ETV Bharat / bharat

দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মনোহরলাল খট্টর - Manoharlal Khattar took oath

হরিয়ানায় BJP 40টি আসন জিতেছিল ৷ JJP জিতেছিল 10টি আসন ৷ সংখ্যা গরিষ্ঠতা পায়নি কোনও দলই । 90 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য BJP হাত মেলায় JJP-র দুষ্মন্ত চৌটলার সঙ্গে ৷ অমিত শাহর সঙ্গে বৈঠকের পর দুষ্মন্ত জানিয়েছিলেন, JJP -র থেকেই নির্বাচিত হবে হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী ৷

Khattar
author img

By

Published : Oct 27, 2019, 6:03 PM IST

Updated : Oct 27, 2019, 8:54 PM IST

চণ্ডীগড় , 25 অক্টোবর : আজ দুপুরে চণ্ডীগড়ে রাজভবনে হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মনোহরলাল খট্টর ৷ এই নিয়ে দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদে নির্বাচিত হলেন তিনি ৷ একই সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন JJP (জননায়ক জনতা পার্টি) দলনেতা দুষ্মন্ত চৌটলা ৷

আজ শপথ গ্রহণ সভায় উপস্থিত ছিলেন দুষ্মন্ত চৌটলার বাবা অজয় চৌটলা ৷ এছাড়াও একাধিক প্রবীণ BJP নেতা এবং কেন্দ্রীয় ও রাজ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন ৷ কেন্দ্রীয়মন্ত্রী জেপি নাড্ডা , শিরোমনি অকালি দলের প্রধান প্রকাশ সিং বাদল , তাঁর ছেলে সুখবীর বাদল উপস্থিত ছিলেন শপথ গ্রহণ সভায় ৷ কংগ্রেসের ভূপিন্দর হুডাও উপস্থিত ছিলেন তিনি ৷

দেখুন ভিডিয়ো...

হরিয়ানায় BJP 40টি আসন জিতেছিল ৷ JJP জিতেছিল 10টি আসন ৷ সংখ্যা গরিষ্ঠতা পায়নি কোনও দলই । 90 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য BJP হাত মেলায় JJP-র দুষ্মন্ত চৌটলার সঙ্গে ৷ অমিত শাহর সঙ্গে বৈঠকের পর দুষ্মন্ত জানিয়েছিলেন, JJP -র থেকেই নির্বাচিত হবে হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী ৷

চণ্ডীগড় , 25 অক্টোবর : আজ দুপুরে চণ্ডীগড়ে রাজভবনে হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মনোহরলাল খট্টর ৷ এই নিয়ে দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদে নির্বাচিত হলেন তিনি ৷ একই সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন JJP (জননায়ক জনতা পার্টি) দলনেতা দুষ্মন্ত চৌটলা ৷

আজ শপথ গ্রহণ সভায় উপস্থিত ছিলেন দুষ্মন্ত চৌটলার বাবা অজয় চৌটলা ৷ এছাড়াও একাধিক প্রবীণ BJP নেতা এবং কেন্দ্রীয় ও রাজ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন ৷ কেন্দ্রীয়মন্ত্রী জেপি নাড্ডা , শিরোমনি অকালি দলের প্রধান প্রকাশ সিং বাদল , তাঁর ছেলে সুখবীর বাদল উপস্থিত ছিলেন শপথ গ্রহণ সভায় ৷ কংগ্রেসের ভূপিন্দর হুডাও উপস্থিত ছিলেন তিনি ৷

দেখুন ভিডিয়ো...

হরিয়ানায় BJP 40টি আসন জিতেছিল ৷ JJP জিতেছিল 10টি আসন ৷ সংখ্যা গরিষ্ঠতা পায়নি কোনও দলই । 90 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য BJP হাত মেলায় JJP-র দুষ্মন্ত চৌটলার সঙ্গে ৷ অমিত শাহর সঙ্গে বৈঠকের পর দুষ্মন্ত জানিয়েছিলেন, JJP -র থেকেই নির্বাচিত হবে হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী ৷

New Delhi, Oct 27 (ANI): Prime Minister Narendra Modi addressed the nation on Diwali through his radio program 'Mann Ki Baat' on October 27. On 58th episode of the program, PM Modi said, "In Sept 2010 when Allahabad HC gave its verdict on Ram Janmabhoomi, what was the situation? Different types of people came to the ground, different interest groups tried to exploit the situation to their own advantage, what all things were said then. With the intention to hog limelight, some outspoken people said irresponsible things. But it continued for only 5-10 days. But as soon as the decision came, the nation experienced a welcome change. One hand everything happened for 2 weeks to make the situation tense." "But when decision came on Ram Janmbhoomi, government, political parties, civil societies, representatives of all communities, saints gave balanced statements and tried to reduce tension. When I recall that day, I feel happy that judiciary was respected and tension was not allowed," he added.
Last Updated : Oct 27, 2019, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.