দিল্লি, 15 অক্টোবর : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তি প্রক্রিয়া মসৃণ ভাবে হচ্ছে । গোটা প্রক্রিয়াটি চলছে সঠিক দিশায় । সোমবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির চিফ ম্যানেজিং ডিরেক্টরদের সঙ্গে এক বৈঠকের পর সংবাদমাধ্যমকে এ কথা বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তির সিদ্ধান্ত নিয়েছে । সরকারের লক্ষ্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা 27 থেকে কমিয়ে ১২ তে আনা । আপাতত যে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে সেগুলি হল এলাহাবাদ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক ও সিন্ডিকেট ব্যাঙ্ক ।
এদিকে, অর্থ মন্ত্রকের সচিব রাজীব কুমার জানান, সম্প্রতি অনুষ্ঠিত "লোন মেলা"-র মাধ্যমে 81 হাজার 781 কোটি টাকা ঋণ দেওয়া সম্ভব হয়েছে । এর মধ্যে নতুন ঋণ গ্রহীতাদের দেওয়া হয়েছে 34 হাজার 342 কোটি টাকা ।