ETV Bharat / bharat

অপরিবর্তিত আয়করে নির্মল বাতাস, পেট্রল-ডিজ়েলে বাড়তি সেস - middle class

মধ্যবিত্তদের পক্ষে সুখবর এইটুকুই যে, নতুন বাজেট-প্রস্তাবে আর আয়করের বোঝা বাড়ল না তাঁদের কাঁধে । আয়কর-কাঠামোয় কোনও রদবদল ঘটানো হল না । এখন যেমন বছরে 5 লাখ টাকার বেশি আয় করলেই কর দিতে হয়, সেই নিয়মই বহাল রাখা হল।

নির্মলা সীতারামন
author img

By

Published : Jul 5, 2019, 4:27 PM IST

দিল্লি, 5 জুলাই : তাঁকে ঘিরে ছিল প্রত্যাশা । সকালে যখন প্রচলিত রীতি ভেঙে বাজেট নথি লাল শালুতে মুড়ে সংসদে পা রাখলেন তখন সেই গুঞ্জন আকাশও ছুঁয়েছিল । মধ্যবিত্ত আশায় বুক বাঁধতে শুরু করেছিল । কিন্তু কোথায় যেন শূন্যতা থেকেই গেল !

প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী হিসাবে ভারসাম্যের বাজেট পেশ করার চেষ্টা করলেন নির্মলা সীতারামন । একদিকে মধ্যবিত্তের কথা ভেবে আয়কর ছাড়ের হার অপরিবর্তিত রাখলেন । অন্যদিকে পেট্রল-ডিজ়েলের উপর লিটার প্রতি 1 টাকা সেস বসিয়ে মধ্যবিত্তের ভাঁড়ারে টান দেওয়ার চেষ্টা করলেন । মধ্যবিত্তদের পক্ষে সুখবর এইটুকুই যে, নতুন বাজেট-প্রস্তাবে আর আয়করের বোঝা বাড়ল না তাঁদের কাঁধে । আয়কর-কাঠামোয় কোনও রদবদল ঘটানো হল না । এখন যেমন বছরে 5 লাখ টাকার বেশি আয় করলেই কর দিতে হয়, সেই নিয়মই বহাল রাখা হল।

তবে গৃহঋণে এ বার কিছুটা বাড়তি উৎসাহ দেওয়ার প্রস্তাব রয়েছে বাজেটে । বলা হয়েছে, কোনও বাড়ি বা ফ্ল্যাটের দাম যদি 45 লাখ টাকা বা তার চেয়ে কম হয়, তা হলে, তা কেনার জন্য নেওয়া ঋণের উপর 2020-র 31 মার্চ পর্যন্ত যত সুদ দেওয়া হয়েছে, তার উপর আরও দেড় লাখ টাকা কর-ছাড় দেওয়া হবে । এখন যে পরিমাণ ছিল 2 লাখ টাকা ।

আরও পড়ুন : বাজেটে বাংলা, পণ্য পরিবহনে জোর হলদিয়া-ফরাক্কায়

বিপুল জনসমর্থন নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসা মোদি সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল কর্মসংস্থান বৃদ্ধি । বেকারত্বের কালো ছায়া যখন গাঢ় হচ্ছে তখন মনে করা হচ্ছিল হয়তো কিছু সুরাহা দেবেন সীতারামন । কিন্তু কর্মসংস্থানে নির্মল বাতাস জোগাতে ব্যর্থ হলেন । বাজেটে কর্মসংস্থান নিয়ে একটি বাক্যও খরচ করলেন না নতুন অর্থমন্ত্রী ।

বাজেট পেশের আগে ভালো কিছু ঘটার আশায় বুক বেঁধেছিল দালাল স্ট্রিট । বাজার খুলতেই সেনসেক্স ও নিফটি একধাক্কায় বেশ কিছুটা বেড়েও গিয়েছিল । কিন্তু এখানেও সেই হতাশা । কর্মসংস্থানের সঠিক দিশা না পাওয়া, অর্থনীতিকে সঠিক দিশা দেখাতে না পারার প্রভাব পড়ল সেখানেও । বাজেট শেষ হতেই কয়েক ধাক্কায় নেমে এল সেনসেক্স ও নিফটি ।

ব্যাঙ্কিং অর্থনীতি ক্রমেই পথ হারাচ্ছিল । গত পাঁচ বছরেই ঋণ খেলাফি থেকে শুরু করে আর্থিক দুর্নীতির পরিমাণ বাড়ছিল । সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলির হাল ফেরাতে উদ্যোগী হলেন নতুন অর্থমন্ত্রী । রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে সাহায্য করার জন্য 70 হাজার কোটি টাকা ঘোষণা করলেন । 'মিনিমাম গভর্মেন্ট, ম্যাক্সিমাম গভর্ন্যান্স'-এর কথা আওড়ে নির্মলার প্রস্তাব, তপশিলি জাতি ও উপজাতিদের জন্য স্টার্ট আপের বিশেষ সুবিধা দেওয়া হবে । ব্যবসায়ীদের উৎসাহ দিতে ঘোষণা করলেন পেনশনের । বার্ষিক ব্যবসার পরিমাণ দেড় কোটি টাকার কম হলে সেই সব ব্যবসায়ীরা পেনশনের সুবিধা পাবেন বলে জানালেন অর্থমন্ত্রী । অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য মাসে তিন হাজার টাকা কমিশনের প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বললেন । শ্রম আইনের আমূল সংস্কারের কথা বললেন ।

আরও পড়ুন : লিটার পিছু 1 টাকা সেস বরাদ্দ হল পেট্রল-ডিজেলে

মোদির ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে আরও উৎসাহ দিতে একাধিক পদক্ষেপের ঘোষণা করলেন নির্মলা । জানালেন, পূর্ব পরিকল্পনা মতোই ডিজিটাল লেনদেনে কোনও বাড়তি টাকা করতে হবে না । অনলাইন হোম লোন, ডোর টু ডোর পরিষেবায় জোর দেওয়া হল । ই - অ্যাসেসমেন্টের ক্ষেত্রে করদাতাদের কোনও ভোগান্তি বা হয়রানি যাতে না হয় তার জন্যও আশ্বাস দিলেন নির্মলা । সৃজনশীল শিল্পী ও কারীগরদের জন্য বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করা হল । স্বামী বিবেকানন্দকে উদ্ধৃত করে নির্মলা ঘোষণা করলেন নারী থেকে নারায়ণীর কথা । বললেন, বর্তমান সরকার বিশ্বাস করে মহিলাদের উন্নয়নের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব । গ্রামীণ অর্থনীতিতে মহিলাদের ভূমিকার কথা স্বীকার করে নিয়ে অর্থমন্ত্রীর প্রস্তাব এমন একটি কমিটি গঠনের যা মহিলাদের কাজের মূল্যায়ন ও উন্নয়নের সাহায্য করবে ।

বৈদ্যুতিক পণ্যের উৎসাহ বাড়াতে বিশেষ সুবিধার কথা ঘোষণা করলেন । পাশাপাশি NRI দের জন্য দ্রুত আধার কার্ড তৈরির প্রস্তাব দিলেন । আবার দেশের মেধা যাতে বিদেশে চলে না যায় সেজন্য পদক্ষেপ করলেন । জাতীয় গবেষণা সংস্থা তৈরির প্রস্তাব দিলেন । বিভিন্ন গবেষণার অনুদান এবং অন্যান্য ক্ষেত্রে সমন্বয় আনতে বিশেষ কমিটি তৈরির কথা বললেন । স্বাভাবিক ভাবেই বাজেট পেশের পর প্রধানমন্ত্রী উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না । একে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার বাজেট বলেও ঘোষণা করলেন প্রধানমন্ত্রী । কিন্তু, সত্যিই কি বাজেট দেশ এগিয়ে নিয়ে যাওয়ার ? প্রশ্ন তুলছে বিরোধীরা ।

আগামী পাঁচ বছর নরেন্দ্র মোদি সরকারের আর্থিক নীতি কী হবে, তার রূপরেখাও তুলে ধরতে হত নির্মলাকে । নরেন্দ্র মোদি দেশের অর্থনীতির বহরকে 2024-25-এর মধ্যে 5 লাখ কোটি ডলারে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন । বাজেটের আগের দিন আর্থিক সমীক্ষা বলেছিল, তার জন্য আর্থিক বৃদ্ধির হার নিয়মিত 8 শতাংশের কোঠায় থাকতে হবে । তার দিশা দেখাতে হত আজকের বাজেটে ।

গরিব চাষি, শ্রমিক, ব্যবসায়ী, শিল্পমহলের প্রত্যাশাও বিপুল । প্রতিশ্রুতি অনুযায়ী চাষিদের জন্য বন্ধক ছাড়াই ঋণের বন্দোবস্ত করে দিতে হত । ছোটো-মাঝারি শিল্প, ব্যবসায়ীদের বাজেটে উপহার দরকার ছিল । চাকুরিজীবী মধ্যবিত্তের আশা, আয়করে সুরাহা মিলবে । শিল্পমহল কর্পোরেট কর কমার আশার করছিল । সাবধানী ভাবে সব দিকে নজর রাখার চেষ্টা করলেন ।

এখানেই ছিল নির্মলার চ্যালেঞ্জ । রাজকোষে টানাটানি । ভোটের আগের অন্তর্বর্তী বাজেটের হিসেবনিকেশ পালটে গেছে । আয়কর, GST থেকে আয় আশানুরূপ নয় । আর তাই হয়তো সংস্কারের পথে হাঁটলেন না নির্মলা । সাবধানী-ভারসাম্যের বাজেটের মধ্য দিয়ে আমজনতার পাশে থাকার চেষ্টা করলেন ।

দিল্লি, 5 জুলাই : তাঁকে ঘিরে ছিল প্রত্যাশা । সকালে যখন প্রচলিত রীতি ভেঙে বাজেট নথি লাল শালুতে মুড়ে সংসদে পা রাখলেন তখন সেই গুঞ্জন আকাশও ছুঁয়েছিল । মধ্যবিত্ত আশায় বুক বাঁধতে শুরু করেছিল । কিন্তু কোথায় যেন শূন্যতা থেকেই গেল !

প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী হিসাবে ভারসাম্যের বাজেট পেশ করার চেষ্টা করলেন নির্মলা সীতারামন । একদিকে মধ্যবিত্তের কথা ভেবে আয়কর ছাড়ের হার অপরিবর্তিত রাখলেন । অন্যদিকে পেট্রল-ডিজ়েলের উপর লিটার প্রতি 1 টাকা সেস বসিয়ে মধ্যবিত্তের ভাঁড়ারে টান দেওয়ার চেষ্টা করলেন । মধ্যবিত্তদের পক্ষে সুখবর এইটুকুই যে, নতুন বাজেট-প্রস্তাবে আর আয়করের বোঝা বাড়ল না তাঁদের কাঁধে । আয়কর-কাঠামোয় কোনও রদবদল ঘটানো হল না । এখন যেমন বছরে 5 লাখ টাকার বেশি আয় করলেই কর দিতে হয়, সেই নিয়মই বহাল রাখা হল।

তবে গৃহঋণে এ বার কিছুটা বাড়তি উৎসাহ দেওয়ার প্রস্তাব রয়েছে বাজেটে । বলা হয়েছে, কোনও বাড়ি বা ফ্ল্যাটের দাম যদি 45 লাখ টাকা বা তার চেয়ে কম হয়, তা হলে, তা কেনার জন্য নেওয়া ঋণের উপর 2020-র 31 মার্চ পর্যন্ত যত সুদ দেওয়া হয়েছে, তার উপর আরও দেড় লাখ টাকা কর-ছাড় দেওয়া হবে । এখন যে পরিমাণ ছিল 2 লাখ টাকা ।

আরও পড়ুন : বাজেটে বাংলা, পণ্য পরিবহনে জোর হলদিয়া-ফরাক্কায়

বিপুল জনসমর্থন নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসা মোদি সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল কর্মসংস্থান বৃদ্ধি । বেকারত্বের কালো ছায়া যখন গাঢ় হচ্ছে তখন মনে করা হচ্ছিল হয়তো কিছু সুরাহা দেবেন সীতারামন । কিন্তু কর্মসংস্থানে নির্মল বাতাস জোগাতে ব্যর্থ হলেন । বাজেটে কর্মসংস্থান নিয়ে একটি বাক্যও খরচ করলেন না নতুন অর্থমন্ত্রী ।

বাজেট পেশের আগে ভালো কিছু ঘটার আশায় বুক বেঁধেছিল দালাল স্ট্রিট । বাজার খুলতেই সেনসেক্স ও নিফটি একধাক্কায় বেশ কিছুটা বেড়েও গিয়েছিল । কিন্তু এখানেও সেই হতাশা । কর্মসংস্থানের সঠিক দিশা না পাওয়া, অর্থনীতিকে সঠিক দিশা দেখাতে না পারার প্রভাব পড়ল সেখানেও । বাজেট শেষ হতেই কয়েক ধাক্কায় নেমে এল সেনসেক্স ও নিফটি ।

ব্যাঙ্কিং অর্থনীতি ক্রমেই পথ হারাচ্ছিল । গত পাঁচ বছরেই ঋণ খেলাফি থেকে শুরু করে আর্থিক দুর্নীতির পরিমাণ বাড়ছিল । সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলির হাল ফেরাতে উদ্যোগী হলেন নতুন অর্থমন্ত্রী । রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে সাহায্য করার জন্য 70 হাজার কোটি টাকা ঘোষণা করলেন । 'মিনিমাম গভর্মেন্ট, ম্যাক্সিমাম গভর্ন্যান্স'-এর কথা আওড়ে নির্মলার প্রস্তাব, তপশিলি জাতি ও উপজাতিদের জন্য স্টার্ট আপের বিশেষ সুবিধা দেওয়া হবে । ব্যবসায়ীদের উৎসাহ দিতে ঘোষণা করলেন পেনশনের । বার্ষিক ব্যবসার পরিমাণ দেড় কোটি টাকার কম হলে সেই সব ব্যবসায়ীরা পেনশনের সুবিধা পাবেন বলে জানালেন অর্থমন্ত্রী । অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য মাসে তিন হাজার টাকা কমিশনের প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বললেন । শ্রম আইনের আমূল সংস্কারের কথা বললেন ।

আরও পড়ুন : লিটার পিছু 1 টাকা সেস বরাদ্দ হল পেট্রল-ডিজেলে

মোদির ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে আরও উৎসাহ দিতে একাধিক পদক্ষেপের ঘোষণা করলেন নির্মলা । জানালেন, পূর্ব পরিকল্পনা মতোই ডিজিটাল লেনদেনে কোনও বাড়তি টাকা করতে হবে না । অনলাইন হোম লোন, ডোর টু ডোর পরিষেবায় জোর দেওয়া হল । ই - অ্যাসেসমেন্টের ক্ষেত্রে করদাতাদের কোনও ভোগান্তি বা হয়রানি যাতে না হয় তার জন্যও আশ্বাস দিলেন নির্মলা । সৃজনশীল শিল্পী ও কারীগরদের জন্য বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করা হল । স্বামী বিবেকানন্দকে উদ্ধৃত করে নির্মলা ঘোষণা করলেন নারী থেকে নারায়ণীর কথা । বললেন, বর্তমান সরকার বিশ্বাস করে মহিলাদের উন্নয়নের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব । গ্রামীণ অর্থনীতিতে মহিলাদের ভূমিকার কথা স্বীকার করে নিয়ে অর্থমন্ত্রীর প্রস্তাব এমন একটি কমিটি গঠনের যা মহিলাদের কাজের মূল্যায়ন ও উন্নয়নের সাহায্য করবে ।

বৈদ্যুতিক পণ্যের উৎসাহ বাড়াতে বিশেষ সুবিধার কথা ঘোষণা করলেন । পাশাপাশি NRI দের জন্য দ্রুত আধার কার্ড তৈরির প্রস্তাব দিলেন । আবার দেশের মেধা যাতে বিদেশে চলে না যায় সেজন্য পদক্ষেপ করলেন । জাতীয় গবেষণা সংস্থা তৈরির প্রস্তাব দিলেন । বিভিন্ন গবেষণার অনুদান এবং অন্যান্য ক্ষেত্রে সমন্বয় আনতে বিশেষ কমিটি তৈরির কথা বললেন । স্বাভাবিক ভাবেই বাজেট পেশের পর প্রধানমন্ত্রী উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না । একে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার বাজেট বলেও ঘোষণা করলেন প্রধানমন্ত্রী । কিন্তু, সত্যিই কি বাজেট দেশ এগিয়ে নিয়ে যাওয়ার ? প্রশ্ন তুলছে বিরোধীরা ।

আগামী পাঁচ বছর নরেন্দ্র মোদি সরকারের আর্থিক নীতি কী হবে, তার রূপরেখাও তুলে ধরতে হত নির্মলাকে । নরেন্দ্র মোদি দেশের অর্থনীতির বহরকে 2024-25-এর মধ্যে 5 লাখ কোটি ডলারে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন । বাজেটের আগের দিন আর্থিক সমীক্ষা বলেছিল, তার জন্য আর্থিক বৃদ্ধির হার নিয়মিত 8 শতাংশের কোঠায় থাকতে হবে । তার দিশা দেখাতে হত আজকের বাজেটে ।

গরিব চাষি, শ্রমিক, ব্যবসায়ী, শিল্পমহলের প্রত্যাশাও বিপুল । প্রতিশ্রুতি অনুযায়ী চাষিদের জন্য বন্ধক ছাড়াই ঋণের বন্দোবস্ত করে দিতে হত । ছোটো-মাঝারি শিল্প, ব্যবসায়ীদের বাজেটে উপহার দরকার ছিল । চাকুরিজীবী মধ্যবিত্তের আশা, আয়করে সুরাহা মিলবে । শিল্পমহল কর্পোরেট কর কমার আশার করছিল । সাবধানী ভাবে সব দিকে নজর রাখার চেষ্টা করলেন ।

এখানেই ছিল নির্মলার চ্যালেঞ্জ । রাজকোষে টানাটানি । ভোটের আগের অন্তর্বর্তী বাজেটের হিসেবনিকেশ পালটে গেছে । আয়কর, GST থেকে আয় আশানুরূপ নয় । আর তাই হয়তো সংস্কারের পথে হাঁটলেন না নির্মলা । সাবধানী-ভারসাম্যের বাজেটের মধ্য দিয়ে আমজনতার পাশে থাকার চেষ্টা করলেন ।

Shopian (JandK), July 05 (ANI): An encounter broke out between terrorists and security forces in JandK's Shopian on Friday. One terrorist was killed and the body was retrieved from the site of the encounter. The identity and affiliation of the killed terrorist is being ascertained. Incriminating material including arms and ammunition were recovered from the site of the encounter. Further details are awaited.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.