ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top 3pm
টপ নিউজ়
author img

By

Published : Jan 23, 2021, 3:04 PM IST

1 নেতাজি-স্মরণ

নেতাজি সুভাষচন্দ্র বসু ৷ এই নামটাই মনে করিয়ে দেয় দেশের জন্য আত্মত্যাগ, দেশকে স্বাধীন করার জন্য লড়াই, আদর্শ, দেশবাসীর উদ্দেশে তাঁর সেই বার্তা "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব ৷"

2 "নেতাজির পরিকল্পনা কমিশনের ভাবনাকে নষ্ট করেছে", কেন্দ্রকে নিশানা মমতার

নেতাজির জন্মজয়ন্তীতে বিজেপিকে নিশানা মমতার৷ গেরুয়া শিবিরের প্রতি তাঁর কটাক্ষ, ‘‘নেতাজি দূরদর্শী ছিলেন৷ দেশ স্বাধীন হওয়ার আগেই তিনি পরিকল্পনা কমিশন এবং জাতীয় সেনাবাহিনীর ধারণা তৈরি করতে পেরেছিলেন৷ ওঁরা নেতাজিকে নিজেদের আদর্শ বলে দাবি করেন৷ অথচ নেতাজির পরিকল্পনা কমিশনের ভাবনাকে ওঁরা নষ্ট করে দিয়েছেন৷‘‘

3 চিন পদক্ষেপ না করলে সেনা সরাবে না ভারত : রাজনাথ

শুক্রবার রাজনাথ বলেন, ‘‘সেনা কমানোর কোনও প্রশ্নই ওঠে না ৷ সীমান্ত থেকে ভারত সেনা সরাবে না, যতক্ষণ না চিন কোনও পদক্ষেপ করছে ৷’’ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সীমান্তে দুই দেশের সেনা যখন মুখোমুখি দাঁড়িয়ে থাকে, সেই পরিস্থিতিতে, আলোচনার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা থাকে না ৷

4 নির্বাচনের জন্য নেতাজির জন্মদিন পালন অবমাননাকর : ফিরহাদ

বিধানসভা নির্বাচনের আগে নেতাজিকে নিয়ে রাজনীতি করছে বিজেপি ৷ মন্তব্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের ৷

5 নেতাজির জন্মদিনে "স্বাধীন" হয়েছেন, সারাজীবন মনে রাখবেন বৈশালী

নেতাজির 125 তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ফেসবুকে একটি পোস্টও করেছেন বৈশালী ডালমিয়া৷ সেখানে তিনি নেতাজির ছবির সঙ্গে লিখেছেন, ‘‘স্বাধীনতা কেউ কাউকে দেয় না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়৷’’ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে স্বাধীন হয়েছেন৷ অন্তত এমনটাই মনে করছেন হাওড়ার বালির বিধায়ক বৈশালী ডালমিয়া৷ তাই এই দিনটিকে তিনি সারাজীবন মনে রাখতে চান বলে জানিয়েছেন৷

6 বেলুড়ে মারধরের অভিযোগে টায়ার জ্বালিয়ে অবরোধ, গুলিবিদ্ধ বিজেপি কর্মী

বেলুড়ে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । প্রতিবাদে লিলুয়ার জিটি রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা । পরে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয় ধুন্ধুমার । চলে গুলি বোমাবাজি । গুলিবিদ্ধ হন প্রমোদ দুবে নামে এক বিজেপি কর্মী ।

7 সপ্তাহান্তে রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটেই বাধা পাচ্ছে উত্তরের শীতল হাওয়া । আজ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে জম্মু-কাশ্মীরে ।

8 অসম ‘আত্মনির্ভর ভারত’-এর গুরুত্বপূর্ণ স্তম্ভ : মোদি

এদিন অসমের শিবসাগর জেলায় অসমের বাসিন্দাদের পাট্টা দেওয়ার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সেই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ও অসমে বিজেপি পরিচালিত সরকারের প্রশংসা করেছেন৷

9 "বড্ড দেরি হয়ে গেছে", নেতাজিকে ভারতরত্ন দেওয়ার দাবি প্রসঙ্গে মন্তব্য কন্যার

নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতরত্ন দেওয়ার দাবির বিরোধিতা করলেন তাঁর কন্যা অনিতা বসু পাফ ৷ তাঁর মতে, এতদিন পর তাঁকে ভারতরত্ন দেওয়ার কোনও মানে হয় না ৷ কারণ তিনি মনে করেন, এক্ষেত্রে অনেক দেরি হয়ে গেছে ৷

10 'পরাক্রম' নাকি 'দেশনায়ক' দিবস, দ্বন্দ্বের আবহেই নেতাজিকে শ্রদ্ধা মোদি-মমতার

এবছর কলকাতায় প্রজাতন্ত্র দিবসের প্যারেড নেতাজিকে উৎসর্গ করা হবে ৷ দুপুর 12:15 মিনিটে বাজবে সাইরেন ৷ সেইসময় সকলকে শঙ্খ বাজানোর অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ৷

1 নেতাজি-স্মরণ

নেতাজি সুভাষচন্দ্র বসু ৷ এই নামটাই মনে করিয়ে দেয় দেশের জন্য আত্মত্যাগ, দেশকে স্বাধীন করার জন্য লড়াই, আদর্শ, দেশবাসীর উদ্দেশে তাঁর সেই বার্তা "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব ৷"

2 "নেতাজির পরিকল্পনা কমিশনের ভাবনাকে নষ্ট করেছে", কেন্দ্রকে নিশানা মমতার

নেতাজির জন্মজয়ন্তীতে বিজেপিকে নিশানা মমতার৷ গেরুয়া শিবিরের প্রতি তাঁর কটাক্ষ, ‘‘নেতাজি দূরদর্শী ছিলেন৷ দেশ স্বাধীন হওয়ার আগেই তিনি পরিকল্পনা কমিশন এবং জাতীয় সেনাবাহিনীর ধারণা তৈরি করতে পেরেছিলেন৷ ওঁরা নেতাজিকে নিজেদের আদর্শ বলে দাবি করেন৷ অথচ নেতাজির পরিকল্পনা কমিশনের ভাবনাকে ওঁরা নষ্ট করে দিয়েছেন৷‘‘

3 চিন পদক্ষেপ না করলে সেনা সরাবে না ভারত : রাজনাথ

শুক্রবার রাজনাথ বলেন, ‘‘সেনা কমানোর কোনও প্রশ্নই ওঠে না ৷ সীমান্ত থেকে ভারত সেনা সরাবে না, যতক্ষণ না চিন কোনও পদক্ষেপ করছে ৷’’ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সীমান্তে দুই দেশের সেনা যখন মুখোমুখি দাঁড়িয়ে থাকে, সেই পরিস্থিতিতে, আলোচনার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা থাকে না ৷

4 নির্বাচনের জন্য নেতাজির জন্মদিন পালন অবমাননাকর : ফিরহাদ

বিধানসভা নির্বাচনের আগে নেতাজিকে নিয়ে রাজনীতি করছে বিজেপি ৷ মন্তব্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের ৷

5 নেতাজির জন্মদিনে "স্বাধীন" হয়েছেন, সারাজীবন মনে রাখবেন বৈশালী

নেতাজির 125 তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ফেসবুকে একটি পোস্টও করেছেন বৈশালী ডালমিয়া৷ সেখানে তিনি নেতাজির ছবির সঙ্গে লিখেছেন, ‘‘স্বাধীনতা কেউ কাউকে দেয় না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়৷’’ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে স্বাধীন হয়েছেন৷ অন্তত এমনটাই মনে করছেন হাওড়ার বালির বিধায়ক বৈশালী ডালমিয়া৷ তাই এই দিনটিকে তিনি সারাজীবন মনে রাখতে চান বলে জানিয়েছেন৷

6 বেলুড়ে মারধরের অভিযোগে টায়ার জ্বালিয়ে অবরোধ, গুলিবিদ্ধ বিজেপি কর্মী

বেলুড়ে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । প্রতিবাদে লিলুয়ার জিটি রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা । পরে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয় ধুন্ধুমার । চলে গুলি বোমাবাজি । গুলিবিদ্ধ হন প্রমোদ দুবে নামে এক বিজেপি কর্মী ।

7 সপ্তাহান্তে রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটেই বাধা পাচ্ছে উত্তরের শীতল হাওয়া । আজ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে জম্মু-কাশ্মীরে ।

8 অসম ‘আত্মনির্ভর ভারত’-এর গুরুত্বপূর্ণ স্তম্ভ : মোদি

এদিন অসমের শিবসাগর জেলায় অসমের বাসিন্দাদের পাট্টা দেওয়ার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সেই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ও অসমে বিজেপি পরিচালিত সরকারের প্রশংসা করেছেন৷

9 "বড্ড দেরি হয়ে গেছে", নেতাজিকে ভারতরত্ন দেওয়ার দাবি প্রসঙ্গে মন্তব্য কন্যার

নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতরত্ন দেওয়ার দাবির বিরোধিতা করলেন তাঁর কন্যা অনিতা বসু পাফ ৷ তাঁর মতে, এতদিন পর তাঁকে ভারতরত্ন দেওয়ার কোনও মানে হয় না ৷ কারণ তিনি মনে করেন, এক্ষেত্রে অনেক দেরি হয়ে গেছে ৷

10 'পরাক্রম' নাকি 'দেশনায়ক' দিবস, দ্বন্দ্বের আবহেই নেতাজিকে শ্রদ্ধা মোদি-মমতার

এবছর কলকাতায় প্রজাতন্ত্র দিবসের প্যারেড নেতাজিকে উৎসর্গ করা হবে ৷ দুপুর 12:15 মিনিটে বাজবে সাইরেন ৷ সেইসময় সকলকে শঙ্খ বাজানোর অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.