ETV Bharat / bharat

ব্যাঙ্ক সংযুক্তি প্রক্রিয়া সঠিক দিশায় মসৃণভাবে এগোচ্ছে :অর্থমন্ত্রী - bank merger

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, ব্যাঙ্ক সংযুক্তি প্রক্রিয়া সঠিক দিশায় মসূৃণ ভাবে এগোচ্ছে ।

bank
author img

By

Published : Oct 15, 2019, 4:27 AM IST

দিল্লি, 15 অক্টোবর : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তি প্রক্রিয়া মসৃণ ভাবে হচ্ছে । গোটা প্রক্রিয়াটি চলছে সঠিক দিশায় । সোমবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির চিফ ম্যানেজিং ডিরেক্টরদের সঙ্গে এক বৈঠকের পর সংবাদমাধ্যমকে এ কথা বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তির সিদ্ধান্ত নিয়েছে । সরকারের লক্ষ্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা 27 থেকে কমিয়ে ১২ তে আনা । আপাতত যে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে সেগুলি হল এলাহাবাদ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক ও সিন্ডিকেট ব্যাঙ্ক ।

এদিকে, অর্থ মন্ত্রকের সচিব রাজীব কুমার জানান, সম্প্রতি অনুষ্ঠিত "লোন মেলা"-র মাধ্যমে 81 হাজার 781 কোটি টাকা ঋণ দেওয়া সম্ভব হয়েছে । এর মধ্যে নতুন ঋণ গ্রহীতাদের দেওয়া হয়েছে 34 হাজার 342 কোটি টাকা ।

দিল্লি, 15 অক্টোবর : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তি প্রক্রিয়া মসৃণ ভাবে হচ্ছে । গোটা প্রক্রিয়াটি চলছে সঠিক দিশায় । সোমবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির চিফ ম্যানেজিং ডিরেক্টরদের সঙ্গে এক বৈঠকের পর সংবাদমাধ্যমকে এ কথা বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তির সিদ্ধান্ত নিয়েছে । সরকারের লক্ষ্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা 27 থেকে কমিয়ে ১২ তে আনা । আপাতত যে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে সেগুলি হল এলাহাবাদ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক ও সিন্ডিকেট ব্যাঙ্ক ।

এদিকে, অর্থ মন্ত্রকের সচিব রাজীব কুমার জানান, সম্প্রতি অনুষ্ঠিত "লোন মেলা"-র মাধ্যমে 81 হাজার 781 কোটি টাকা ঋণ দেওয়া সম্ভব হয়েছে । এর মধ্যে নতুন ঋণ গ্রহীতাদের দেওয়া হয়েছে 34 হাজার 342 কোটি টাকা ।

Gonda (Uttar Pradesh), Oct 15 (ANI): A case of medical apathy was reported in Uttar Pradesh's Gonda district on October 14. A woman alleged that a unborn baby of her relative died due to medical negligence. The incident took place at District Women Hospital. While speaking to ANI, Chief Medical Officer (CMO) of Gonda, Dr Anant Prakash Mishra said, "She was referred from UP's Balrampur district. It was a case of intrauterine fetal death." "It wasn't possible to do an operation in Gonda so she was referred to Lucknow," CMO added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.