ETV Bharat / bharat

হালুয়া অনুষ্ঠান দিয়ে শুরু হল সাধারণ বাজেটের প্রক্রিয়া - বাজেট 2020

1 ফেব্রুয়ারি সাধারণ বাজেট । তার আগে আজ নর্থ ব্লকে হালওয়া অনুষ্ঠান । আজকের অনুষ্ঠানের শেষে বাজেটের কাজে যুক্ত সকলকে আগামী দশ দিন থাকতে হবে নর্থ ব্লকের বেসমেন্টে ।

Budget 2020
নির্মলা সীতারমন
author img

By

Published : Jan 20, 2020, 12:15 PM IST

দিল্লি, 20 জানুয়ারি : হালুয়া অনুষ্ঠানের প্রথা দিয়ে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হল 2020 সালের সাধারণ বাজেটের প্রক্রিয়া । আজ থেকেই বাজেটের জন্য যাবতীয় নথি ছাপানোর কাজ শুরু হয়ে যাচ্ছে ।

সামনেই রয়েছে কেন্দ্রীয় বাজেট ৷ গত বছরের আর্থিক ঘাটতি এই বছরে পূরণ করার দিকে নজর থাকবে কেন্দ্রের । চলতি আর্থিক বর্ষে GDP 5 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে বলেও বলা হচ্ছে । 2020-21 আর্থিক বর্ষে চাকরির সুযোগ বাড়ানোর পাশাপাশি, উপভোক্তাদের চাহিদা বৃদ্ধির দিকেও নজর দেওয়া হবে ।

উপভোক্তাদের চাহিদা বাড়ানোর জন্য আগামী আর্থিক বর্ষে ব্যক্তিগত আয়করেও বেশ কিছুটা ছাড় দেওয়া হবে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল । নর্থ ব্লকে আজ হালুয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । 1 ফেব্রুয়ারি তিনি সাধারণ বাজেট পেশ করবেন ।

বাজেট পেশের আগে হালুয়া অনুষ্ঠানের প্রথা বহুদিনের । এই হালুয়া মন্ত্রকের সমস্ত কর্মচারীদের দেওয়া হয় । অর্থমন্ত্রী নিজেও খান এই হালুয়া । আজকের এই অনুষ্ঠানের পর বাজেটের কাজে যেসব কর্মীরা যুক্ত থাকেন, তাঁদের দশ দিনের জন্য নর্থ ব্লকের বেসমেন্টে নিয়ে যাওয়া হয় । বাজেট পেশের পরেই তাঁরা বাইরে আসেন । বাজেটের কোনও খবর যাতে আগে থেকে বাইরে না আসে, সেই জন্যই এই কড়াকড়ি ।

দিল্লি, 20 জানুয়ারি : হালুয়া অনুষ্ঠানের প্রথা দিয়ে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হল 2020 সালের সাধারণ বাজেটের প্রক্রিয়া । আজ থেকেই বাজেটের জন্য যাবতীয় নথি ছাপানোর কাজ শুরু হয়ে যাচ্ছে ।

সামনেই রয়েছে কেন্দ্রীয় বাজেট ৷ গত বছরের আর্থিক ঘাটতি এই বছরে পূরণ করার দিকে নজর থাকবে কেন্দ্রের । চলতি আর্থিক বর্ষে GDP 5 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে বলেও বলা হচ্ছে । 2020-21 আর্থিক বর্ষে চাকরির সুযোগ বাড়ানোর পাশাপাশি, উপভোক্তাদের চাহিদা বৃদ্ধির দিকেও নজর দেওয়া হবে ।

উপভোক্তাদের চাহিদা বাড়ানোর জন্য আগামী আর্থিক বর্ষে ব্যক্তিগত আয়করেও বেশ কিছুটা ছাড় দেওয়া হবে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল । নর্থ ব্লকে আজ হালুয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । 1 ফেব্রুয়ারি তিনি সাধারণ বাজেট পেশ করবেন ।

বাজেট পেশের আগে হালুয়া অনুষ্ঠানের প্রথা বহুদিনের । এই হালুয়া মন্ত্রকের সমস্ত কর্মচারীদের দেওয়া হয় । অর্থমন্ত্রী নিজেও খান এই হালুয়া । আজকের এই অনুষ্ঠানের পর বাজেটের কাজে যেসব কর্মীরা যুক্ত থাকেন, তাঁদের দশ দিনের জন্য নর্থ ব্লকের বেসমেন্টে নিয়ে যাওয়া হয় । বাজেট পেশের পরেই তাঁরা বাইরে আসেন । বাজেটের কোনও খবর যাতে আগে থেকে বাইরে না আসে, সেই জন্যই এই কড়াকড়ি ।

New Delhi, Jan 20 (ANI): The air quality of Delhi was recorded in 'Poor' category on January 20. The Air Quality Index (AQI) at the Lodhi Road area was moderately 'poor'. The PM 2.5 and PM 10, both, stood at 201. 101-200 is considered 'Moderate' while 201-300 comes under the 'Poor' category. Smoggy sky was witnessed in several parts of the national capital.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.