ETV Bharat / bharat

অসমে বন্যায় মৃত বেড়ে 68 - toll rises

অসমের 33টি-র মধ্যে 19টি জেলায় 28.01 লাখ মানুষ বন্যা কবলিত ৷

অসমে বন্যায় মৃত বেড়ে 68
author img

By

Published : Jul 24, 2019, 2:34 PM IST

গুয়াহাটি, 24 জুলাই : বন্যার জেরে এখনও উদ্বেগজনক পরিস্থিতি অসমে । মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 68 । লাগাতার বৃষ্টির জেরে রাজ্যের 33 টি জেলার মধ্যে 19টি জেলার প্রায় 28.01 লাখ মানুষ বন্যা কবলিত ৷

ASDMA (অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটি )-র রিপোর্ট অনুযায়ী কাজ়িরাঙা জাতীয় উদ্যানে বন্যার জল খানিকটা নেমেছে ৷ বন্যার হাত থেকে রক্ষা পায়নি বন্য প্রাণীরাও ৷ বন্য প্রাণীদের মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 204 ৷ এর মধ্যে রয়েছে 15টি গন্ডার ৷

যদিও বন্যার জল নেমে গেছে বিশ্বনাথ ও কারবি অ্যাঙ্গলং জেলায় ৷ অন্যদিকে নতুন করে প্লাবিত হয়েছে লখিমপুর ও বক্সা ৷ মোরিগাঁও ও গোলাঘাট জেলায় সোমবার 2জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷ প্রশাসনিক সূত্রে খবর, বন্যায় 2523 টি গ্রাম এবং 1.27 লাখ হেক্টর চাষের জমি এখনও জলের তলায় । উদ্ধারকার্যে নেমেছে NDRF ও SDRF ৷ মোট 1.04 লাখ মানুষ এখন 782টি ত্রাণ শিবিরে রয়েছে ৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে ৷

রাজ্যের বেশ কয়েকটি জেলায় ব্রহ্মপুত্র বিপদসীমার উপর দিয়ে বইছে ৷ ইতিমধ্যেই বন্যার জল চাষের জমিতে ঢুকে যাওয়া ফসলের ক্ষতি হয়েছে ৷ যার জেরে দাম বেড়েছে সবজির ৷ যদিও রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে দাম বৃদ্ধির উপর কঠোর নজরদারি রাখার ৷

গুয়াহাটি, 24 জুলাই : বন্যার জেরে এখনও উদ্বেগজনক পরিস্থিতি অসমে । মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 68 । লাগাতার বৃষ্টির জেরে রাজ্যের 33 টি জেলার মধ্যে 19টি জেলার প্রায় 28.01 লাখ মানুষ বন্যা কবলিত ৷

ASDMA (অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটি )-র রিপোর্ট অনুযায়ী কাজ়িরাঙা জাতীয় উদ্যানে বন্যার জল খানিকটা নেমেছে ৷ বন্যার হাত থেকে রক্ষা পায়নি বন্য প্রাণীরাও ৷ বন্য প্রাণীদের মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 204 ৷ এর মধ্যে রয়েছে 15টি গন্ডার ৷

যদিও বন্যার জল নেমে গেছে বিশ্বনাথ ও কারবি অ্যাঙ্গলং জেলায় ৷ অন্যদিকে নতুন করে প্লাবিত হয়েছে লখিমপুর ও বক্সা ৷ মোরিগাঁও ও গোলাঘাট জেলায় সোমবার 2জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷ প্রশাসনিক সূত্রে খবর, বন্যায় 2523 টি গ্রাম এবং 1.27 লাখ হেক্টর চাষের জমি এখনও জলের তলায় । উদ্ধারকার্যে নেমেছে NDRF ও SDRF ৷ মোট 1.04 লাখ মানুষ এখন 782টি ত্রাণ শিবিরে রয়েছে ৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে ৷

রাজ্যের বেশ কয়েকটি জেলায় ব্রহ্মপুত্র বিপদসীমার উপর দিয়ে বইছে ৷ ইতিমধ্যেই বন্যার জল চাষের জমিতে ঢুকে যাওয়া ফসলের ক্ষতি হয়েছে ৷ যার জেরে দাম বেড়েছে সবজির ৷ যদিও রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে দাম বৃদ্ধির উপর কঠোর নজরদারি রাখার ৷

Mumbai, July 24 (ANI): Bollywood cuties Parineeti Chopra and Sidharth Malhotra are all set to come together on silver screen with 'Jabariya Jodi'. The pair is promoting their film in full swing and was spotted in Mumbai during promotion. Stunner Parineeti looked pretty in pride-themed tee with front slit denim skirt while heartthrob Sidharth looked swanky in colourful jacket and denim. Pari and Sid were last seen together in 2014's 'Hasee Toh Phasee' and their chemistry was loved by the audience. Helmed by Prashant Singh, 'Jabariya Jodi' will hit theaters on August 02.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.