো তৈরি করতে হবে, তা বাস্তবায়নের পথ তৈরি , প্রাতিষ্ঠানিক সংস্কারের নকশা তৈরি এবং পর্যবেক্ষণ, শেখা ও মূল্যায়ন কাঠামো তৈরি করতে হবে। "

2019 সালের জুলাই মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, দেশের অর্থনীতিকে পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উত্তরপ্রদেশ। নিজের রাজ্যে এক ট্রিলিয়নের অর্থনীতি তৈরি করে লক্ষ্যে পৌঁছানোর পথ মসৃণ করবে উত্তরপ্রদেশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.