ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - টপ নিউজ রাত 9টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP TEN AT NINE
টপ নিউজ় @ রাত 9 টা
author img

By

Published : Nov 7, 2020, 9:22 PM IST

1. বুধবার থেকে 81টি লোকাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

40 টি আপ ট্রেনের মধ্যে হাওড়া-মেদিনীপুর লাইনে চলবে 13 টি ট্রেন । হাওড়া-পাঁশকুড়া লাইনে চলবে 8 টি ট্রেন । একটি ট্রেন চলবে সাঁতরাগাছি-পাঁশকুড়া লাইনেও । পাশাপাশি, হাওড়া-আমতা এবং হাওড়া-খড়গপুর লাইনে চলবে 4 টি করে ট্রেন ।

2. কোরোনা পরবর্তী বিশ্বে প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

IIT দিল্লির 51তম সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, "কোরোনা প্যানডেমিক বিশ্বে অনেক পরিবর্তন নিয়ে এসেছে ৷ কোরোনা পরবর্তী বিশ্বে অনেক বদল এসেছে ৷

3. আই লিগ শুরু 9 জানুয়ারি

কোভিড পরিস্থিতির মধ্যে যেহেতু খেলার আয়োজন তাই নির্দিষ্ট একটি শহরে আই লিগের মূলপর্বের খেলা হবে । আই লিগ দ্বিতীয় ডিভিশনের মতো আই লিগ মূলপর্বের খেলা কলকাতায় আয়োজিত হবে ।

4. "200 নয়, আগে 20টি আসন পাক BJP", অমিত শাহকে কটাক্ষ পার্থ-র

আগামী বছর মে মাসে BJP বাংলা দখল করবে বলে রাজ্য সফরে এসে দলীয় কর্মীদের চাঙ্গা করে গেছেন অমিত শাহ । 200 আসন জয়ের লক্ষ্যমাত্রার কথাও বলেছেন তিনি ।

5. এবার হোয়াটসঅ্যাপেও পাঠানো যাবে টাকা

গতকাল হোয়াটসঅ্যাপ একটি ব্লগে জানায়, আজ থেকে ভারতের মানুষ ম্যাসেজের মতোই টাকাও পাঠাতে পারবে । দূরে থেকেও পরিবারকে যেমন টাকা পাঠাতে পারবে তেমনি জিনিসপত্রের দাম মেটাতে পারবে সহজেই ।

6. অনৈতিভাবে সরকার ভেঙে দিলে সুপ্রিম কোর্টে ধাক্কা খাবে কেন্দ্র : ফিরহাদ হাকিম

অমিত শাহকে কটাক্ষ তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের ৷ তিনি বলেন, "কোর্টের ভয়ে রাজ্যের ক্ষমতাসীন সরকার ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসনের কথা বলেননি অমিত শাহ ৷

7. শুভেন্দু অনুগামীদের বিজয়া সম্মিলনী, শাসক দলের নেতাদের শকুনের সঙ্গে তুলনা

সম্মিলনীতে শুভেন্দু অনুগামীদের উপচে পড়া ভিড় চোখে পড়লেও শাসক দলের মন্ত্রী, বিধায়কদের দেখা গেল না । আজকের বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখতে গিয়ে শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিক্ষুব্ধ তৃণমূলীরা ।

8. ফের লকগেট বিপর্যয় দুর্গাপুর ব্যারেজে ?

এদিকে আজ দুপুরে সারাই হওয়া ওই লকগেটের পাশেরটি অর্থাৎ, 30 নম্বর লকগেটের তলদেশ দিয়ে হুড়হুড় করে ব্যারেজের জমা জল বেরোতে দেখা যায় । ফের কি তাহলে একই ঘটনার পুনরাবৃত্তি ?

9. EOS-01 স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ISRO-র

EOS-01 স্যাটেলাইটটি কৃষি, অরণ্য ও বিপর্যয় মোকাবিলার মতো ক্ষেত্রগুলিতে ব্যাপক সাহায্য় করবে বলে জানিয়েছে ISRO । PSLVC49 স্যাটেলাইট লঞ্চার ব্যবহার করে EOS-01-এর উৎক্ষেপণ করা হয় ।

10. "সবাইকে এক হয়ে কাজ করতে হবে", জয়ের মুখে বার্তা বাইডেনের


পেনসিলভ্যানিয়ার বর্তমান যা পরিস্থিতি তাতে ট্রাম্পের হোয়াইট হাউজ়ে ফেরার পথ আরও সংকীর্ণ হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা । এদিকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাইডেনও ।

1. বুধবার থেকে 81টি লোকাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

40 টি আপ ট্রেনের মধ্যে হাওড়া-মেদিনীপুর লাইনে চলবে 13 টি ট্রেন । হাওড়া-পাঁশকুড়া লাইনে চলবে 8 টি ট্রেন । একটি ট্রেন চলবে সাঁতরাগাছি-পাঁশকুড়া লাইনেও । পাশাপাশি, হাওড়া-আমতা এবং হাওড়া-খড়গপুর লাইনে চলবে 4 টি করে ট্রেন ।

2. কোরোনা পরবর্তী বিশ্বে প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

IIT দিল্লির 51তম সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, "কোরোনা প্যানডেমিক বিশ্বে অনেক পরিবর্তন নিয়ে এসেছে ৷ কোরোনা পরবর্তী বিশ্বে অনেক বদল এসেছে ৷

3. আই লিগ শুরু 9 জানুয়ারি

কোভিড পরিস্থিতির মধ্যে যেহেতু খেলার আয়োজন তাই নির্দিষ্ট একটি শহরে আই লিগের মূলপর্বের খেলা হবে । আই লিগ দ্বিতীয় ডিভিশনের মতো আই লিগ মূলপর্বের খেলা কলকাতায় আয়োজিত হবে ।

4. "200 নয়, আগে 20টি আসন পাক BJP", অমিত শাহকে কটাক্ষ পার্থ-র

আগামী বছর মে মাসে BJP বাংলা দখল করবে বলে রাজ্য সফরে এসে দলীয় কর্মীদের চাঙ্গা করে গেছেন অমিত শাহ । 200 আসন জয়ের লক্ষ্যমাত্রার কথাও বলেছেন তিনি ।

5. এবার হোয়াটসঅ্যাপেও পাঠানো যাবে টাকা

গতকাল হোয়াটসঅ্যাপ একটি ব্লগে জানায়, আজ থেকে ভারতের মানুষ ম্যাসেজের মতোই টাকাও পাঠাতে পারবে । দূরে থেকেও পরিবারকে যেমন টাকা পাঠাতে পারবে তেমনি জিনিসপত্রের দাম মেটাতে পারবে সহজেই ।

6. অনৈতিভাবে সরকার ভেঙে দিলে সুপ্রিম কোর্টে ধাক্কা খাবে কেন্দ্র : ফিরহাদ হাকিম

অমিত শাহকে কটাক্ষ তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের ৷ তিনি বলেন, "কোর্টের ভয়ে রাজ্যের ক্ষমতাসীন সরকার ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসনের কথা বলেননি অমিত শাহ ৷

7. শুভেন্দু অনুগামীদের বিজয়া সম্মিলনী, শাসক দলের নেতাদের শকুনের সঙ্গে তুলনা

সম্মিলনীতে শুভেন্দু অনুগামীদের উপচে পড়া ভিড় চোখে পড়লেও শাসক দলের মন্ত্রী, বিধায়কদের দেখা গেল না । আজকের বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখতে গিয়ে শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিক্ষুব্ধ তৃণমূলীরা ।

8. ফের লকগেট বিপর্যয় দুর্গাপুর ব্যারেজে ?

এদিকে আজ দুপুরে সারাই হওয়া ওই লকগেটের পাশেরটি অর্থাৎ, 30 নম্বর লকগেটের তলদেশ দিয়ে হুড়হুড় করে ব্যারেজের জমা জল বেরোতে দেখা যায় । ফের কি তাহলে একই ঘটনার পুনরাবৃত্তি ?

9. EOS-01 স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ISRO-র

EOS-01 স্যাটেলাইটটি কৃষি, অরণ্য ও বিপর্যয় মোকাবিলার মতো ক্ষেত্রগুলিতে ব্যাপক সাহায্য় করবে বলে জানিয়েছে ISRO । PSLVC49 স্যাটেলাইট লঞ্চার ব্যবহার করে EOS-01-এর উৎক্ষেপণ করা হয় ।

10. "সবাইকে এক হয়ে কাজ করতে হবে", জয়ের মুখে বার্তা বাইডেনের


পেনসিলভ্যানিয়ার বর্তমান যা পরিস্থিতি তাতে ট্রাম্পের হোয়াইট হাউজ়ে ফেরার পথ আরও সংকীর্ণ হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা । এদিকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাইডেনও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.