কৌশাম্বী , 2 ডিসেম্বর : উত্তরপ্রদেশে বরযাত্রীর গাড়ির উপর উলটে গেল বালি ভরতি ট্রাক । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 6 জনের । কড়াধাম থানার দেবীগঞ্জের ঘটনা ।
গতকাল রাতে দেবীগঞ্জ এলাকায় শাহজাদপুর গ্রামে একটি বিয়েবাড়ি ছিল । সেখান থেকে বরযাত্রীর একটি গাড়ি বাড়ি ফিরছিল । এই সময়ই গাড়ির উপর একটি বালি ভরতি ট্রাক উলটে যায় । গাড়িতে চালকসহ 9 জন যাত্রী ছিলেন ।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে 6 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।