ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে গান পয়েন্টে রেখে দুই বোনকে গণধর্ষণ - yogi

মায়ের কাছে যাওয়ার সময় গান পয়েন্টে রেখে দুই বোনকে গণধর্ষণ করে চার ব্যক্তি । মুজ়াফ্ফরনগরের কাসেরওয়া গ্রামের ঘটনা ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jun 13, 2019, 1:56 PM IST

মুজ়াফ্ফরনগর, 13 জুন : গান পয়েন্টে রেখে দুই বোনকে গণধর্ষণ । ঘটনাটি মুজ়াফ্ফরনগরের কাসেরওয়া গ্রামের । অভিযুক্ত চার ব্যক্তির খোঁজে চলছে তল্লাশি ।

পুলিশের কাছে অভিযোগে ওই দুই বোন জানিয়েছে, মঙ্গলবার সন্ধে নাগাদ তারা মায়ের কাছে যাচ্ছিল । তখনই রাস্তা আটকায় অভিযুক্তরা । গান পয়েন্টে রেখে তাদের গণধর্ষণ করে । চিৎকার করলে বা ঘটনার কথা প্রকাশ্যে আনলে গুলি চালানোর ভয় দেখায় ।

মুজ়াফ্ফরনগর (গ্রামীণ) পুলিশ সুপার অলোক শর্মা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

সম্প্রতি, উত্তরপ্রদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের ধর্ষণের অভিযোগ সামনে এসেছে । এই ধরনের ঘটনা রুখতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গ্রামীণ এলাকাগুলোয় পুলিশি টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন ।

মুজ়াফ্ফরনগর, 13 জুন : গান পয়েন্টে রেখে দুই বোনকে গণধর্ষণ । ঘটনাটি মুজ়াফ্ফরনগরের কাসেরওয়া গ্রামের । অভিযুক্ত চার ব্যক্তির খোঁজে চলছে তল্লাশি ।

পুলিশের কাছে অভিযোগে ওই দুই বোন জানিয়েছে, মঙ্গলবার সন্ধে নাগাদ তারা মায়ের কাছে যাচ্ছিল । তখনই রাস্তা আটকায় অভিযুক্তরা । গান পয়েন্টে রেখে তাদের গণধর্ষণ করে । চিৎকার করলে বা ঘটনার কথা প্রকাশ্যে আনলে গুলি চালানোর ভয় দেখায় ।

মুজ়াফ্ফরনগর (গ্রামীণ) পুলিশ সুপার অলোক শর্মা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

সম্প্রতি, উত্তরপ্রদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের ধর্ষণের অভিযোগ সামনে এসেছে । এই ধরনের ঘটনা রুখতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গ্রামীণ এলাকাগুলোয় পুলিশি টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন ।

Hubli (Karnataka), May 01 (ANI): The Vidyanagar Police of Karnataka's Hubli have arrested two chain snatchers and seized gold worth Rs 4 lakh from them. The accused have been identified as Kumar Sungaar and Gourish Kerkar. Both the accused will be produced before the court. There is increase in chain snatching incidents in Hubli city these days.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.