দিল্লি, 8 জানুয়ারি : আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি "ছপক" । তার আগে আজ ছবিটি বয়কটের ডাক দিয়ে একাধিক টুইট হয় ৷ প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুষ্কৃতীদের হামলায় জখম হন একাধিক পড়ুয়া ও শিক্ষক ।
সেই হামলার ঘটনায় অভিযোগের আঙুল ওঠে BJP ও RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দিকে । হামলার প্রতিবাদে আজ ক্যাম্পাসে সভা করে আক্রান্ত পড়ুয়ারা । সেখানে কানহাইয়া কুমারের পাশে দেখা যায় দীপিকাকে । তবে দীপিকা সভায় হামলার ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেননি ।
-
I request my friends to watch tanhaji instead of chhapak . Both films are realeasing on same date. Stop talking about her and her movie
— Narendra Modi fan (@narendramodi177) January 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Just promote Tanhaji more and more. #boycottchhapaak #TanhajiTheUnsungWarrior pic.twitter.com/3rXIaLu9ZN
">I request my friends to watch tanhaji instead of chhapak . Both films are realeasing on same date. Stop talking about her and her movie
— Narendra Modi fan (@narendramodi177) January 7, 2020
Just promote Tanhaji more and more. #boycottchhapaak #TanhajiTheUnsungWarrior pic.twitter.com/3rXIaLu9ZNI request my friends to watch tanhaji instead of chhapak . Both films are realeasing on same date. Stop talking about her and her movie
— Narendra Modi fan (@narendramodi177) January 7, 2020
Just promote Tanhaji more and more. #boycottchhapaak #TanhajiTheUnsungWarrior pic.twitter.com/3rXIaLu9ZN
বামপন্থী ছাত্র-ছাত্রীদের সেই সভায় দীপিকা উপস্থিত থাকায় তাঁর আগামী ছবি 'ছপক' বয়কটের ডাক দিয়ে টুইটারে একাধিক পোস্ট হয় । 'নরেন্দ্র মোদি ফ্যান' (Narendra Modi Fan) নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে বলা হয় 'ছপক'-এর বদলে 'তানাজি' ছবিটি দেখুন । তাঁর (দীপিকা পাড়ুকোন) সম্পর্কে কথা বলা ও তাঁর ছবি দেখা বন্ধ করুন ৷ এছাড়া অনেকে তাঁদের ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল থেকেও ছবি বয়কটের ডাক দিয়ে টুইট করেন । প্রয়া প্রতিটি ক্ষেত্রেই #BoycottChhapaak ব্যবহার করে টুইট করে ছবি বয়কটের ডাক দেন ।
-
#DeepikaPadukone we respect ur right to support or show solidarity with any group
— Narendra Modi fan (@narendramodi177) January 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
But pls dotake out time to meet those students who were beaten coz they wanted to register &study
Pls DoMeet Valentina a student who was beaten by those with whom you are standing #boycottchhapaak
">#DeepikaPadukone we respect ur right to support or show solidarity with any group
— Narendra Modi fan (@narendramodi177) January 7, 2020
But pls dotake out time to meet those students who were beaten coz they wanted to register &study
Pls DoMeet Valentina a student who was beaten by those with whom you are standing #boycottchhapaak#DeepikaPadukone we respect ur right to support or show solidarity with any group
— Narendra Modi fan (@narendramodi177) January 7, 2020
But pls dotake out time to meet those students who were beaten coz they wanted to register &study
Pls DoMeet Valentina a student who was beaten by those with whom you are standing #boycottchhapaak
উল্লেখ্য, 'ছপক' ছবিটি অ্যাসিড আক্রান্ত এক তরুণীর জীবনের উপর ভিত্তি করে তৈরি । ছবি বয়কটের ডাক দেওয়া প্রসঙ্গে দীপিকার কোনও মন্তব্য পাওয়া যায়নি ।