ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা - Dawood Ibrahim

কোরোনায় আক্রান্ত দাউদ ও তার স্ত্রী । নিরাপত্তারক্ষী ও পরিচারিকাদের পাঠানো হয়েছে কোয়ারানটিনে । দিনের বাছাই করা এমন দশটি খবর একনজরে ।

Top News
দিনের সেরা খবর
author img

By

Published : Jun 5, 2020, 4:59 PM IST

1. কোরোনায় আক্রান্ত দাউদ ইব্রাহিম

কোরোনায় আক্রান্ত দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহজ়াবিন । সংবাদ সংস্থা সূত্রে এই খবর পাওয়া গেছে । বর্তমানে করাচির এক সেনা হাসপাতালে ভরতি রয়েছে সে । ইতিমধ্যেই তার পরিচারক ও পরিচারিকা সহ নিরাপত্তারক্ষীদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

2. পাথরপ্রতিমা ও সন্দেশখালি পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল

হেলিকপ্টারে পাথরপ্রতিমা পৌঁছাল দু'টি কেন্দ্রীয় প্রতিবনিধি দল । কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব অঞ্জু শর্মার নেতৃত্বে কলকাতা থেকে রওনা দিয়েছিল তাঁরা । আমফানে ক্ষতিগ্রস্ত দুই 24 পরগনার পরিস্থিতি খতিয়ে দেখতে দু'ভাগে এলাকা পরিদর্শন করবেন তাঁরা ।

3. এক বছরের জন্য কোনও নতুন প্রকল্প নয় : কেন্দ্রীয় অর্থমন্ত্রী

বিভিন্ন প্রকল্পের অনুমোদন চেয়ে চাপ বাড়ছিল অর্থমন্ত্রকের উপর । এই পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়ে দিল, নতুন কোনও প্রকল্পের অনুমোদন এখন দেওয়া যাবে না ।

4. দাঁত-নখ বের করা শুরু লকডাউনে জব্দ বায়ুদূষণের

লকডাউনে কলকাতার রাস্তায় চলেনি কোনও যানবাহন ৷ বন্ধ ছিল বিভিন্ন কল-কারখানাও ৷ ফলে অনেকটাই কমে গিয়েছিল বায়ুদূষণ ৷ কিন্তু, লকডাউন শেষে আনলক-এক পর্ব থেকে ফের তা বাড়তে শুরু করেছে ।

5. কলকাতাকে প্লাস্টিকমুক্ত করতে লাঠি হাতে "প্লাস্টিকম্যান"

একসময়ে ছিল জুটমিলের ব্যবসা ৷ আর আজ তিনি কলকাতার প্লাস্টিকম্যান ৷ কারণ প্লাস্টিক কুড়িয়ে জায়গা পরিষ্কার করেন তিনি ৷ উদ্দেশ্য শহরকে প্লাস্টিকমুক্ত করা ৷

6. নিষেধাজ্ঞা উড়িয়ে চলছে বালি তোলা, ভুটানের জলে ভাসে ডুয়ার্স

রয়েছে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকা । তবুও অবাধে চলছে বালি ও পাথর তোলার কাজ । যার ফলে গতি পরিবর্তন করছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি নদী । সমস্যায় পড়ছেন মানুষজন । ভেসে যাচ্ছে একাধিক গ্রাম ।

7. ডুবতে বসেছে আমের অনুসারী শিল্প, কোটি টাকা ক্ষতির আশঙ্কায় শিল্পীরা

মালদা জেলার প্রধান অর্থকরী ফসল আমকে ঘিরে গড়ে উঠেছে একাধিক অনুসারী শিল্প ৷ তার মধ্যে অন্যতম বাঁশের ঝুড়ি তৈরি ৷ এতে জড়িয়ে রয়েছে জেলার অন্তত দেড় হাজার পরিবার ৷ এবছর এবার প্রকৃতির রোষ এবং কোরোনার দাপটে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কায় শিল্পীরা ।

8. সরকার কোটি কোটি গাছ বিলি করলেও বাঁচে কটা , উঠছে প্রশ্ন

রাজ্য সরকারের তরফে প্রত্যেক বছরই কোটি কোটি গাছ লাগানো হয় । কিন্তু তার মধ্যে আদৌ সব গাছ বেঁচে থাকে না । এমনই অভিযোগ করছেন পরিবেশপ্রেমীরা । যেমন ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে কোয়ার্টারের পিছনে ফাঁকা জায়গায় প্রচুর গাছ লাগানো হয়েছিল । কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে কয়েকটি মাত্র গাছ পড়ে রয়েছে ।

9. ক্লাব বিক্রি করে ISL-এ নয়, বললেন ইস্টবেঙ্গল সচিব

ISL খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করতেই লাল হলুদ সচিব বলেছেন, "অন্য ক্লাব খেলছে বলেই আমাদের তার পিছন ধরতে হবে এমন কোনও মানে নেই। মোহনবাগান ISL খেলছে বলেই আমাদের সদস্য সমর্থকরা বিষয়টি নিয়ে এত শব্দ খরচ করছেন‘।"

10. কোরোনা মুক্ত বনি কাপুরের তিন কর্মচারী

কয়েক সপ্তাহ আগে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন বনি কাপুরের বাড়ির তিন কর্মচারী । এই খবর বনি নিজেই জানান একটি বিবৃতির মাধ্যমে । তবে সুখবর এল আজ, তাঁদের তিন কর্মচারীই কোরোনা মুক্ত ।

1. কোরোনায় আক্রান্ত দাউদ ইব্রাহিম

কোরোনায় আক্রান্ত দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহজ়াবিন । সংবাদ সংস্থা সূত্রে এই খবর পাওয়া গেছে । বর্তমানে করাচির এক সেনা হাসপাতালে ভরতি রয়েছে সে । ইতিমধ্যেই তার পরিচারক ও পরিচারিকা সহ নিরাপত্তারক্ষীদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

2. পাথরপ্রতিমা ও সন্দেশখালি পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল

হেলিকপ্টারে পাথরপ্রতিমা পৌঁছাল দু'টি কেন্দ্রীয় প্রতিবনিধি দল । কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব অঞ্জু শর্মার নেতৃত্বে কলকাতা থেকে রওনা দিয়েছিল তাঁরা । আমফানে ক্ষতিগ্রস্ত দুই 24 পরগনার পরিস্থিতি খতিয়ে দেখতে দু'ভাগে এলাকা পরিদর্শন করবেন তাঁরা ।

3. এক বছরের জন্য কোনও নতুন প্রকল্প নয় : কেন্দ্রীয় অর্থমন্ত্রী

বিভিন্ন প্রকল্পের অনুমোদন চেয়ে চাপ বাড়ছিল অর্থমন্ত্রকের উপর । এই পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়ে দিল, নতুন কোনও প্রকল্পের অনুমোদন এখন দেওয়া যাবে না ।

4. দাঁত-নখ বের করা শুরু লকডাউনে জব্দ বায়ুদূষণের

লকডাউনে কলকাতার রাস্তায় চলেনি কোনও যানবাহন ৷ বন্ধ ছিল বিভিন্ন কল-কারখানাও ৷ ফলে অনেকটাই কমে গিয়েছিল বায়ুদূষণ ৷ কিন্তু, লকডাউন শেষে আনলক-এক পর্ব থেকে ফের তা বাড়তে শুরু করেছে ।

5. কলকাতাকে প্লাস্টিকমুক্ত করতে লাঠি হাতে "প্লাস্টিকম্যান"

একসময়ে ছিল জুটমিলের ব্যবসা ৷ আর আজ তিনি কলকাতার প্লাস্টিকম্যান ৷ কারণ প্লাস্টিক কুড়িয়ে জায়গা পরিষ্কার করেন তিনি ৷ উদ্দেশ্য শহরকে প্লাস্টিকমুক্ত করা ৷

6. নিষেধাজ্ঞা উড়িয়ে চলছে বালি তোলা, ভুটানের জলে ভাসে ডুয়ার্স

রয়েছে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকা । তবুও অবাধে চলছে বালি ও পাথর তোলার কাজ । যার ফলে গতি পরিবর্তন করছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি নদী । সমস্যায় পড়ছেন মানুষজন । ভেসে যাচ্ছে একাধিক গ্রাম ।

7. ডুবতে বসেছে আমের অনুসারী শিল্প, কোটি টাকা ক্ষতির আশঙ্কায় শিল্পীরা

মালদা জেলার প্রধান অর্থকরী ফসল আমকে ঘিরে গড়ে উঠেছে একাধিক অনুসারী শিল্প ৷ তার মধ্যে অন্যতম বাঁশের ঝুড়ি তৈরি ৷ এতে জড়িয়ে রয়েছে জেলার অন্তত দেড় হাজার পরিবার ৷ এবছর এবার প্রকৃতির রোষ এবং কোরোনার দাপটে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কায় শিল্পীরা ।

8. সরকার কোটি কোটি গাছ বিলি করলেও বাঁচে কটা , উঠছে প্রশ্ন

রাজ্য সরকারের তরফে প্রত্যেক বছরই কোটি কোটি গাছ লাগানো হয় । কিন্তু তার মধ্যে আদৌ সব গাছ বেঁচে থাকে না । এমনই অভিযোগ করছেন পরিবেশপ্রেমীরা । যেমন ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে কোয়ার্টারের পিছনে ফাঁকা জায়গায় প্রচুর গাছ লাগানো হয়েছিল । কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে কয়েকটি মাত্র গাছ পড়ে রয়েছে ।

9. ক্লাব বিক্রি করে ISL-এ নয়, বললেন ইস্টবেঙ্গল সচিব

ISL খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করতেই লাল হলুদ সচিব বলেছেন, "অন্য ক্লাব খেলছে বলেই আমাদের তার পিছন ধরতে হবে এমন কোনও মানে নেই। মোহনবাগান ISL খেলছে বলেই আমাদের সদস্য সমর্থকরা বিষয়টি নিয়ে এত শব্দ খরচ করছেন‘।"

10. কোরোনা মুক্ত বনি কাপুরের তিন কর্মচারী

কয়েক সপ্তাহ আগে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন বনি কাপুরের বাড়ির তিন কর্মচারী । এই খবর বনি নিজেই জানান একটি বিবৃতির মাধ্যমে । তবে সুখবর এল আজ, তাঁদের তিন কর্মচারীই কোরোনা মুক্ত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.