ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 4 টে

কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ ও ওড়িশাকে তছনছ করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় আমফান ৷ এবার ফের এক শক্তিশালী সাইক্লোন আছড়ে পড়ল দেশে ৷ বুধবার দুপুর নাগাদ আরব সাগর উপকূলে আছড়ে পড়ল নিসর্গ ৷

Top News @ 4pm
টপ নিউজ় @ বিকেল 4 টে
author img

By

Published : Jun 3, 2020, 4:06 PM IST

1. প্রবল বেগে আলিবাগ উপকূলে আছড়ে পড়ল নিসর্গ, এগোচ্ছে মুম্বইয়ের দিকে

ফের চোখ রাঙাচ্ছে প্রকৃতি ৷ কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ ও ওড়িশাকে তছনছ করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় আমফান ৷ এবার ফের এক শক্তিশালী সাইক্লোন আছড়ে পড়ল দেশে ৷ বুধবার দুপুর নাগাদ আরব সাগর উপকূলে আছড়ে পড়ল নিসর্গ ৷

2. প্রত্যেক পরিযায়ী শ্রমিককে 10 হাজার টাকা করে দিক কেন্দ্র, আবেদন মমতার

কোরোনা সংক্রমণ রুখতে লকডাউনে কাজ হারিয়েছে বহু পরিযায়ী শ্রমিক ৷ কাজ হারিয়েছে অসংগঠিত ক্ষেত্রেরও বহু মানুষ ৷ তাই তাদের প্রত্যেককে এককালীন 10 হাজার টাকা করে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

3. গুজরাতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

গুজরাতের দাহেজের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ । এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি ।

4. কোরোনা : একদিনে সর্বোচ্চ, 24 ঘণ্টায় আক্রান্ত প্রায় 9 হাজার

শিথিল হয়েছে লকডাউন । রাস্তা-ঘাটে বাড়ছে ভিড় । স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে সংক্রমণ আরও বাড়বে ।

5. ধেয়ে আসছে নিসর্গ, জল বাড়ছে মহারাষ্ট্রের রত্নগিরি উপকূলে

ধেয়ে আসছে নিসর্গ । ফুঁসছে মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকা । অন্যান্য উপকূলের পাশাপাশি জল বাড়ছে রত্নগিরিতে । ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখানকার বাসিন্দাদের । এলাকায় রয়েছে NDRF -এর টিম ।

6. 'আই কান্ট ব্রিদ' স্লোগানে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ মিছিল বিশ্বজুড়ে

জর্জ ফ্লয়েডের মৃত্য়ুর পর 'আই কান্ট ব্রিদ' স্লোগানে প্রতিবাদ মিছিল চলছে বিশ্বজুড়ে ৷ সোশাল মিডিয়াতেও উঠেছে প্রতিবাদের ঝড় ৷ তবে, এই স্লোগান এবার প্রথম নয় ৷ 2014 সালেও এই স্লোগান মিছিল চলেছিল অ্য়ামেরিকায় ৷

7. কেরালায় খাবারে বাজি মিশিয়ে নৃশংস খুন গর্ভবতী হাতিকে

খাবার না পেয়ে লোকালয়ে চলে এসেছিল হাতিটি । খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল কেরালার মালপ্পুরমের গ্রামে গ্রামে । গ্রামবাসীরা একটি আনারসে বারুদ ভরে রেখে দেয় । হাতিটি মানুষকে বিশ্বাস করে সেটিকে খাবার ভেবে খেয়ে ফেলে । ব্যাস সব শেষ ।

8. ডানকুনিতে ফোম কারখানায় আগুন , উত্তেজনা এলাকায়

আজ সকালে জগন্নাথপুর এলাকার একটি ফোম কারখানায় হঠাৎ-ই আগুন লেগে যায় । কারখানার একটি গাড়িতে আগুন লেগে যায় । সেইসময় কয়েকজন কর্মী কারখানায় কাজ করছিলেন । আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার কর্মীরা সেখান থেকে পালিয়ে যায় । প্রাথমিক অনুমান , কারখানায় কাজ করার সময় ওয়েল্ডিং থেকেই এই আগুন লেগেছে ।

9. স্যালাইভা নিষিদ্ধ হলেও রিভার্স সুইংয়ে সমস্যা হবে না শামির

কোরোনা সংক্রমণ ঠেকাতে বলে স্যালাইভার ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে ICC-ক্রিকেট কমিটি ৷ এই নিয়ে সারা বিশ্বের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের মতামত ব্যক্ত করেছেন ৷

10. বাবার নির্দেশেই তড়িঘড়ি জয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অমিতাভ !

জয়া বচ্চনের সঙ্গে 47টা বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন অমিতাভ বচ্চন । যদিও তাঁদের বিয়েটা রূপকথার গল্পর থেকে কিছু কম ছিল না । বিবাহবার্ষিকীর দিনে সেই অভিজ্ঞতার কথাই সোশাল মিডিয়ায় শেয়ার করলেন বিগ বি ।

1. প্রবল বেগে আলিবাগ উপকূলে আছড়ে পড়ল নিসর্গ, এগোচ্ছে মুম্বইয়ের দিকে

ফের চোখ রাঙাচ্ছে প্রকৃতি ৷ কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ ও ওড়িশাকে তছনছ করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় আমফান ৷ এবার ফের এক শক্তিশালী সাইক্লোন আছড়ে পড়ল দেশে ৷ বুধবার দুপুর নাগাদ আরব সাগর উপকূলে আছড়ে পড়ল নিসর্গ ৷

2. প্রত্যেক পরিযায়ী শ্রমিককে 10 হাজার টাকা করে দিক কেন্দ্র, আবেদন মমতার

কোরোনা সংক্রমণ রুখতে লকডাউনে কাজ হারিয়েছে বহু পরিযায়ী শ্রমিক ৷ কাজ হারিয়েছে অসংগঠিত ক্ষেত্রেরও বহু মানুষ ৷ তাই তাদের প্রত্যেককে এককালীন 10 হাজার টাকা করে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

3. গুজরাতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

গুজরাতের দাহেজের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ । এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি ।

4. কোরোনা : একদিনে সর্বোচ্চ, 24 ঘণ্টায় আক্রান্ত প্রায় 9 হাজার

শিথিল হয়েছে লকডাউন । রাস্তা-ঘাটে বাড়ছে ভিড় । স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে সংক্রমণ আরও বাড়বে ।

5. ধেয়ে আসছে নিসর্গ, জল বাড়ছে মহারাষ্ট্রের রত্নগিরি উপকূলে

ধেয়ে আসছে নিসর্গ । ফুঁসছে মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকা । অন্যান্য উপকূলের পাশাপাশি জল বাড়ছে রত্নগিরিতে । ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখানকার বাসিন্দাদের । এলাকায় রয়েছে NDRF -এর টিম ।

6. 'আই কান্ট ব্রিদ' স্লোগানে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ মিছিল বিশ্বজুড়ে

জর্জ ফ্লয়েডের মৃত্য়ুর পর 'আই কান্ট ব্রিদ' স্লোগানে প্রতিবাদ মিছিল চলছে বিশ্বজুড়ে ৷ সোশাল মিডিয়াতেও উঠেছে প্রতিবাদের ঝড় ৷ তবে, এই স্লোগান এবার প্রথম নয় ৷ 2014 সালেও এই স্লোগান মিছিল চলেছিল অ্য়ামেরিকায় ৷

7. কেরালায় খাবারে বাজি মিশিয়ে নৃশংস খুন গর্ভবতী হাতিকে

খাবার না পেয়ে লোকালয়ে চলে এসেছিল হাতিটি । খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল কেরালার মালপ্পুরমের গ্রামে গ্রামে । গ্রামবাসীরা একটি আনারসে বারুদ ভরে রেখে দেয় । হাতিটি মানুষকে বিশ্বাস করে সেটিকে খাবার ভেবে খেয়ে ফেলে । ব্যাস সব শেষ ।

8. ডানকুনিতে ফোম কারখানায় আগুন , উত্তেজনা এলাকায়

আজ সকালে জগন্নাথপুর এলাকার একটি ফোম কারখানায় হঠাৎ-ই আগুন লেগে যায় । কারখানার একটি গাড়িতে আগুন লেগে যায় । সেইসময় কয়েকজন কর্মী কারখানায় কাজ করছিলেন । আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার কর্মীরা সেখান থেকে পালিয়ে যায় । প্রাথমিক অনুমান , কারখানায় কাজ করার সময় ওয়েল্ডিং থেকেই এই আগুন লেগেছে ।

9. স্যালাইভা নিষিদ্ধ হলেও রিভার্স সুইংয়ে সমস্যা হবে না শামির

কোরোনা সংক্রমণ ঠেকাতে বলে স্যালাইভার ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে ICC-ক্রিকেট কমিটি ৷ এই নিয়ে সারা বিশ্বের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের মতামত ব্যক্ত করেছেন ৷

10. বাবার নির্দেশেই তড়িঘড়ি জয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অমিতাভ !

জয়া বচ্চনের সঙ্গে 47টা বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন অমিতাভ বচ্চন । যদিও তাঁদের বিয়েটা রূপকথার গল্পর থেকে কিছু কম ছিল না । বিবাহবার্ষিকীর দিনে সেই অভিজ্ঞতার কথাই সোশাল মিডিয়ায় শেয়ার করলেন বিগ বি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.