ETV Bharat / bharat

উন্নাও ধর্ষণ মামলা : 16 ডিসেম্বর কুলদীপ সেঙ্গারদের বিরুদ্ধে রায় - Unnao kidnap and rape

16 ডিসেম্বর উন্নাওয়ে অপহরণ করে ধর্ষণের মামলায় রায়দানের দিন ধার্য করলেন বিচারক ধর্মেশ শর্মা ৷ মামলায় গতকালই CBI-এর তরফে যাবতীয় যুক্তি আদালতে পেশ করার প্রক্রিয়া শেষ করা হয় ৷ অভিযুক্তর পক্ষেরও যাবতীয় সাক্ষীর বয়ান ক্যামেরাবন্দী করার প্রক্রিয়া শেষ হয় 2 ডিসেম্বর ৷

unnao rape
কুলদীপ সিং সেনগর
author img

By

Published : Dec 10, 2019, 10:44 PM IST

দিল্লি, 10 ডিসেম্বর : উন্নাওয়ে অপহরণ করে ধর্ষণের মামলায় রায়দান স্থগিত রাখল আদালত ৷ আগামী সপ্তাহ পর্যন্ত এই মামলায় রায়দান প্রক্রিয়া স্থগিত রাখল দিল্লি আদালত ৷ প্রসঙ্গত, 2017 সালে নির্যাতিতাকে অপহরণ করে ধর্ষণের মামলায় অভিযুক্ত বহিষ্কৃত BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ৷

16 ডিসেম্বর এই মামলার রায়দানের দিন ধার্য করলেন বিচারক ধর্মেশ শর্মা ৷ মামলায় গতকালই CBI-এর তরফে যাবতীয় যুক্তি আদালতে পেশ করার প্রক্রিয়া শেষ করা হয় ৷ অভিযুক্তের পক্ষেরও যাবতীয় সাক্ষীর বয়ান ক্যামেরাবন্দী করার প্রক্রিয়া শেষ হয় 2 ডিসেম্বর ৷

2017 সালে যে সময়ে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল সেই সময়ে নাবালিকা ছিলেন নির্যাতিতা ৷ ঘটনায় অভিযুক্ত সন্দেহে শশী সিং নামে আরও একজনের বিরুদ্ধেও মামলা রজু হয় ৷ অপহরণ করে ধর্ষণের মামলায় আগামী সপ্তাহেই রায় জানাবে আদালত ৷

দিল্লি, 10 ডিসেম্বর : উন্নাওয়ে অপহরণ করে ধর্ষণের মামলায় রায়দান স্থগিত রাখল আদালত ৷ আগামী সপ্তাহ পর্যন্ত এই মামলায় রায়দান প্রক্রিয়া স্থগিত রাখল দিল্লি আদালত ৷ প্রসঙ্গত, 2017 সালে নির্যাতিতাকে অপহরণ করে ধর্ষণের মামলায় অভিযুক্ত বহিষ্কৃত BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ৷

16 ডিসেম্বর এই মামলার রায়দানের দিন ধার্য করলেন বিচারক ধর্মেশ শর্মা ৷ মামলায় গতকালই CBI-এর তরফে যাবতীয় যুক্তি আদালতে পেশ করার প্রক্রিয়া শেষ করা হয় ৷ অভিযুক্তের পক্ষেরও যাবতীয় সাক্ষীর বয়ান ক্যামেরাবন্দী করার প্রক্রিয়া শেষ হয় 2 ডিসেম্বর ৷

2017 সালে যে সময়ে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল সেই সময়ে নাবালিকা ছিলেন নির্যাতিতা ৷ ঘটনায় অভিযুক্ত সন্দেহে শশী সিং নামে আরও একজনের বিরুদ্ধেও মামলা রজু হয় ৷ অপহরণ করে ধর্ষণের মামলায় আগামী সপ্তাহেই রায় জানাবে আদালত ৷

Mumbai, Dec 10 (ANI): Men in Blue were seen practicing at Wankhede Stadium in Mumbai ahead of third T20I match against West Indies on December 10. India and West Indies will battle to win the series as teams have won one match each. The final match will be played on December 11.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.