ETV Bharat / bharat

কুলগামে নিকেশ 2 হিজ়বুল জঙ্গি, জখম জওয়ান - নিকেশ জঙ্গি

এক জঙ্গির পরিবারকে ঘটনাস্থানে আনা হয় ৷ পরিবারের লোকজন তাকে আত্মসমর্পণের অনুরোধ করে ৷ কিন্তু, আত্মসমর্পণে রাজি হয়নি সে ৷

নিকেশ জঙ্গি
two militant killed
author img

By

Published : Jul 5, 2020, 5:26 AM IST

কুলগাম, 5 জুলাই : নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে কুলগামে নিহত হল হিজ়বুল মুজাহিদিনের দুই জঙ্গি ৷ গুলির লড়াইয়ে জখম হয়েছেন এক জওয়ান ৷

দক্ষিণ কাশ্মীরের কুলগামের আরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গতকাল গোপন সূত্রে খবর পায় নিরাপত্তাবাহিনী ৷ পুরো এলাকাটি ঘিরে তল্লাশি শুরু করে ৷ জঙ্গিদের আত্মসমর্পণ করার জন্য বলা হয় ৷ তখন জঙ্গিরা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ৷ দু'পক্ষের গুলির লড়াই শুরু হয় ৷ গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিহত হয় ৷

এক পুলিশ আধিকারিক জানান, মৃত দুই জঙ্গির দেহ উদ্ধার হয়েছে ৷ মৃতদের একজন বিদেশি নাগরিক ৷ তার নাম আলি ভাই ওরফে হায়দার ৷ পুলিশ জানিয়েছে, নিহত দুই জঙ্গি হিজ়বুল মুজাহিদিনের সদস্য ছিল ৷ তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ্ধ পাওয়া গেছে ৷

কাশ্মীরের IGP বিজয় কুমার বলেন, গুলির লড়াইয়ের শুরুতে এক জঙ্গি নিহত হয় ৷ অপর জঙ্গিকে আত্মসমর্পণের জন্য বলা হয় ৷ তার পরিবারকে আনা হয় ঘটনাস্থানে৷ তারা বারবার আত্মসমর্পণের জন্য অনুরোধ করে ৷ কিন্তু, আত্মসমর্পণে রাজি হয়নি দ্বিতীয় জঙ্গি ৷ পরে গুলির লড়াইয়ে তার মৃত্যু হয় ৷

গুলির লড়াইয়ে এক জওয়ান আহত হন ৷ তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

কুলগাম, 5 জুলাই : নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে কুলগামে নিহত হল হিজ়বুল মুজাহিদিনের দুই জঙ্গি ৷ গুলির লড়াইয়ে জখম হয়েছেন এক জওয়ান ৷

দক্ষিণ কাশ্মীরের কুলগামের আরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গতকাল গোপন সূত্রে খবর পায় নিরাপত্তাবাহিনী ৷ পুরো এলাকাটি ঘিরে তল্লাশি শুরু করে ৷ জঙ্গিদের আত্মসমর্পণ করার জন্য বলা হয় ৷ তখন জঙ্গিরা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ৷ দু'পক্ষের গুলির লড়াই শুরু হয় ৷ গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিহত হয় ৷

এক পুলিশ আধিকারিক জানান, মৃত দুই জঙ্গির দেহ উদ্ধার হয়েছে ৷ মৃতদের একজন বিদেশি নাগরিক ৷ তার নাম আলি ভাই ওরফে হায়দার ৷ পুলিশ জানিয়েছে, নিহত দুই জঙ্গি হিজ়বুল মুজাহিদিনের সদস্য ছিল ৷ তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ্ধ পাওয়া গেছে ৷

কাশ্মীরের IGP বিজয় কুমার বলেন, গুলির লড়াইয়ের শুরুতে এক জঙ্গি নিহত হয় ৷ অপর জঙ্গিকে আত্মসমর্পণের জন্য বলা হয় ৷ তার পরিবারকে আনা হয় ঘটনাস্থানে৷ তারা বারবার আত্মসমর্পণের জন্য অনুরোধ করে ৷ কিন্তু, আত্মসমর্পণে রাজি হয়নি দ্বিতীয় জঙ্গি ৷ পরে গুলির লড়াইয়ে তার মৃত্যু হয় ৷

গুলির লড়াইয়ে এক জওয়ান আহত হন ৷ তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.