ETV Bharat / bharat

"ছপক না দেখে তানাজি দেখুন", দীপিকার ছবি বয়কটের ডাক - #BoycottChhapaak

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ ৷ আন্দোলনে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালেন দীপিকা পাড়ুকোন ৷ তার ছবি না দেখার আবেদন জানিয়ে 'মোদি ফ্যান ক্লাব'- এর তরফে টুইট করা হয় ৷

boycott deepika movie chhapaak
মোদি দীপিকা
author img

By

Published : Jan 8, 2020, 2:29 AM IST

Updated : Jan 8, 2020, 2:36 AM IST

দিল্লি, 8 জানুয়ারি : আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি "ছপক" । তার আগে আজ ছবিটি বয়কটের ডাক দিয়ে একাধিক টুইট হয় ৷ প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুষ্কৃতীদের হামলায় জখম হন একাধিক পড়ুয়া ও শিক্ষক ।

সেই হামলার ঘটনায় অভিযোগের আঙুল ওঠে BJP ও RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দিকে । হামলার প্রতিবাদে আজ ক্যাম্পাসে সভা করে আক্রান্ত পড়ুয়ারা । সেখানে কানহাইয়া কুমারের পাশে দেখা যায় দীপিকাকে । তবে দীপিকা সভায় হামলার ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেননি ।

বামপন্থী ছাত্র-ছাত্রীদের সেই সভায় দীপিকা উপস্থিত থাকায় তাঁর আগামী ছবি 'ছপক' বয়কটের ডাক দিয়ে টুইটারে একাধিক পোস্ট হয় । 'নরেন্দ্র মোদি ফ্যান' (Narendra Modi Fan) নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে বলা হয় 'ছপক'-এর বদলে 'তানাজি' ছবিটি দেখুন । তাঁর (দীপিকা পাড়ুকোন) সম্পর্কে কথা বলা ও তাঁর ছবি দেখা বন্ধ করুন ৷ এছাড়া অনেকে তাঁদের ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল থেকেও ছবি বয়কটের ডাক দিয়ে টুইট করেন । প্রয়া প্রতিটি ক্ষেত্রেই #BoycottChhapaak ব্যবহার করে টুইট করে ছবি বয়কটের ডাক দেন ।

  • #DeepikaPadukone we respect ur right to support or show solidarity with any group

    But pls dotake out time to meet those students who were beaten coz they wanted to register &study

    Pls DoMeet Valentina a student who was beaten by those with whom you are standing #boycottchhapaak

    — Narendra Modi fan (@narendramodi177) January 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, 'ছপক' ছবিটি অ্যাসিড আক্রান্ত এক তরুণীর জীবনের উপর ভিত্তি করে তৈরি । ছবি বয়কটের ডাক দেওয়া প্রসঙ্গে দীপিকার কোনও মন্তব্য পাওয়া যায়নি ।

দিল্লি, 8 জানুয়ারি : আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি "ছপক" । তার আগে আজ ছবিটি বয়কটের ডাক দিয়ে একাধিক টুইট হয় ৷ প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুষ্কৃতীদের হামলায় জখম হন একাধিক পড়ুয়া ও শিক্ষক ।

সেই হামলার ঘটনায় অভিযোগের আঙুল ওঠে BJP ও RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দিকে । হামলার প্রতিবাদে আজ ক্যাম্পাসে সভা করে আক্রান্ত পড়ুয়ারা । সেখানে কানহাইয়া কুমারের পাশে দেখা যায় দীপিকাকে । তবে দীপিকা সভায় হামলার ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেননি ।

বামপন্থী ছাত্র-ছাত্রীদের সেই সভায় দীপিকা উপস্থিত থাকায় তাঁর আগামী ছবি 'ছপক' বয়কটের ডাক দিয়ে টুইটারে একাধিক পোস্ট হয় । 'নরেন্দ্র মোদি ফ্যান' (Narendra Modi Fan) নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে বলা হয় 'ছপক'-এর বদলে 'তানাজি' ছবিটি দেখুন । তাঁর (দীপিকা পাড়ুকোন) সম্পর্কে কথা বলা ও তাঁর ছবি দেখা বন্ধ করুন ৷ এছাড়া অনেকে তাঁদের ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল থেকেও ছবি বয়কটের ডাক দিয়ে টুইট করেন । প্রয়া প্রতিটি ক্ষেত্রেই #BoycottChhapaak ব্যবহার করে টুইট করে ছবি বয়কটের ডাক দেন ।

  • #DeepikaPadukone we respect ur right to support or show solidarity with any group

    But pls dotake out time to meet those students who were beaten coz they wanted to register &study

    Pls DoMeet Valentina a student who was beaten by those with whom you are standing #boycottchhapaak

    — Narendra Modi fan (@narendramodi177) January 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, 'ছপক' ছবিটি অ্যাসিড আক্রান্ত এক তরুণীর জীবনের উপর ভিত্তি করে তৈরি । ছবি বয়কটের ডাক দেওয়া প্রসঙ্গে দীপিকার কোনও মন্তব্য পাওয়া যায়নি ।

New Delhi, Jan 08 (ANI): Actress Deepika Padukone today visited JNU campus to show solidarity with students. Deepika also met Jawaharlal Nehru Students' Union (JNUSU) president Aishe Ghosh at campus who got injured during violence. Ghosh received injuries after masked mob assaulted students inside campus.
Last Updated : Jan 8, 2020, 2:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.