ETV Bharat / bharat

উত্তরপ্রদেশের স্কুলে মিড-ডে-মিলে শুধুই নুন-রুটি ! - পশ্চিমবঙ্গের পর এবার একইধরনের ছবি সামনে এল উত্তরপ্রদেশে

পশ্চিমবঙ্গের পর এবার একইধরনের ছবি সামনে এল উত্তরপ্রদেশে । মিরজ়াপুরের ওই স্কুলে ছাত্রছাত্রীদের খাওয়ানো হচ্ছে নুন-রুটি !  উত্তরপ্রদেশ মিড-ডে-মিল অথরিটি অবশ্য জানিয়েছে, রোজকার মেনুতে রাখা হয়, ভাত, রুটি, তরকারি । কিছু কিছু দিন ফল ও দুধও দেওয়া হয় ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 23, 2019, 10:05 AM IST

মিরজ়াপুর (উত্তরপ্রদেশ), 23 অগাস্ট : মিড-ডে-মিলে ছাত্রছাত্রীদের খাওয়ানো হচ্ছে নুন-ভাত । চুঁচুড়ার বাণীমন্দির স্কুলের এই ঘটনা আলোড়ন ফেলেছিল । ছবি সামনে আসার পরই একযোগে সরকারকে আক্রমণ শুরু করে বিরোধীরা । হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান । চাপে পড়ে ব্যবস্থা নেয় প্রশাসনও । 3 শিক্ষিকাকে সাসপেন্ড করা হয় । এবার একইধরনের ছবি সামনে এল উত্তরপ্রদেশে । মিরজ়াপুরের ওই স্কুলে ছাত্রছাত্রীদের খাওয়ানো হচ্ছে নুন-রুটি !

উত্তরপ্রদেশের সরকারি স্কুলগুলিতে কেন্দ্রীয় সরকারের স্কিম অনুযায়ী গরিব শিশুদের খাওয়ানো হয় । তারপরও এই ছবি ? যেখানে পুষ্টি বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার, সেখানে শুধু নুন-রুটি কেন দেওয়া হচ্ছে ? উত্তরপ্রদেশ মিড-ডে-মিল অথরিটি অবশ্য জানিয়েছে, রোজকার মেনুতে রাখা হয়, ভাত, রুটি, তরকারি । কিছু কিছু দিন ফল ও দুধও দেওয়া হয় । তা কেন মানা হচ্ছে না মিরজ়াপুরের স্কুলে ?

এক ছাত্রের অভিভাবক জানিয়েছেন, "এখানে পরিস্থিতি ভয়ানক । স্কুলে নুন-রুটি দেওয়া হয় । অনেক সময় আবার ভাত-নুন । দুধ আসে মাঝে মাঝে । বেশিরভাগ সময় ছাত্রছাত্রীরা পায় না ।"

ঘটনার সতত্য মেনে নিয়েছেন মিরজ়াপুরের প্রশাসনিক আধিকারিক অনুরাগ প্যাটেল । তিনি বলেন, "এই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল । আমরা তদন্ত করে দেখেছি ঘটনাটি সত্য । প্রাথমিক তদন্ত অনুযায়ী, এটা স্কুলের টিচার ইন-চার্জের দোষ । দোষী গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজ়ারও । দু'জনকেই সাসপেন্ড করা হয়েছে ।"

উত্তরপ্রদেশ সরকারের পরিসংখ্যান বলছে, বর্তমানে প্রায় দেড় লাখ স্কুলে মিড-ডে-মিল চলে । 1 কোটি পড়ুয়া এই স্কিমের সুবিধা পায় । কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, প্রতি শিশুকে প্রতিদিন কমপক্ষে 450 ক্যালোরির জোগান দেওয়া । এরমধ্যে 12 গ্রাম প্রোটিনযুক্ত খাবার থাকা বাধ্যতামূলক ।

মিরজ়াপুরের স্কুলের ছবি সামনে আসার পর বিরোধীদের খোঁচা, "নুন-রুটি খাইয়ে নিশ্চয়ই ক্যালোরির জোগান দেওয়া যায় না !"

মিরজ়াপুর (উত্তরপ্রদেশ), 23 অগাস্ট : মিড-ডে-মিলে ছাত্রছাত্রীদের খাওয়ানো হচ্ছে নুন-ভাত । চুঁচুড়ার বাণীমন্দির স্কুলের এই ঘটনা আলোড়ন ফেলেছিল । ছবি সামনে আসার পরই একযোগে সরকারকে আক্রমণ শুরু করে বিরোধীরা । হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান । চাপে পড়ে ব্যবস্থা নেয় প্রশাসনও । 3 শিক্ষিকাকে সাসপেন্ড করা হয় । এবার একইধরনের ছবি সামনে এল উত্তরপ্রদেশে । মিরজ়াপুরের ওই স্কুলে ছাত্রছাত্রীদের খাওয়ানো হচ্ছে নুন-রুটি !

উত্তরপ্রদেশের সরকারি স্কুলগুলিতে কেন্দ্রীয় সরকারের স্কিম অনুযায়ী গরিব শিশুদের খাওয়ানো হয় । তারপরও এই ছবি ? যেখানে পুষ্টি বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার, সেখানে শুধু নুন-রুটি কেন দেওয়া হচ্ছে ? উত্তরপ্রদেশ মিড-ডে-মিল অথরিটি অবশ্য জানিয়েছে, রোজকার মেনুতে রাখা হয়, ভাত, রুটি, তরকারি । কিছু কিছু দিন ফল ও দুধও দেওয়া হয় । তা কেন মানা হচ্ছে না মিরজ়াপুরের স্কুলে ?

এক ছাত্রের অভিভাবক জানিয়েছেন, "এখানে পরিস্থিতি ভয়ানক । স্কুলে নুন-রুটি দেওয়া হয় । অনেক সময় আবার ভাত-নুন । দুধ আসে মাঝে মাঝে । বেশিরভাগ সময় ছাত্রছাত্রীরা পায় না ।"

ঘটনার সতত্য মেনে নিয়েছেন মিরজ়াপুরের প্রশাসনিক আধিকারিক অনুরাগ প্যাটেল । তিনি বলেন, "এই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল । আমরা তদন্ত করে দেখেছি ঘটনাটি সত্য । প্রাথমিক তদন্ত অনুযায়ী, এটা স্কুলের টিচার ইন-চার্জের দোষ । দোষী গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজ়ারও । দু'জনকেই সাসপেন্ড করা হয়েছে ।"

উত্তরপ্রদেশ সরকারের পরিসংখ্যান বলছে, বর্তমানে প্রায় দেড় লাখ স্কুলে মিড-ডে-মিল চলে । 1 কোটি পড়ুয়া এই স্কিমের সুবিধা পায় । কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, প্রতি শিশুকে প্রতিদিন কমপক্ষে 450 ক্যালোরির জোগান দেওয়া । এরমধ্যে 12 গ্রাম প্রোটিনযুক্ত খাবার থাকা বাধ্যতামূলক ।

মিরজ়াপুরের স্কুলের ছবি সামনে আসার পর বিরোধীদের খোঁচা, "নুন-রুটি খাইয়ে নিশ্চয়ই ক্যালোরির জোগান দেওয়া যায় না !"

Chateau de Chantilly (France), Aug 23 (ANI): Prime Minister Narendra Modi is on his first leg of the three-nation tour to France, United Arab Emirates (UAE) and Bahrain. PM Modi reached in France on August 22 and met French President Emmanuel Macron. While addressing the joint statement along with PM Modi, French President Emmanuel Macron said, "We have held talks with Narendra Modi on several issues including digital, cyber security and Africa. We will have to work on such matters together."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.