ETV Bharat / bharat

"কৃষকদের আন্দোলনকে শাহিনবাগ 2.0 তৈরির পরিকল্পনা করছে টুকরে টুকরে গ্যাং" - farmer's protest

প্যানডেমিকের আগে দক্ষিণ দিল্লির শাহিনবাগ এলাকা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চ হয়ে উঠেছিল । আর কৃষকদের আন্দোলনকেও দ্বিতীয় শাহিনবাগ করার চেষ্টা হচ্ছে বলে মনোজ তিওয়ারির অভিযোগ ।

Tukde-Tukde Gang Turning Farmers Stir Into Shaheen Bagh says BJP's Manoj Tiwari
Tukde-Tukde Gang Turning Farmers Stir Into Shaheen Bagh says BJP's Manoj Tiwari
author img

By

Published : Dec 3, 2020, 12:09 PM IST

দিল্লি, 3 ডিসেম্বর : দিল্লির সীমান্তবর্তী এলাকাগুলিকে শাহিনবাগে পরিণত করার চেষ্টা করা হচ্ছে । কৃষকদের বিক্ষোভের মাঝে এই দাবি করলেন দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি । তিনি বলেন, কৃষকদের উসকে দেশের রাজধানীতে শাহিনবাগের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে টুকরে টুকরে গ্যাং ।

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আটদিন ধরে দিল্লির একাধিক সীমানায় কৃষকদের বিক্ষোভ চলছে । সমস্যা সমাধানের লক্ষ্যে আজ ফের কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করতে চলেছে কেন্দ্রীয় সরকার । আগে আলোচনায় বসলেও তা ফলপ্রসূ হয়নি । কেন্দ্রীয় সরকারের কমিটি গঠনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে কৃষক সংগঠনগুলি । আর তার আগে একটি বিবৃতিতে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি দাবি করেন, কৃষকদের প্রতিবাদী আন্দোলন থেকে খালিস্তানের সমর্থনে স্লোগান উঠেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে হুমকি দেওয়া হয়েছে । ফলে এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র । দেশে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে ।

তিনি বলেন, "যেসব ব্যক্তি বা দলগুলি শাহিনবাগে এনআরসি ও সিএএ-র বিরোধিতা করেছিল কৃষকদের আন্দোলনে তাদের উপস্থিতি রয়েছে । এতেই বোঝা যাচ্ছে টুকরে টুকরে গ্যাং শাহিনবাগ 2.0 তৈরি করতে চাইছে । কৃষদের প্রতিবাদ আন্দোলনের সুযোগ নিয়ে দেশে অশান্তি তৈরি করতে চাইছে ।"

যে কৃষকরা কৃষি আইনের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা যেন এই বাস্তবটা বুঝতে পারেন, সেই আশা করছেন মনোজ তিওয়ারি । তাতে টুকরে টুকরে গ্যাংয়ের উদ্দেশ্যে ব্যাঘাত ঘটবে বলে তাঁর বক্তব্য । তাঁর আরও দাবি, "ষড়যন্ত্রকারীরা কৃষকদের নামে গোটা দেশে দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছে । তাই দেশের প্রতিটি নাগরিকের তাদের উদ্দেশ্য ব্যাহত করা উচিত ।"

দিল্লি, 3 ডিসেম্বর : দিল্লির সীমান্তবর্তী এলাকাগুলিকে শাহিনবাগে পরিণত করার চেষ্টা করা হচ্ছে । কৃষকদের বিক্ষোভের মাঝে এই দাবি করলেন দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি । তিনি বলেন, কৃষকদের উসকে দেশের রাজধানীতে শাহিনবাগের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে টুকরে টুকরে গ্যাং ।

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আটদিন ধরে দিল্লির একাধিক সীমানায় কৃষকদের বিক্ষোভ চলছে । সমস্যা সমাধানের লক্ষ্যে আজ ফের কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করতে চলেছে কেন্দ্রীয় সরকার । আগে আলোচনায় বসলেও তা ফলপ্রসূ হয়নি । কেন্দ্রীয় সরকারের কমিটি গঠনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে কৃষক সংগঠনগুলি । আর তার আগে একটি বিবৃতিতে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি দাবি করেন, কৃষকদের প্রতিবাদী আন্দোলন থেকে খালিস্তানের সমর্থনে স্লোগান উঠেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে হুমকি দেওয়া হয়েছে । ফলে এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র । দেশে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে ।

তিনি বলেন, "যেসব ব্যক্তি বা দলগুলি শাহিনবাগে এনআরসি ও সিএএ-র বিরোধিতা করেছিল কৃষকদের আন্দোলনে তাদের উপস্থিতি রয়েছে । এতেই বোঝা যাচ্ছে টুকরে টুকরে গ্যাং শাহিনবাগ 2.0 তৈরি করতে চাইছে । কৃষদের প্রতিবাদ আন্দোলনের সুযোগ নিয়ে দেশে অশান্তি তৈরি করতে চাইছে ।"

যে কৃষকরা কৃষি আইনের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা যেন এই বাস্তবটা বুঝতে পারেন, সেই আশা করছেন মনোজ তিওয়ারি । তাতে টুকরে টুকরে গ্যাংয়ের উদ্দেশ্যে ব্যাঘাত ঘটবে বলে তাঁর বক্তব্য । তাঁর আরও দাবি, "ষড়যন্ত্রকারীরা কৃষকদের নামে গোটা দেশে দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছে । তাই দেশের প্রতিটি নাগরিকের তাদের উদ্দেশ্য ব্যাহত করা উচিত ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.