ETV Bharat / bharat

কম খরচ ও বহনযোগ্য কোরোনা টেস্টিং ডিভাইস ' COVIRAP ' - এ শংসাপত্র ICMR - এর

IIT - খড়গপুরের তরফে জানানো হয়েছে, COVIRAP একটি কিউবয়েড আকৃতির বহনযোগ্য টেস্টিং ডিভাইস ৷ যা এক ঘণ্টার মধ্যে পরীক্ষার ফল জানাতে পারে ৷

Top Medical Body ICMR Certifies IIT-Kharagpur's "COVIRAP" COVID-19 Test
' COVIRAP ' - এ শংসাপত্র ICMR - এর
author img

By

Published : Oct 22, 2020, 3:24 PM IST

দিল্লি, 22 অক্টোবর : কম খরচ , কম সময়ে পরীক্ষা ও বহনযোগ্য কোরোনা টেস্টিং ডিভাইস তৈরি করল দি ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি ( IIT ) - খড়গপুর ৷ এই কোরোনা পরীক্ষার যন্ত্রটির সাহায্যে এক ঘণ্টার মধ্যে জানা যাবে পরীক্ষার ফলাফল ৷ পাশাপাশি, এই যন্ত্রটিতে শংসাপত্র দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ( ICMR ) ৷

IIT - খড়গপুরের তরফে জানানো হয়েছে, COVIRAP একটি কিউবয়েড আকৃতির বহনযোগ্য টেস্টিং ডিভাইস ৷ যা এক ঘণ্টার মধ্যে পরীক্ষার ফল জানাতে পারে ৷ গ্রামীণ অঞ্চলে কোরোনা ভাইরাসের স্ক্রিনিং বাড়ানোর জন্য এই ডিভাইসটি কার্যকর হতে পারে ৷

এবিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল বলেন, " যন্ত্রটি উচ্চমানের ও নির্ভুল ৷ COVID টেস্টিংকে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী করে তুলেছে যন্ত্রটি ৷ একবার পরীক্ষার জন্য খরচ প্রায় 500 টাকা ৷ সরকারের হস্তক্ষেপে তা আরও কমতে পারে ৷ মেশিনটি তৈরি করতে লেগেছে 10 হাজার টাকারও কম ৷ এছাড়াও এই মেশিনের মাধ্যমে এক ঘণ্টার মধ্যে পরীক্ষা করা যায় ৷ তিনি আরও বলেন, এই যন্ত্রটি বহনযোগ্য হওয়ায় এবং খুব কম শক্তির মাধ্যমেও চালানো সম্ভব ৷ গ্রামীণ একটি ছেলেও এই ডিভাইসটি চালাতে পারে ৷

এবিষয়ে IIT খড়গপুরের ডিরেক্টর বলেন, ইন্সটিটিউটটি যখন সঠিক মাত্রায় এই টেস্টিং কিটটি উৎপাদন করতে পারবে ৷ PCR কেন্দ্রীক পরীক্ষার বদলে অনেক বেশি পরীক্ষা করা সম্ভব হবে এর মাধ্যমে ৷ যে কোনও বেসরকারি সংস্থা ইন্সটিটিউটে যোগাযোগ করে তারা প্রযুক্তিগত লাইসেন্সিং ও উৎপাদনের জন্য আবেদন করতে পারে ৷

দিল্লি, 22 অক্টোবর : কম খরচ , কম সময়ে পরীক্ষা ও বহনযোগ্য কোরোনা টেস্টিং ডিভাইস তৈরি করল দি ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি ( IIT ) - খড়গপুর ৷ এই কোরোনা পরীক্ষার যন্ত্রটির সাহায্যে এক ঘণ্টার মধ্যে জানা যাবে পরীক্ষার ফলাফল ৷ পাশাপাশি, এই যন্ত্রটিতে শংসাপত্র দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ( ICMR ) ৷

IIT - খড়গপুরের তরফে জানানো হয়েছে, COVIRAP একটি কিউবয়েড আকৃতির বহনযোগ্য টেস্টিং ডিভাইস ৷ যা এক ঘণ্টার মধ্যে পরীক্ষার ফল জানাতে পারে ৷ গ্রামীণ অঞ্চলে কোরোনা ভাইরাসের স্ক্রিনিং বাড়ানোর জন্য এই ডিভাইসটি কার্যকর হতে পারে ৷

এবিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল বলেন, " যন্ত্রটি উচ্চমানের ও নির্ভুল ৷ COVID টেস্টিংকে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী করে তুলেছে যন্ত্রটি ৷ একবার পরীক্ষার জন্য খরচ প্রায় 500 টাকা ৷ সরকারের হস্তক্ষেপে তা আরও কমতে পারে ৷ মেশিনটি তৈরি করতে লেগেছে 10 হাজার টাকারও কম ৷ এছাড়াও এই মেশিনের মাধ্যমে এক ঘণ্টার মধ্যে পরীক্ষা করা যায় ৷ তিনি আরও বলেন, এই যন্ত্রটি বহনযোগ্য হওয়ায় এবং খুব কম শক্তির মাধ্যমেও চালানো সম্ভব ৷ গ্রামীণ একটি ছেলেও এই ডিভাইসটি চালাতে পারে ৷

এবিষয়ে IIT খড়গপুরের ডিরেক্টর বলেন, ইন্সটিটিউটটি যখন সঠিক মাত্রায় এই টেস্টিং কিটটি উৎপাদন করতে পারবে ৷ PCR কেন্দ্রীক পরীক্ষার বদলে অনেক বেশি পরীক্ষা করা সম্ভব হবে এর মাধ্যমে ৷ যে কোনও বেসরকারি সংস্থা ইন্সটিটিউটে যোগাযোগ করে তারা প্রযুক্তিগত লাইসেন্সিং ও উৎপাদনের জন্য আবেদন করতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.