চণ্ডীগড় , 25 অক্টোবর : আজ দুপুরে চণ্ডীগড়ে রাজভবনে হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মনোহরলাল খট্টর ৷ এই নিয়ে দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদে নির্বাচিত হলেন তিনি ৷ একই সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন JJP (জননায়ক জনতা পার্টি) দলনেতা দুষ্মন্ত চৌটলা ৷
আজ শপথ গ্রহণ সভায় উপস্থিত ছিলেন দুষ্মন্ত চৌটলার বাবা অজয় চৌটলা ৷ এছাড়াও একাধিক প্রবীণ BJP নেতা এবং কেন্দ্রীয় ও রাজ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন ৷ কেন্দ্রীয়মন্ত্রী জেপি নাড্ডা , শিরোমনি অকালি দলের প্রধান প্রকাশ সিং বাদল , তাঁর ছেলে সুখবীর বাদল উপস্থিত ছিলেন শপথ গ্রহণ সভায় ৷ কংগ্রেসের ভূপিন্দর হুডাও উপস্থিত ছিলেন তিনি ৷
হরিয়ানায় BJP 40টি আসন জিতেছিল ৷ JJP জিতেছিল 10টি আসন ৷ সংখ্যা গরিষ্ঠতা পায়নি কোনও দলই । 90 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য BJP হাত মেলায় JJP-র দুষ্মন্ত চৌটলার সঙ্গে ৷ অমিত শাহর সঙ্গে বৈঠকের পর দুষ্মন্ত জানিয়েছিলেন, JJP -র থেকেই নির্বাচিত হবে হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী ৷