ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news at 9 pm
top news at 9 pm
author img

By

Published : Sep 27, 2020, 9:02 PM IST

1. চিনের সঙ্গে এবার লাদাখের হাড়কাঁপানো শীতের মোকাবিলায় ভারতীয় সেনা

শীতকালে রাতে পূর্ব লাদাখের স্বাভাবিক তাপমাত্রা মাইনাস 35 ডিগ্রির আশপাশে থাকে । সঙ্গে দোসর প্রবলবেগে বয়ে চলা হিমেল হাওয়া ।

2. "আমরা শত্রু নই", ফড়নবিশের সঙ্গে সাক্ষাৎ নিয়ে বললেন সঞ্জয় রাউত

গত বছরের নভেম্বর মাসে শিবসেনা NDA থেকে সরে দাঁড়ায় ৷ শেষ পর্যন্ত কংগ্রেস ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (NCP)-র সমর্থনে উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন ৷

3. আত্মনির্ভর ভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কৃষকদের : প্রধানমন্ত্রী

"মন কি বাত"-এ কৃষি বিল নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী । বলেন, কোরোনা প্যানডেমিকেও দেশের কৃষিক্ষেত্রের দৃঢ়তা কৃষকদের শক্তিরই প্রমাণ দেবে । যা আত্মনির্ভর ভারতের ভিত্তি ।

4. প্রয়াত যশবন্ত সিং

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং । দিল্লির সেনা হাসপাতালে ভরতি ছিলেন তিনি ।

5. রোটাংয়ের পর শিঙ্কু লায় টানেল তৈরির ভাবনা কেন্দ্রের

শুধুমাত্র রোটাং টানেলটি দিয়ে সারাবছর সড়ক যোগাযোগ চালু রাখা সম্ভব নয় । বর্ডার রোড অর্গানাইজ়েশন সূত্রে জানা গেছে, এই টানেলটি দিয়ে শুধুমাত্র কেলং পর্যন্ত সারা বছর যাতায়াত করা যাবে । কিন্তু কেলং থেকে লেহ যাওয়ার পথে আরও তিনটি এমন জায়গা থাকছে, যেগুলি কমপক্ষে ছয় মাস বরফে ঢাকা থাকে । ফলে সেখানে গাড়ি চালিয়ে যাওয়া সম্ভব নয় ।

6. সপ্তম ISL-এ ইস্টবেঙ্গল, স্বাগত জানালেন নীতা আম্বানি

নীতা আম্বানি বলেন, “আমরা ইস্টবেঙ্গল FC এবং তাদের লাখ লাখ সমর্থককে ISL-এ স্বাগত জানাচ্ছি । এটা খুবই গর্বের ও খুশির মুহূর্ত ।"
7. পদ হারিয়ে রাহুলের নিশানায় "তৃণমূল নেতা"

নতুন কেন্দ্রীয় কমিটিতে জায়গা হয়নি রাহুল সিনহার ৷ এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন তিনি ৷ রাহুলের তীব্র প্রতিক্রিয়ার পর রাজ্য BJP অন্দরে সংঘাত সামনে এসে পড়ল ৷ বিধানসভা ভোটের আগে দলের এই সংঘাত কেমনভাবে সামাল দেবে কেন্দ্র ও রাজ্য় নেতৃত্ব তা নিয়ে প্রশ্ন উঠছে ৷

8. "বাজপেয়িজি ও বাদল সাহেবের স্বপ্নের NDA আর নেই"

দল NDA ছাড়ার পর ফের কড়া ভাষায় আক্রমণ করলেন শিরোমণি অকলা দলের হরসিমরত কৌর বাদল।

9. সুনীল-অনুষ্কা বিতর্কে গাভাসকরের পাশে ফারুক ইঞ্জিনিয়ার

ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ফারুক ইঞ্জিনিয়ার বলেন, ‘‘ আমাদের, মানে ভারতীয়দের হাস্যরসের অভাব আছে ৷ যদি সুনীল সত্যিই বিরাট ও অনুষ্কাকে নিয়ে কথা বলেন তাহলে তিনি সেটা মজার ছলেই বলেছেন ৷’’

10. মোদি ক্ষমতায় থাকতে ভারত-পাকিস্তান সিরিজ়ের সম্ভাবনা নেই : আফ্রিদি

এবছর অ্যামেরিকার এক বোলার IPL-এ দল পেয়েছেন । কিন্তু বিশ্বের ধনীতম ক্রিকেট লিগ থেকে ব্রাত্য পাকিস্তানি ক্রিকেটাররা ।

1. চিনের সঙ্গে এবার লাদাখের হাড়কাঁপানো শীতের মোকাবিলায় ভারতীয় সেনা

শীতকালে রাতে পূর্ব লাদাখের স্বাভাবিক তাপমাত্রা মাইনাস 35 ডিগ্রির আশপাশে থাকে । সঙ্গে দোসর প্রবলবেগে বয়ে চলা হিমেল হাওয়া ।

2. "আমরা শত্রু নই", ফড়নবিশের সঙ্গে সাক্ষাৎ নিয়ে বললেন সঞ্জয় রাউত

গত বছরের নভেম্বর মাসে শিবসেনা NDA থেকে সরে দাঁড়ায় ৷ শেষ পর্যন্ত কংগ্রেস ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (NCP)-র সমর্থনে উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন ৷

3. আত্মনির্ভর ভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কৃষকদের : প্রধানমন্ত্রী

"মন কি বাত"-এ কৃষি বিল নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী । বলেন, কোরোনা প্যানডেমিকেও দেশের কৃষিক্ষেত্রের দৃঢ়তা কৃষকদের শক্তিরই প্রমাণ দেবে । যা আত্মনির্ভর ভারতের ভিত্তি ।

4. প্রয়াত যশবন্ত সিং

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং । দিল্লির সেনা হাসপাতালে ভরতি ছিলেন তিনি ।

5. রোটাংয়ের পর শিঙ্কু লায় টানেল তৈরির ভাবনা কেন্দ্রের

শুধুমাত্র রোটাং টানেলটি দিয়ে সারাবছর সড়ক যোগাযোগ চালু রাখা সম্ভব নয় । বর্ডার রোড অর্গানাইজ়েশন সূত্রে জানা গেছে, এই টানেলটি দিয়ে শুধুমাত্র কেলং পর্যন্ত সারা বছর যাতায়াত করা যাবে । কিন্তু কেলং থেকে লেহ যাওয়ার পথে আরও তিনটি এমন জায়গা থাকছে, যেগুলি কমপক্ষে ছয় মাস বরফে ঢাকা থাকে । ফলে সেখানে গাড়ি চালিয়ে যাওয়া সম্ভব নয় ।

6. সপ্তম ISL-এ ইস্টবেঙ্গল, স্বাগত জানালেন নীতা আম্বানি

নীতা আম্বানি বলেন, “আমরা ইস্টবেঙ্গল FC এবং তাদের লাখ লাখ সমর্থককে ISL-এ স্বাগত জানাচ্ছি । এটা খুবই গর্বের ও খুশির মুহূর্ত ।"
7. পদ হারিয়ে রাহুলের নিশানায় "তৃণমূল নেতা"

নতুন কেন্দ্রীয় কমিটিতে জায়গা হয়নি রাহুল সিনহার ৷ এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন তিনি ৷ রাহুলের তীব্র প্রতিক্রিয়ার পর রাজ্য BJP অন্দরে সংঘাত সামনে এসে পড়ল ৷ বিধানসভা ভোটের আগে দলের এই সংঘাত কেমনভাবে সামাল দেবে কেন্দ্র ও রাজ্য় নেতৃত্ব তা নিয়ে প্রশ্ন উঠছে ৷

8. "বাজপেয়িজি ও বাদল সাহেবের স্বপ্নের NDA আর নেই"

দল NDA ছাড়ার পর ফের কড়া ভাষায় আক্রমণ করলেন শিরোমণি অকলা দলের হরসিমরত কৌর বাদল।

9. সুনীল-অনুষ্কা বিতর্কে গাভাসকরের পাশে ফারুক ইঞ্জিনিয়ার

ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ফারুক ইঞ্জিনিয়ার বলেন, ‘‘ আমাদের, মানে ভারতীয়দের হাস্যরসের অভাব আছে ৷ যদি সুনীল সত্যিই বিরাট ও অনুষ্কাকে নিয়ে কথা বলেন তাহলে তিনি সেটা মজার ছলেই বলেছেন ৷’’

10. মোদি ক্ষমতায় থাকতে ভারত-পাকিস্তান সিরিজ়ের সম্ভাবনা নেই : আফ্রিদি

এবছর অ্যামেরিকার এক বোলার IPL-এ দল পেয়েছেন । কিন্তু বিশ্বের ধনীতম ক্রিকেট লিগ থেকে ব্রাত্য পাকিস্তানি ক্রিকেটাররা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.