গুয়াহাটি, 24 জুলাই : বন্যার জেরে এখনও উদ্বেগজনক পরিস্থিতি অসমে । মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 68 । লাগাতার বৃষ্টির জেরে রাজ্যের 33 টি জেলার মধ্যে 19টি জেলার প্রায় 28.01 লাখ মানুষ বন্যা কবলিত ৷
ASDMA (অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটি )-র রিপোর্ট অনুযায়ী কাজ়িরাঙা জাতীয় উদ্যানে বন্যার জল খানিকটা নেমেছে ৷ বন্যার হাত থেকে রক্ষা পায়নি বন্য প্রাণীরাও ৷ বন্য প্রাণীদের মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 204 ৷ এর মধ্যে রয়েছে 15টি গন্ডার ৷
যদিও বন্যার জল নেমে গেছে বিশ্বনাথ ও কারবি অ্যাঙ্গলং জেলায় ৷ অন্যদিকে নতুন করে প্লাবিত হয়েছে লখিমপুর ও বক্সা ৷ মোরিগাঁও ও গোলাঘাট জেলায় সোমবার 2জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷ প্রশাসনিক সূত্রে খবর, বন্যায় 2523 টি গ্রাম এবং 1.27 লাখ হেক্টর চাষের জমি এখনও জলের তলায় । উদ্ধারকার্যে নেমেছে NDRF ও SDRF ৷ মোট 1.04 লাখ মানুষ এখন 782টি ত্রাণ শিবিরে রয়েছে ৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে ৷
রাজ্যের বেশ কয়েকটি জেলায় ব্রহ্মপুত্র বিপদসীমার উপর দিয়ে বইছে ৷ ইতিমধ্যেই বন্যার জল চাষের জমিতে ঢুকে যাওয়া ফসলের ক্ষতি হয়েছে ৷ যার জেরে দাম বেড়েছে সবজির ৷ যদিও রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে দাম বৃদ্ধির উপর কঠোর নজরদারি রাখার ৷