ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল - কোরোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী

কয়েকদিন আগে ভাবিজি নামে এক পাপড়ের প্রশংসা করেছিলেন অর্জুন রাম মেঘওয়াল ৷ সেদিন তিনি বলেছিলেন, এই পাপড় খেলে না কি কোরোনা থেকে দূরে থাকা যাবে ৷

Arjun Ram
অর্জুন রাম মেঘওয়াল
author img

By

Published : Aug 9, 2020, 12:58 AM IST

দিল্লি, 9 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে দিল্লির AIIMS-এ ভরতি কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ৷ এই নিয়ে চারজন কেন্দ্রীয় মন্ত্রীর শরীরে কোরোনার হদিস পাওয়া গেল ৷

নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর টুইটবার্তায় জানিয়েছেন মেঘওয়াল ৷ তিনি লেখেন, ''উপসর্গ দেখা দেওয়ায় আমি কোরোনা পরীক্ষা করাই ৷ প্রথমবার রিপোর্ট নেগেটিভ আসে ৷ দ্বিতীয়বার পজ়িটিভ আসে ৷ আমি ভালো আছি ৷ তবে AIIMS-এ চিকিৎসাধীন রয়েছি ৷ বিগত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কাছে অনুরোধ নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন ৷''

  • कोरोना के शुरूआती लक्षण आने पर मैंने टेस्ट करवाया व पहली जाँच नेगेटिव आने के बाद आज दूसरी जाँच पॉजिटिव आई है।
    मेरी तबीयत ठीक है परन्तु चिकित्सकीय सलाह पर AIIMS में भर्ती हूँ। मेरा निवेदन है कि जो लोग गत कुछ दिनों में मेरे संपर्क में आयें हैं, कृपया अपने स्वास्थ्य का ध्यान रखे ।

    — Arjun Ram Meghwal (@arjunrammeghwal) August 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, কয়েকদিন আগে একটি পাপড় কম্পানির প্রশংসা করে খবরের শিরোনামে এসেছিলেন অর্জুন রাম মেঘওয়াল ৷ ভাবিজি নামে ওই পাপড়ের গুণগান গেয়ে তিনি জানিয়েছিলেন, এই পাপড় খেলে না কি কোরোনা থেকে দূরে থাকা যাবে ৷

গতকাল কোরোনায় আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চোধুরি ৷ যোধপুরের হাসপাতালে তিনি চিকিৎসাধীন ৷ এই দুইজন ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধান কোরোনায় আক্রান্ত ৷ তাঁরাও হাসপাতালে চিকিৎসাধীন ৷

দিল্লি, 9 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে দিল্লির AIIMS-এ ভরতি কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ৷ এই নিয়ে চারজন কেন্দ্রীয় মন্ত্রীর শরীরে কোরোনার হদিস পাওয়া গেল ৷

নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর টুইটবার্তায় জানিয়েছেন মেঘওয়াল ৷ তিনি লেখেন, ''উপসর্গ দেখা দেওয়ায় আমি কোরোনা পরীক্ষা করাই ৷ প্রথমবার রিপোর্ট নেগেটিভ আসে ৷ দ্বিতীয়বার পজ়িটিভ আসে ৷ আমি ভালো আছি ৷ তবে AIIMS-এ চিকিৎসাধীন রয়েছি ৷ বিগত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কাছে অনুরোধ নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন ৷''

  • कोरोना के शुरूआती लक्षण आने पर मैंने टेस्ट करवाया व पहली जाँच नेगेटिव आने के बाद आज दूसरी जाँच पॉजिटिव आई है।
    मेरी तबीयत ठीक है परन्तु चिकित्सकीय सलाह पर AIIMS में भर्ती हूँ। मेरा निवेदन है कि जो लोग गत कुछ दिनों में मेरे संपर्क में आयें हैं, कृपया अपने स्वास्थ्य का ध्यान रखे ।

    — Arjun Ram Meghwal (@arjunrammeghwal) August 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, কয়েকদিন আগে একটি পাপড় কম্পানির প্রশংসা করে খবরের শিরোনামে এসেছিলেন অর্জুন রাম মেঘওয়াল ৷ ভাবিজি নামে ওই পাপড়ের গুণগান গেয়ে তিনি জানিয়েছিলেন, এই পাপড় খেলে না কি কোরোনা থেকে দূরে থাকা যাবে ৷

গতকাল কোরোনায় আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চোধুরি ৷ যোধপুরের হাসপাতালে তিনি চিকিৎসাধীন ৷ এই দুইজন ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধান কোরোনায় আক্রান্ত ৷ তাঁরাও হাসপাতালে চিকিৎসাধীন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.