ETV Bharat / bharat

পাপড় খেলে হবে না কোরোনা, প্রচার কেন্দ্রীয় মন্ত্রীর - Union minister launches Bhabhiji papad

মন্ত্রীর এই প্রচার ভি়ডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ নেটিজেনদের ব্যাঙ্গ, অ্যামেরিকা, ইংল্যান্ডের মতো দেশ কোরোনার ভ্যাকসিন তৈরির কাজে উঠে পড়ে লেগেছে ৷ সেখানে এদেশের কেন্দ্রীয় মন্ত্রী দাবি করছেন, পাপড় খেলে কোরোনা হবে না ৷ এর থেকে হাস্যকর আর কীই বা হতে পারে ৷

অর্জুন মেঘওয়াল
অর্জুন মেঘওয়াল
author img

By

Published : Jul 24, 2020, 4:10 PM IST

Updated : Jul 24, 2020, 4:21 PM IST

দিল্লি, 24 জুলাই : পাপড় খেলে হবে না কোরোনা । পাপড় খেলে শরীরে তৈরি হবে অ্যান্টিবডি । এই প্রচার করছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল । ওই পাপড়টির নাম ভাবিজি ৷ পাপড় প্রস্তুতকারক কম্পানির দাবি, কোরোনা রুখতে শরীরে যা যা প্রয়োজন, এই পাপড় খেলে তাই পাওয়া যাবে ।

পাপড়টির প্রচারে একটি ভিডিয়োয় দেখা যায় অর্জুন রাম মেঘওয়ালকে । সেখানে তিনি বলছেন, "আত্মনির্ভর ভারত অভিযানের অন্তর্গত একটি পাপড় প্রস্তুতকারক সংস্থা এই কোরোনা পরিস্থিতিতে শরীরে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করছে । যা কোরোনার বিরুদ্ধে লড়তে সাহায্য করবে । কোরোনা প্যানডেমিক পরিস্থিতিতে এই পাপড় আপনাকে সাহায্য করবে ।"

BJP leader
পাপড়টির প্রচারে একটি ভিডিয়োয় দেখা যায় অর্জুন রাম মেঘওয়ালকে

কেন্দ্রীয় মন্ত্রীর এই ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ উঠতে শুরু করেছে একাধিক প্রশ্নও । অনেকেই বলতে শুরু করেছেন, দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বলছেন অর্জুন রাম মেঘওয়াল ৷ অনেকেই টুইটারে লেখেন, "কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে অ্যামেরিকা বলছে, তারা ভ্যাকসিন তৈরি করছে । ইংল্যান্ড বলছে, ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল তারা শুরু করেছে ৷ আর ভারত বলছে, ভাবিজি পাপড় নিন । কোরোনা রুখতে এটাই সাহায্য করবে ।" কারও কারও কটাক্ষ, ''যেখানে একটা পাপড় আপনাকে কোরোনা থেকে বাঁচাতে পারে, সেখানে লাখ লাখ টাকা খরচা করে কী লাভ ?''

দিল্লি, 24 জুলাই : পাপড় খেলে হবে না কোরোনা । পাপড় খেলে শরীরে তৈরি হবে অ্যান্টিবডি । এই প্রচার করছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল । ওই পাপড়টির নাম ভাবিজি ৷ পাপড় প্রস্তুতকারক কম্পানির দাবি, কোরোনা রুখতে শরীরে যা যা প্রয়োজন, এই পাপড় খেলে তাই পাওয়া যাবে ।

পাপড়টির প্রচারে একটি ভিডিয়োয় দেখা যায় অর্জুন রাম মেঘওয়ালকে । সেখানে তিনি বলছেন, "আত্মনির্ভর ভারত অভিযানের অন্তর্গত একটি পাপড় প্রস্তুতকারক সংস্থা এই কোরোনা পরিস্থিতিতে শরীরে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করছে । যা কোরোনার বিরুদ্ধে লড়তে সাহায্য করবে । কোরোনা প্যানডেমিক পরিস্থিতিতে এই পাপড় আপনাকে সাহায্য করবে ।"

BJP leader
পাপড়টির প্রচারে একটি ভিডিয়োয় দেখা যায় অর্জুন রাম মেঘওয়ালকে

কেন্দ্রীয় মন্ত্রীর এই ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ উঠতে শুরু করেছে একাধিক প্রশ্নও । অনেকেই বলতে শুরু করেছেন, দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বলছেন অর্জুন রাম মেঘওয়াল ৷ অনেকেই টুইটারে লেখেন, "কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে অ্যামেরিকা বলছে, তারা ভ্যাকসিন তৈরি করছে । ইংল্যান্ড বলছে, ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল তারা শুরু করেছে ৷ আর ভারত বলছে, ভাবিজি পাপড় নিন । কোরোনা রুখতে এটাই সাহায্য করবে ।" কারও কারও কটাক্ষ, ''যেখানে একটা পাপড় আপনাকে কোরোনা থেকে বাঁচাতে পারে, সেখানে লাখ লাখ টাকা খরচা করে কী লাভ ?''

Last Updated : Jul 24, 2020, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.