ETV Bharat / bharat

সাইকেলে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পথেই প্রসব - uttarpradesh news

স্বামীর সাইকেলে করে স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলেন প্রসূতি । পথেই জন্ম দিলেন শিশুকন্যার । পরে তাঁকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । মা ও শিশু দু'জনেই সুস্থ বলে খবর ।

child
শিশু
author img

By

Published : Apr 11, 2020, 3:03 PM IST

শাহজাহানপুর, 11 এপ্রিল : স্বামীর সাইকেলে করে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার সময় পথেই শিশুর জন্ম দিলেন এক মহিলা । উত্তরপ্রদেশের শাহজাহানপুরের ঘটনা । ওই মহিলা রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ।

শাহজাহানপুরের পুলিশ সুপারিনটেন্ডেন্ট (গ্রামীণ) অপর্ণা গৌতম জানিয়েছেন, "9 এপ্রিল বিকালের দিকে স্বামীর সাইকেলে চেপে মদনাপুর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলেন ওই মহিলা । তাঁর বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে এই স্বাস্থ্যকেন্দ্র । 5 কিলোমিটার যাওয়ার পর সিকান্দরপুরের কাছাকাছি এসে তাঁর প্রসব-যন্ত্রণা ওঠে । রাস্তার মধ্যেই এক শিশুকন্যার জন্ম দেন তিনি । খবর পাওয়ার পর ওই মহিলাকে পুলিশি রেসপন্স ভ্যানে করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে পৌঁছে দেওয়া হয় ।"

ঘটনার সময় খেতে কাজ করছিলেন মিঠু তোমর নামে এক মহিলা । তিনি সহায়তায় জন্য এগিয়ে আসেন । পুলিশি ভ্যানে করে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনিও সঙ্গে যান । হাসপাতাল সূত্রে খবর, মা ও শিশু দু'জনেই সুস্থ রয়েছে । সাহায্যের জন্য তোমরকেও একটি শংসাপত্র দেওয়া হয়েছে ।

শাহজাহানপুর, 11 এপ্রিল : স্বামীর সাইকেলে করে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার সময় পথেই শিশুর জন্ম দিলেন এক মহিলা । উত্তরপ্রদেশের শাহজাহানপুরের ঘটনা । ওই মহিলা রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ।

শাহজাহানপুরের পুলিশ সুপারিনটেন্ডেন্ট (গ্রামীণ) অপর্ণা গৌতম জানিয়েছেন, "9 এপ্রিল বিকালের দিকে স্বামীর সাইকেলে চেপে মদনাপুর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলেন ওই মহিলা । তাঁর বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে এই স্বাস্থ্যকেন্দ্র । 5 কিলোমিটার যাওয়ার পর সিকান্দরপুরের কাছাকাছি এসে তাঁর প্রসব-যন্ত্রণা ওঠে । রাস্তার মধ্যেই এক শিশুকন্যার জন্ম দেন তিনি । খবর পাওয়ার পর ওই মহিলাকে পুলিশি রেসপন্স ভ্যানে করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে পৌঁছে দেওয়া হয় ।"

ঘটনার সময় খেতে কাজ করছিলেন মিঠু তোমর নামে এক মহিলা । তিনি সহায়তায় জন্য এগিয়ে আসেন । পুলিশি ভ্যানে করে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনিও সঙ্গে যান । হাসপাতাল সূত্রে খবর, মা ও শিশু দু'জনেই সুস্থ রয়েছে । সাহায্যের জন্য তোমরকেও একটি শংসাপত্র দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.