ETV Bharat / bharat

সালেমে প্লাস্টিক বর্জ্যকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে নির্মাণ সামগ্রীর কাঁচামাল - plastic story

ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, পাত্র ও অন্য সামগ্রী প্রথমে গুঁড়িয়ে নিয়ে নির্মাণ সামগ্রীর সঙ্গে মেশানো হচ্ছে ৷ বালির বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে ৷

use of Plastic waste as raw materials in construction work
প্লাস্টিক বর্জ্যকে নির্মাণ সামগ্রীর কাঁচামাল হিসেবে ব্যবহার
author img

By

Published : Jan 16, 2020, 7:29 AM IST

সালেম (তামিলনাড়ু), 15 জানুয়ারি : সালেমের একটি বেসরকারি কলেজে ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রীকে পুনর্ব্যবহারযোগ্য করে তৈরি করা হয়েছে নির্মাণ সামগ্রী ৷

যদিও রাজ্য সরকার সিঙ্গেল ইউজ় প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করেছে তা সত্ত্বেও ক্রমবর্ধমান প্লাস্টিক বর্জ্য সামলাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে ৷ দিশা দেখাচ্ছে সালেমের একটি বেসরকারি কলেজ ৷ প্লাস্টিক বর্জ্যকে গুঁড়িয়ে নির্মাণ সামগ্রীর কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে ৷

প্লাস্টিক বর্জ্যকে নির্মাণ সামগ্রীর কাঁচামাল হিসেবে ব্যবহার

ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, পাত্র এবং অন্য সামগ্রী প্রথমে গুঁড়িয়ে নিয়ে নির্মাণ সামগ্রীর সঙ্গে মেশানো হচ্ছে ৷ বালির বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে ৷ একইভাবে প্লাস্টিকের ব্যাগকে পুড়িয়ে বিটুমেন, ফ্লাই অ্যাশ ও অন্য বাই প্রডাক্টের সঙ্গে মিশিয়ে ইট তৈরির কাজে লাগানো হচ্ছে ৷ হালকা ওজনের প্লাস্টিকের তৈরি ইট বিল্ডিং তৈরির কাজে ব্যবহার করা হয় ৷ এ'টা আবহাওয়া প্রতিরোধকের কাজ করে ৷ বাড়ি নির্মাণের ক্ষেত্রে খরচও কমে ৷

সাফল্যের সঙ্গে প্লাস্টিক বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করে প্লাস্টিকমুক্ত দেশ গড়তে দিশা দেখাচ্ছে তামিলনাড়ুর এই কলেজ ৷

সালেম (তামিলনাড়ু), 15 জানুয়ারি : সালেমের একটি বেসরকারি কলেজে ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রীকে পুনর্ব্যবহারযোগ্য করে তৈরি করা হয়েছে নির্মাণ সামগ্রী ৷

যদিও রাজ্য সরকার সিঙ্গেল ইউজ় প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করেছে তা সত্ত্বেও ক্রমবর্ধমান প্লাস্টিক বর্জ্য সামলাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে ৷ দিশা দেখাচ্ছে সালেমের একটি বেসরকারি কলেজ ৷ প্লাস্টিক বর্জ্যকে গুঁড়িয়ে নির্মাণ সামগ্রীর কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে ৷

প্লাস্টিক বর্জ্যকে নির্মাণ সামগ্রীর কাঁচামাল হিসেবে ব্যবহার

ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, পাত্র এবং অন্য সামগ্রী প্রথমে গুঁড়িয়ে নিয়ে নির্মাণ সামগ্রীর সঙ্গে মেশানো হচ্ছে ৷ বালির বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে ৷ একইভাবে প্লাস্টিকের ব্যাগকে পুড়িয়ে বিটুমেন, ফ্লাই অ্যাশ ও অন্য বাই প্রডাক্টের সঙ্গে মিশিয়ে ইট তৈরির কাজে লাগানো হচ্ছে ৷ হালকা ওজনের প্লাস্টিকের তৈরি ইট বিল্ডিং তৈরির কাজে ব্যবহার করা হয় ৷ এ'টা আবহাওয়া প্রতিরোধকের কাজ করে ৷ বাড়ি নির্মাণের ক্ষেত্রে খরচও কমে ৷

সাফল্যের সঙ্গে প্লাস্টিক বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করে প্লাস্টিকমুক্ত দেশ গড়তে দিশা দেখাচ্ছে তামিলনাড়ুর এই কলেজ ৷

New Delhi, Jan 15 (ANI): Iran Foreign Minister Javad Zarif during 'Raisina Dialogue 2020' spoke on Iran's blunder of shooting of Ukrainian International flight due to 'human error' he asserted that people make unforgivable mistakes but the shooting of civilian plane happened during crisis and it should further be prevented. "10 million people turned out on streets of not only Tehran but various cities in Iran, Iraq, India and Russia, to commemorate him. So, US needs to think again about our region. They're making mistake. Now we had this disaster of the shooting of this civilian flight, we lost a lot of bright minds. Why did it happen? It happened because of crisis, people make mistakes, unforgivable mistakes, but it happened at the time of crisis, we need to make sure that such incidents have to be prevented," said Iran Foreign Minister.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.