ওয়াশিংটন, 28 মার্চ: কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে অ্যামেরিকা ৷ ভারতকে 2.9 মিলিয়ন আর্থিক সাহায্যের ঘোষণা করল তারা ৷ বিশ্বের মোট 64টি দেশেকে 174 মিলিয়ন আর্থিক সাহায্য করবে ট্রাম্প প্রশাসন ৷
বিশ্বজুড়ে ভয়াল চেহারা নিয়েছে কোভিড 19 ৷ মৃত্যু হয়েছে 20 হাজারেরও বেশি মানুষের ৷ কোরোনা থাবা বসিয়েছে অ্যামেরিকায়ও ৷ সেই দেশে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক ৷ মৃত্যু হয়েছে দেড় হাজারেরও বেশি জনের ৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷
প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে ভারতের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য 100 মিলিয়ন আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে অ্যামেরিকা ৷ আর এবার 2.9 মিলিয়ন আর্থিক সাহায্য করছে ট্রাম্প প্রশাসন ৷অ্যামেরিকা সরকারের তরফে জানানো হয়েছে, ল্যাবরেটরি, কোয়ারানটাইন সেন্টার, কোরোনা আক্রান্তদের খুঁজে বের করে তাঁদের উপর নজরদারিসহ কোরোনা মোকাবিলায় আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য এই আর্থিক সাহায্য ৷
আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে নিযুক্ত অ্যামেরিকার আধিকারিক বনি গ্লিক জানান, "স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বহু দশক জুড়ে অ্যামেরিকা কাজ করে আসছে ৷ সাধারণ মানুষকে রক্ষার বিষয়ে অ্যামেরিকা সদা তৎপর ৷"