ETV Bharat / bharat

FIR নেওয়ার আগে নাবালিকাকে নাচতে বললেন পুলিশ অফিসার !

একটি ভিডিয়োয় নাবালিকা অভিযোগ করে, থানায় FIR দায়ের করতে গেলে তাকে নাচতে বলেন এক ইন্সপেক্টর । মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিয়ো ।

UP police officer
UP police officer
author img

By

Published : Aug 16, 2020, 9:54 PM IST

কানপুর, 16 অগাস্ট : থানায় গিয়েছিলেন FIR দায়ের করতে । কিন্তু, তা না নিয়ে এক নাবালিকাকে নাচতে বলার অভিযোগ উঠল এক ইন্সপেক্টরের বিরুদ্ধে । উত্তরপ্রদেশের গোবিনন্দ নগর থানার ঘটনা । সম্প্রতি এক ভিডিয়ো করে এই অভিযোগ করে ওই নাবালিকা ।

গোবিন্দ নগরের দাবৌলি ওয়েস্ট এলাকায় পরিবারের সঙ্গেই একটি বাড়িতে ভাড়া থাকে ওই নাবালিকা । “জাগরণ” পার্টি করে সংসার চলে তাদের । নাবালিকার শ্লীলতাহানির পাশাপাশি দিনকয়েক আগে তাদের সেখান থেকে উঠে যেতে বলে বাড়ির মালিকের ভাগনে । এই অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার ।

অভিযোগ, 26 জুলাই তাদের ঘরে ঢুকে হামলা চালায় অভিযুক্ত । 7 অগাস্ট রাতে বাজার করে ফেরার পথে নাবালিকার শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ । নাবালিকার মা বলেন, এরপর গোবিন্দ নগর থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে মেয়েকে নেচে দেখাতে বলেন ইন্সপেক্টর অনুরাগ মিশ্র ।

এদিকে বাড়িটি নিয়ে উভয়পক্ষের মধ্যে বিবাদ চলছিল বলে জানিয়েছেন গোবিন্দ নগরের সার্কেল অফিসার বিকাশকুমার পান্ডে । তিনি বলেন, “পুলিশের উপর চাপ তৈরি করতেই নাবালিকা ওই ভিডিয়ো ভাইরাল করেছে । তবে এবিষয়ে তদন্ত চলছে ।”

কানপুর, 16 অগাস্ট : থানায় গিয়েছিলেন FIR দায়ের করতে । কিন্তু, তা না নিয়ে এক নাবালিকাকে নাচতে বলার অভিযোগ উঠল এক ইন্সপেক্টরের বিরুদ্ধে । উত্তরপ্রদেশের গোবিনন্দ নগর থানার ঘটনা । সম্প্রতি এক ভিডিয়ো করে এই অভিযোগ করে ওই নাবালিকা ।

গোবিন্দ নগরের দাবৌলি ওয়েস্ট এলাকায় পরিবারের সঙ্গেই একটি বাড়িতে ভাড়া থাকে ওই নাবালিকা । “জাগরণ” পার্টি করে সংসার চলে তাদের । নাবালিকার শ্লীলতাহানির পাশাপাশি দিনকয়েক আগে তাদের সেখান থেকে উঠে যেতে বলে বাড়ির মালিকের ভাগনে । এই অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার ।

অভিযোগ, 26 জুলাই তাদের ঘরে ঢুকে হামলা চালায় অভিযুক্ত । 7 অগাস্ট রাতে বাজার করে ফেরার পথে নাবালিকার শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ । নাবালিকার মা বলেন, এরপর গোবিন্দ নগর থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে মেয়েকে নেচে দেখাতে বলেন ইন্সপেক্টর অনুরাগ মিশ্র ।

এদিকে বাড়িটি নিয়ে উভয়পক্ষের মধ্যে বিবাদ চলছিল বলে জানিয়েছেন গোবিন্দ নগরের সার্কেল অফিসার বিকাশকুমার পান্ডে । তিনি বলেন, “পুলিশের উপর চাপ তৈরি করতেই নাবালিকা ওই ভিডিয়ো ভাইরাল করেছে । তবে এবিষয়ে তদন্ত চলছে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.