ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - top news 3pm

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 13, 2021, 3:06 PM IST

1.জেলা সভাপতির পদ থেকে অপসারিত শিশির অধিকারী

তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকে অপসারিত শিশির অধিকারী ।

2.গ্রেপ্তার কে ডি সিং

দিল্লি থেকে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিং । অর্থলগ্নি সংস্থা অ্যালকেমিস্টের কর্ণধার ছিলেন তিনি । বুধবার অর্থপাচার মামলায় তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ কেডি সিংকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

3.এবার ইউটিউবের নিষেধাজ্ঞার মুখে ট্রাম্প

ফেসবুক, টুইটারের মতো একাধিক সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল৷ এবার ইউটিউবও নিষেধাজ্ঞা জারি করল ট্রাম্পের বিরুদ্ধে৷

4.গলসিতে রাস্তা আটকে বিক্ষোভ মন্ত্রীর, আটকে পড়ল ভ্যাকসিনের গাড়ি

পূর্ব বর্ধমানের গলসিতে তৃণমূল নেতা ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরির নেতৃত্বে চলা জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিতে আটকে পড়ল কোরোনা ভ্যাকসিনের গাড়ি । কৃষি আইন বাতিলের দাবিতে গলসিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় জমিয়ত উলমা-এ-হিন্দ । কর্মসূচিতে সমর্থন দেয় তৃণমূল কংগ্রেস ।

5.কয়লা পাচারকাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় ফের সিবিআই তল্লাশি

আসানসোল, রানিগঞ্জ, জামুড়িয়া সহ কয়েকটি এলাকায় আজ সকাল থেকেই সিবিআই তল্লাশি চালাচ্ছে । সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ।

6.কৃষকরা বিচার পাবে, বলছেন কৃষি আইন নিয়ে গঠিত কমিটির সদস্য

আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলে তাদের উন্নতির ব্যবস্থা করবে সুপ্রিম কোর্ট গঠিত কমিটি । এই কমিটির অন্যতম সদস্য অনিল ঘানওয়াত বলেন, "50 দিন ধরে দিল্লির সীমান্তে যে আন্দোলন চলছে, বেশ দৃঢ়তার সঙ্গেই এই আন্দোলন সংগঠিত করা হয়েছে । বহু কৃষক এই আন্দোলনে যোগ দিয়েছেন । এই আন্দোলন কোথাও গিয়ে তো বন্ধ হওয়া দরকার ।

7.মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে পুণ্যের ডুব তীর্থযাত্রীদের

কোরোনা ভাইরাসের কারণে পুণ্যার্থীর সংখ্যা কমেছে গঙ্গাসাগর মেলায়। খুব কম তীর্থযাত্রী ভিড় জমাচ্ছেন সাগর পুণ্যভূমিতে। বুধবার সকাল থেকেই শীত উপেক্ষা করে স্নানের ডুব দিতে দেখা গেল বেশ কিছু তীর্থযাত্রীকে। স্নানের সময় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে জলপথে তল্লাশি চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।

8.ফেব্রুয়ারি থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসুক, দাবি দিলীপ ঘোষের

"কেন্দ্রীয় বাহিনী রাজ্যে যত তাড়াতাড়ি সম্ভব আসুক ৷ ফেব্রুয়ারি থেকেই আসুক ৷ নির্বাচন কমিশন জানে রাজ্যের অবস্থা ৷ আমরাও লিখিতভাবে কিছু জানিয়েছি ৷ এখানে যত সম্ভব দ্রুত আচরণবিধি চালু হোক ৷" আজ এই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এদিকে গতকাল সৌগত রায় বলেছিলেন, সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি বিজেপি দখল করে নিয়েছিল কাল ৷

9.অস্ত্রোপচার সম্পন্ন, আরও ধারাল হয়ে ফিরবো : রবীন্দ্র

এদিন অস্ত্রোপচারের পর তিনি টুইটে লেখেন, ‘‘দায়িত্ব থেকে সাময়িক বিরতি, অস্ত্রোপচার সম্পন্ন ৷ তবে, দ্রুত আরও ধারাল হয়ে ফিরে আসব ৷’’ ব্রিসবেনের গাব্বায় হতে চলা অস্ট্রেলিয়া ও ভারতের মধ্য়ে চতুর্থ টেস্ট থেকে ইতিমধ্য়েই ছিটকে গিয়েছেন জাদেজা ৷

10.'ডিকশনারি'-তে ফের স্বামী-স্ত্রীর চরিত্রে আবির ও নুসরত, প্রকাশ্যে লুক

প্রকাশ্যে এল 'ডিকশনারি'-তে নুসরত জাহান, আবির চ্যাটার্জি ও মোশারফ করিমের ফার্স্টলুক । শীঘ্রই মুক্তি পাবে ব্রাত্য বসু পরিচালিত এই ছবি ।

1.জেলা সভাপতির পদ থেকে অপসারিত শিশির অধিকারী

তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকে অপসারিত শিশির অধিকারী ।

2.গ্রেপ্তার কে ডি সিং

দিল্লি থেকে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিং । অর্থলগ্নি সংস্থা অ্যালকেমিস্টের কর্ণধার ছিলেন তিনি । বুধবার অর্থপাচার মামলায় তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ কেডি সিংকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

3.এবার ইউটিউবের নিষেধাজ্ঞার মুখে ট্রাম্প

ফেসবুক, টুইটারের মতো একাধিক সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল৷ এবার ইউটিউবও নিষেধাজ্ঞা জারি করল ট্রাম্পের বিরুদ্ধে৷

4.গলসিতে রাস্তা আটকে বিক্ষোভ মন্ত্রীর, আটকে পড়ল ভ্যাকসিনের গাড়ি

পূর্ব বর্ধমানের গলসিতে তৃণমূল নেতা ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরির নেতৃত্বে চলা জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিতে আটকে পড়ল কোরোনা ভ্যাকসিনের গাড়ি । কৃষি আইন বাতিলের দাবিতে গলসিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় জমিয়ত উলমা-এ-হিন্দ । কর্মসূচিতে সমর্থন দেয় তৃণমূল কংগ্রেস ।

5.কয়লা পাচারকাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় ফের সিবিআই তল্লাশি

আসানসোল, রানিগঞ্জ, জামুড়িয়া সহ কয়েকটি এলাকায় আজ সকাল থেকেই সিবিআই তল্লাশি চালাচ্ছে । সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ।

6.কৃষকরা বিচার পাবে, বলছেন কৃষি আইন নিয়ে গঠিত কমিটির সদস্য

আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলে তাদের উন্নতির ব্যবস্থা করবে সুপ্রিম কোর্ট গঠিত কমিটি । এই কমিটির অন্যতম সদস্য অনিল ঘানওয়াত বলেন, "50 দিন ধরে দিল্লির সীমান্তে যে আন্দোলন চলছে, বেশ দৃঢ়তার সঙ্গেই এই আন্দোলন সংগঠিত করা হয়েছে । বহু কৃষক এই আন্দোলনে যোগ দিয়েছেন । এই আন্দোলন কোথাও গিয়ে তো বন্ধ হওয়া দরকার ।

7.মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে পুণ্যের ডুব তীর্থযাত্রীদের

কোরোনা ভাইরাসের কারণে পুণ্যার্থীর সংখ্যা কমেছে গঙ্গাসাগর মেলায়। খুব কম তীর্থযাত্রী ভিড় জমাচ্ছেন সাগর পুণ্যভূমিতে। বুধবার সকাল থেকেই শীত উপেক্ষা করে স্নানের ডুব দিতে দেখা গেল বেশ কিছু তীর্থযাত্রীকে। স্নানের সময় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে জলপথে তল্লাশি চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।

8.ফেব্রুয়ারি থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসুক, দাবি দিলীপ ঘোষের

"কেন্দ্রীয় বাহিনী রাজ্যে যত তাড়াতাড়ি সম্ভব আসুক ৷ ফেব্রুয়ারি থেকেই আসুক ৷ নির্বাচন কমিশন জানে রাজ্যের অবস্থা ৷ আমরাও লিখিতভাবে কিছু জানিয়েছি ৷ এখানে যত সম্ভব দ্রুত আচরণবিধি চালু হোক ৷" আজ এই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এদিকে গতকাল সৌগত রায় বলেছিলেন, সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি বিজেপি দখল করে নিয়েছিল কাল ৷

9.অস্ত্রোপচার সম্পন্ন, আরও ধারাল হয়ে ফিরবো : রবীন্দ্র

এদিন অস্ত্রোপচারের পর তিনি টুইটে লেখেন, ‘‘দায়িত্ব থেকে সাময়িক বিরতি, অস্ত্রোপচার সম্পন্ন ৷ তবে, দ্রুত আরও ধারাল হয়ে ফিরে আসব ৷’’ ব্রিসবেনের গাব্বায় হতে চলা অস্ট্রেলিয়া ও ভারতের মধ্য়ে চতুর্থ টেস্ট থেকে ইতিমধ্য়েই ছিটকে গিয়েছেন জাদেজা ৷

10.'ডিকশনারি'-তে ফের স্বামী-স্ত্রীর চরিত্রে আবির ও নুসরত, প্রকাশ্যে লুক

প্রকাশ্যে এল 'ডিকশনারি'-তে নুসরত জাহান, আবির চ্যাটার্জি ও মোশারফ করিমের ফার্স্টলুক । শীঘ্রই মুক্তি পাবে ব্রাত্য বসু পরিচালিত এই ছবি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.