বরাবনি থানার জামগ্রাম এলাকায় বিজেপির মিছিলে হামলা করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ আজ 'আর নয় অন্যায়'নামে একটি মিছিলের আয়োজন করেছিল বিজেপি ৷ অভিযোগ, মিছিল শুরুর আগেই লাঠি, বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে আক্রমণ করে দুষ্কৃতীরা ৷ এই ঘটনায় কালীচরণ দাস নামে এক বিজেপি কর্মীর বুকে গুলি লেগেছে ৷ বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷
2. "বিজেপি কর্মীরা নিজেরাই এমন ঘটনা ঘটিয়েছে" বারাবনি কাণ্ডে মন্তব্য জিতেন্দ্র তেওয়ারির
বারাবনির জামগ্রামে বিজেপির "আর নয় অন্যায়" শীর্ষক মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ । জবাবে তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারির দাবি, এটা বিজেপিদেরই কাজ । বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র দাবি, কয়লা মাফিয়া ও দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বারাবনি ।
3. দক্ষিণে আধিপত্য বাড়তে চলেছে, বলছে জিএইচএমসি-র ফলাফলে উজ্জীবিত বিজেপি
গ্রেটার হায়দরাবাদের পৌরনিগমের নির্বাচনে 48টি আসন জয়লাভকে ভালো ফল হিসাবে মনে করছে বিজেপি । এই ফলাফলের পর এবার দক্ষিণ ভারতে নতুন শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার দিকে লক্ষ্য রাখছে গেরুয়া শিবির ।
4. কঙ্গনা বিষাক্ত, বিস্ফোরক মন্তব্য স্বরার
কঙ্গনা রানাওয়াতের পাশে ইন্ডাস্ট্রির খুব বেশি সংখ্যক মানুষ নেই আজ । আর স্বরা ভাস্করের সঙ্গে কঙ্গনার সম্পর্ক অনেকদিনই খারাপ । তাই কোনও রাখঢাক না করেই স্বরা বললেন, "কঙ্গনা বিষাক্ত" ।
5. কৃষি আইন সংশোধনে রাজি হতে পারে কেন্দ্র : সূত্র
কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৈঠকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । একটি সংবাদ মাধ্যম সূত্রের খবর, বিতর্কিত কৃষি আইন সংশোধন করতে পারে কেন্দ্র ।
6. রবিবারই টি-20 সিরিজ়ের ফয়সালা চাইছে ভারত
টেস্ট সিরিজ়ে ঝাঁপানোর আগে টি-20 সিরিজ় জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছে কোহলি ব্রিগেড ।
7. কৃষকদের ভারত বনধকে নৈতিক সমর্থন তৃণমূলের
মঙ্গলবারের ভারত বনধকে নৈতিক সমর্থন জানাল তৃণমূল কংগ্রেস । আজ তৃণমূল ভবনে অকালি দলের সঙ্গে কৃষক আন্দোলন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর কৃষকদের ভারত বনধ নিয়ে নৈতিক সমর্থনের কথা জানালেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ।
8. দলেই আছি, মিথ্যে খবর প্রচার করা হচ্ছে : মৌসম
দলেই রয়েছেন তিনি । তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে । তারই ফলে কিছু সংবাদ মাধ্যম ও সোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে ভুল খবর প্রচার করা হচ্ছে । তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর কোনও যোগাযোগ নেই । রীতিমতো সাংবাদিক সম্মেলন করে আজ একথা জানিয়েছেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর । তিনি আরও বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছি । নেত্রীও আমার উপর যথেষ্ট আস্থা রেখেছেন ।"
9. "অন্যের বউ নিয়ে আসলে সংসারে কি শান্তি থাকে?" বিজেপিকে কটাক্ষ ফিরহাদের
চেতলার 82 নম্বর ওয়ার্ডে দুয়ারে সংসার কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । "মেদিনীপুরে পরিবর্তন শুরু হয়ে গেছে ।" দিলীপ ঘোষের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, "অন্যের বউ নিয়ে আসলে সংসারে কি শান্তি থাকে?"
10. ‘‘আর নয় অন্যায়’’ কর্মসূচিতে দত্তপুকুর থানা ঘেরাও বিজেপির
‘‘আর নয় অন্যায়’’ কর্মসূচি নিয়ে দত্তপুকুর থানা ঘেরাও বিজেপি সমর্থকদের ৷ নেতৃত্ব দেন বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ প্রায় এক হাজার কর্মী সমর্থক নিয়ে থানা ঘেরাও কর্মসূচি করা হয় । রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচির বিরুদ্ধে স্লোগান তোলে বিজেপি কর্মী সমর্থকেরা । অর্জুনের কর্মসূচি ঘিরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে ।