ETV Bharat / bharat

দুই কংগ্রেস বিধায়কের ইস্তফা, কপালে চিন্তার ভাঁজ কুমারস্বামীর

পর পর দুই বিধায়কের ইস্তফা । কর্নাটকে চাপের মুখে জোট সরকার ।

কুমারস্বামী
author img

By

Published : Jul 1, 2019, 8:14 PM IST

Updated : Jul 1, 2019, 8:39 PM IST

বেঙ্গালুরু, 1 জুলাই : 24 ঘণ্টাও কাটল না । কর্নাটক কংগ্রেসে ফের ভাঙন । নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু । প্রথমে বিজয়নগরের কংগ্রেস বিধায়ক আনন্দ সিং ইস্তফার কথা ঘোষণা করেছিলেন । সেই পথই অনুসরণ করলেন কংগ্রেসের অপর বিধায়ক রমেশ জারকিহোলি । স্পিকারের কাছে দুই বিধায়কই এ দিন নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন । রাজনৈতিক মহলের মতে, এর ফলে চাপ বাড়ল কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ।

BJP-কে চমকে দিয়ে কর্নাটকে JD(S)-কংগ্রেস জোট গড়ে সরকার তৈরি করেছিল । কিন্তু, এবার কংগ্রেস বিধায়কদের ইস্তফাও চাপ বাড়ছে JD(S) । রাজনৈতিক মহলের মতে, এর পিছনে হাত আছে BJP-রই । যদিও রাজ্য BJP সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেন, ''আমরা চাই না সরকারের পতন ঘটুক । সরকার যদি নিজে থেকেই পড়ে যায়, তাহলে নতুন সরকার গঠনের কথা ভেবে দেখা যাবে ।''

কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ব্যক্তিগত সফরে এই মুহূর্তে অ্যামেরিকায় রয়েছেন । একটি টুইট বিবৃতিতে তিনি বলেন, ''সরকার টালমাটাল হোক, এই স্বপ্ন দেখছে BJP ।'

ইস্তফা প্রসঙ্গে আনন্দ সিং বলেন, "সরকারের জমি জিন্দালকে দেওয়ার কারণেই আমার বিধানসভা কেন্দ্রের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে । তাই ইস্তফা দিতে বাধ্য হলাম ।" এ দিন কর্নাটকের স্পিকারের অফিসও ইস্তফাপত্র গ্রহণের কথা জানিয়ে দেয় ।

দুই বিধায়কের ইস্তফার পর বিধানসভায় এই মুহূর্তে কংগ্রেসের বিধায়ক সংখ্যা 77 । কর্নাটক বিধানসভার 224 সদস্যের মধ্যে JD(S)-কংগ্রেস জোটের মোট বিধায়ক সংখ্যা 114 । বিধানসভায় BJP-র বিধায়ক রয়েছেন 105 জন, BSP-র একজন । রয়েছেন এক নির্দল বিধায়কও ।

কংগ্রেস বিধায়কের ইস্তফা প্রসঙ্গে রাজ্য নেতা ডিকে শিবকুমার বলেন, ''এটা অত্যন্ত শকিং । এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে । তবে জোটের মধ্যে কোনওরকম সমস্যা নেই ।'' ভাঙন ঠেকাতে সবরকম ব্যবস্থা নেওয়াও শুরু করেছে কংগ্রেস । এরমধ্যে কংগ্রেস পরিষদীয় দলনেতা সিদ্দারামাইয়া দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন । বৈঠক শুরু করে দিয়েছে BJP-ও ।
প্রসঙ্গত, আনন্দ সিং চলতি বছরেই সংবাদের শিরোনামে এসেছিলেন । বছরের শুরুতে কংগ্রেস দাবি করেছিল, দল ভাঙিয়ে কর্নাটকে গদি দখলের চেষ্টা করছে BJP । তাই কংগ্রেস বিধায়কদের বেঙ্গালুরুর একটি রিসর্টে রাখা হয়। সেই রিসর্টেই অপর এক বিধায়কের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আনন্দ সিং । চোট নিয়ে হাসপাতালে ভর্তিও হন ।

বেঙ্গালুরু, 1 জুলাই : 24 ঘণ্টাও কাটল না । কর্নাটক কংগ্রেসে ফের ভাঙন । নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু । প্রথমে বিজয়নগরের কংগ্রেস বিধায়ক আনন্দ সিং ইস্তফার কথা ঘোষণা করেছিলেন । সেই পথই অনুসরণ করলেন কংগ্রেসের অপর বিধায়ক রমেশ জারকিহোলি । স্পিকারের কাছে দুই বিধায়কই এ দিন নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন । রাজনৈতিক মহলের মতে, এর ফলে চাপ বাড়ল কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ।

BJP-কে চমকে দিয়ে কর্নাটকে JD(S)-কংগ্রেস জোট গড়ে সরকার তৈরি করেছিল । কিন্তু, এবার কংগ্রেস বিধায়কদের ইস্তফাও চাপ বাড়ছে JD(S) । রাজনৈতিক মহলের মতে, এর পিছনে হাত আছে BJP-রই । যদিও রাজ্য BJP সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেন, ''আমরা চাই না সরকারের পতন ঘটুক । সরকার যদি নিজে থেকেই পড়ে যায়, তাহলে নতুন সরকার গঠনের কথা ভেবে দেখা যাবে ।''

কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ব্যক্তিগত সফরে এই মুহূর্তে অ্যামেরিকায় রয়েছেন । একটি টুইট বিবৃতিতে তিনি বলেন, ''সরকার টালমাটাল হোক, এই স্বপ্ন দেখছে BJP ।'

ইস্তফা প্রসঙ্গে আনন্দ সিং বলেন, "সরকারের জমি জিন্দালকে দেওয়ার কারণেই আমার বিধানসভা কেন্দ্রের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে । তাই ইস্তফা দিতে বাধ্য হলাম ।" এ দিন কর্নাটকের স্পিকারের অফিসও ইস্তফাপত্র গ্রহণের কথা জানিয়ে দেয় ।

দুই বিধায়কের ইস্তফার পর বিধানসভায় এই মুহূর্তে কংগ্রেসের বিধায়ক সংখ্যা 77 । কর্নাটক বিধানসভার 224 সদস্যের মধ্যে JD(S)-কংগ্রেস জোটের মোট বিধায়ক সংখ্যা 114 । বিধানসভায় BJP-র বিধায়ক রয়েছেন 105 জন, BSP-র একজন । রয়েছেন এক নির্দল বিধায়কও ।

কংগ্রেস বিধায়কের ইস্তফা প্রসঙ্গে রাজ্য নেতা ডিকে শিবকুমার বলেন, ''এটা অত্যন্ত শকিং । এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে । তবে জোটের মধ্যে কোনওরকম সমস্যা নেই ।'' ভাঙন ঠেকাতে সবরকম ব্যবস্থা নেওয়াও শুরু করেছে কংগ্রেস । এরমধ্যে কংগ্রেস পরিষদীয় দলনেতা সিদ্দারামাইয়া দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন । বৈঠক শুরু করে দিয়েছে BJP-ও ।
প্রসঙ্গত, আনন্দ সিং চলতি বছরেই সংবাদের শিরোনামে এসেছিলেন । বছরের শুরুতে কংগ্রেস দাবি করেছিল, দল ভাঙিয়ে কর্নাটকে গদি দখলের চেষ্টা করছে BJP । তাই কংগ্রেস বিধায়কদের বেঙ্গালুরুর একটি রিসর্টে রাখা হয়। সেই রিসর্টেই অপর এক বিধায়কের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আনন্দ সিং । চোট নিয়ে হাসপাতালে ভর্তিও হন ।


New Delhi, Jul 01 (ANI): Shahid Kapoor's latest flick 'Kabir Singh', co-starring Kiara Advani, is unstoppable at the box office. The film is continuing its stronghold despite facing competition from Ayushmann Khurrana's 'Article 15', which released on Friday. Indian film critic and trade analyst Taran Adarsh shared the box office collection of the film on his Twitter handle. Adarsh stated that the movie continued its dominance on the box office and showed solid gains on the weekend despite facing tough competition from the much-hyped India vs England World Cup match yesterday. It is now inching closer to Rs. 200 crore club. The film is going strong in single screens as well as multiplexes. Despite getting mixed reviews and not releasing on a holiday, the movie has been shattering all box office records. 'Kabir Singh' is the Hindi remake of Telugu hit 'Arjun Reddy.' The original blockbuster starred Vijay Deverakonda and Shalini Pandey.
Last Updated : Jul 1, 2019, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.