ETV Bharat / bharat

প্রয়াগরাজে মোদিকে কালো পতাকা, আটক যুবক - narendra modi

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মোদিকে কালো পতাকা দেখাল এক যুবক । তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

নরেন্দ্র মোদি (ফাইল ফোটো)
author img

By

Published : May 9, 2019, 9:02 PM IST

Updated : May 9, 2019, 11:33 PM IST

প্রয়াগরাজ, 9 মে: আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রধানমন্ত্রীর র‌্যালিতে কালো পতাকা দেখাল এক যুবক। অভিযুক্ত যুবকের বক্তব্য, বেকার যুবকদের চাকরির দাবিতে সে এই কাজ করেছে । বেকারত্বের বিরুদ্ধে আওয়াজ তুলেছে । এই আওয়াজকে কোনও ভাবেই দমানো যাবে না । এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ।

ভিডিয়োয় দেখুন

BJP-র কর্মী-সমর্থকরা ওই যুবককে ধরে বেধড়ক মারধর করতে শুরু করে । ঘটনাস্থানে মোতায়েন পুলিশ উত্তেজিত জনতার মারের হাত থেকে কোনওরকমে ওই যুবককে বাঁচিয়ে নিজেদের সঙ্গে নিয়ে যায় । তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

প্রয়াগরাজ, 9 মে: আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রধানমন্ত্রীর র‌্যালিতে কালো পতাকা দেখাল এক যুবক। অভিযুক্ত যুবকের বক্তব্য, বেকার যুবকদের চাকরির দাবিতে সে এই কাজ করেছে । বেকারত্বের বিরুদ্ধে আওয়াজ তুলেছে । এই আওয়াজকে কোনও ভাবেই দমানো যাবে না । এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ।

ভিডিয়োয় দেখুন

BJP-র কর্মী-সমর্থকরা ওই যুবককে ধরে বেধড়ক মারধর করতে শুরু করে । ঘটনাস্থানে মোতায়েন পুলিশ উত্তেজিত জনতার মারের হাত থেকে কোনওরকমে ওই যুবককে বাঁচিয়ে নিজেদের সঙ্গে নিয়ে যায় । তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

प्रयागराज

पीएम मोदी की रैली में पीएम को दिखाया काला झण्डा,
भाजपा कार्यकर्ताओं ने जमकर की पिटाई,
पुलिस कर्मी युवक को भीड़ से बचाया,
पुलिस भीड़ से बचाकर युवक को ले गई साथ,
पुलिस युवक से कर रही है पूछताछ ।
Last Updated : May 9, 2019, 11:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.